Saidul Islam

Saidul Islam Hello This Saidul Islam I'M a professional canva Designer with 6 months of experience

কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। 🇧🇩কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?...
28/08/2024

কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। 🇧🇩

কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব। 🇧🇩

এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।

যত বিপর্যয়, তত বন্ধন।

যত সঙ্কট, তত সমাধান।

যত প্রলয়, তত প্রতিজ্ঞা।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের বিরুদ্ধে ৪ উইকেটের বড় জয়ের সুবাদে, ওডিআই সিরিজে জয়ী হয়েছে টাইগাররা। স্পেশালি অভিনন্দন...
18/03/2024

তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের বিরুদ্ধে ৪ উইকেটের বড় জয়ের সুবাদে, ওডিআই সিরিজে জয়ী হয়েছে টাইগাররা।

স্পেশালি অভিনন্দন জানাচ্ছি - রিশাদ হোসেন কে, ১৮ বলে ৪৮ রান করে ম্যাচ জিতালেন✌️✌️
#বাংলাদেশটিম✌️

আলহামদুলিল্লাহ আমার মাসের ফাস্ট ইনকাম ফ্রিল্যানসিং সেক্টর  থেকে। আল্লাহর কাছে শুকরিয়া ওনি আমাকে এত দূরে নিয়ে আসার জন্য। ...
08/03/2024

আলহামদুলিল্লাহ আমার মাসের ফাস্ট ইনকাম ফ্রিল্যানসিং সেক্টর থেকে। আল্লাহর কাছে শুকরিয়া ওনি আমাকে এত দূরে নিয়ে আসার জন্য। এটা শুধু মাএ সম্ভব হয়েছে nextgen technical Institute সিনিয়র ম্যাম এবং মেন্টরের এর জন্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য💖🥰




ডিজিটাল মার্কেটিং কেন শিখবো?মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। ত...
08/03/2024

ডিজিটাল মার্কেটিং কেন শিখবো?

মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে। তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার উচিত ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেয়া।,,

তুমি কি❓তা কারো কাছে প্রমাণ করার দরকার নাই, ✅শুধু তোমার লক্ষ্য ঠিক রেখে সঠিক পথে পরিশ্রম করো ⛷️⛷️তোমার সাফল্যই একদিন তোম...
05/03/2024

তুমি কি❓
তা কারো কাছে প্রমাণ করার দরকার নাই, ✅
শুধু তোমার লক্ষ্য ঠিক রেখে
সঠিক পথে পরিশ্রম করো ⛷️⛷️
তোমার সাফল্যই একদিন
তোমাকে সবার কাছে প্রমাণ করে দিবে!🫅🫅!



সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ভালোবাসার মত কাউকে পাবেন না। কিন্তু একবার সফল হয়ে গেলে এত বেশি ভালোবাসা পাবেন যে, সব ভালোব...
03/03/2024

সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ভালোবাসার মত কাউকে পাবেন না।
কিন্তু একবার সফল হয়ে গেলে এত বেশি ভালোবাসা পাবেন যে, সব ভালোবাসার রিপ্লাই দেয়ার সময়ও পাবেন না।
সফল হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেই ভালোবাসতে হয়, কষ্টের উপর কষ্ট রেখে, দাঁতে দাঁত চেপে জেদ করে শুধু লেগে থাকতে হবে টার্গেট পূরণের আশায়।
আজ যারা বলছে :
"তোমাকে দিয়ে আর কিছুই হবে না",
কাল আপনি সফল হলে পরশু আবার তারাই বলবে
"জানতাম তোমাকে দিয়েই হবে "😊

মানুষ কি ভাববে তা নিয়ে মাথা ব্যাথা না দেখিয়ে নিজে যেটি ভাবতেছেন কিংবা ভাবেন সেটি করেন তাহলে আপনি আপনার সাফল্য পাবেন। দেখ...
26/02/2024

মানুষ কি ভাববে তা নিয়ে মাথা ব্যাথা না দেখিয়ে নিজে যেটি ভাবতেছেন কিংবা ভাবেন সেটি করেন তাহলে আপনি আপনার সাফল্য পাবেন।

দেখুন ১০০ টাকার একটা নোট কে আপনি দুমড়ে মুচরে ফেলুন,পানি তে ভিজিয়ে আবার শুকিয়ে নেন তারপরও ১০০ টাকার মূল্য ১০০ টাকাই থাকবে ৯৯ টাকা হবে না।যেখানে একটা ১০০ টাকার নোট কে এতো কিছু করার পরেও মূল্য কমে না।সেখানে আপনাকে মানুষ দুইটা নেগেটিভ কথা বললে আপনার মূল্য কেনো কমবে?

মনে রাখবেন মানুষ যাই বলুক না কেনো আপনি আপনিই থাকবেন তাই কে কি বলল সেদিকে কান না দিয়ে আপনার লক্ষ্য ঠিক রেখে আপনি কাজ করে যান।

🔰🔰অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে।✔️✔️কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পার...
23/02/2024

🔰🔰অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে।
✔️✔️কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো,
তবে দিন শেষে তুমি একজন সফল হবেই🔰🔰






Make your dream come True🤲😊 in shah allah.....My Institute
20/02/2024

Make your dream come True🤲😊 in shah allah.....My Institute

সফল হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া।আমি ফ্রিল্যান্সিং শুরু করার সময় বিশ্বাসী ছিলাম। আমি পারবোই এমন একটা কনফিডে...
18/02/2024

সফল হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া।

আমি ফ্রিল্যান্সিং শুরু করার সময় বিশ্বাসী ছিলাম। আমি পারবোই এমন একটা কনফিডেন্স আমার ভিতর কাজ করে সব সময়। যেকোনো কাজ শুরু করার আগে অবশ্যই ভয় ভীতি ভেঙ্গে নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করতে হয়।

নিজের উপর কনফিডেন্স আর কাজের উপর বিশ্বাস না থাকলে মানুষ কিছুই করতে পারে না।
তাই আমি মনে করি হতাশ হয়ে কোন কিছু ছেড়ে দেওয়ার চেয়ে বিশ্বাস রেখে কোন কিছু ধরে রাখা অনেক ভালো।







📌 আপনি,আমি নিজের কাছে কতটুকু যোগ্য ❓ 👉আমাদের  অনেক সার্টিফিকেট  আছে যেটা কোন কাজেই আসে না।ঐটা বদ্ধ অবস্থায় আটকে আছে।👉নিজ...
15/02/2024

📌 আপনি,আমি নিজের কাছে কতটুকু যোগ্য ❓

👉আমাদের অনেক সার্টিফিকেট আছে যেটা কোন
কাজেই আসে না।ঐটা বদ্ধ অবস্থায় আটকে আছে।

👉নিজের ভিতর কোন স্কিল না থাকলে এসব সার্টিফিকেট শুধু কাগজ মাএ।বর্তমানে যে যত বেশী স্কিল তৈরী করছে সে ততটাই নিজেকে এগিয়ে নিতে পারছে।

👉হতাশা হয়ে চাকরীর জন‍্য বা বেকারত্বের গ্লানি নিয়ে ঘুরতে হচ্ছে না।আর কি দেরী করা উচিৎ নাকি স্কিল তৈরী করতে হবে❓
👉ঘরেবসে আমরা ঠিকই ফেসবুক স্ক্রল করি সময় অপচয় করি।কিন্তু এই সময় টা যে কতটা মূল‍্যবান সে আজ বুঝবে না যখন বুঝবে অনেক দেরী হয়ে যাবে।

👉👉তাই আসুন freelancing শিখে নিজের স্কিল আপ করে ক‍্যারিয়ার তৈরী করি।

👉👉👉freelancing সম্পর্কে জানতে এবং কিভাবে নিজের স্কিল তৈরী করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন



Insha Allah one day I will be successful 💪
15/02/2024

Insha Allah one day I will be successful 💪

Adresse

Democratic Republic Of The
4360

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Saidul Islam publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Saidul Islam:

Partager