Faysal Habib

Faysal Habib - তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায় ? 🖤

04/05/2025

সবকিছুর কী ক্ষমা হয়? এইযে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়, হুটহাট চোখে পানি চলে আসে,

এইসব কী প্রমাণ করেনা যে আমরা চাইলেই সব ক্ষমা করতে পারিনা? আমরা সর্বোচ্চ এইটুকু চাইতে পারি- স্রষ্টা ক্ষমা করুক, ভালো থাকুক! এইটুকুই ব্যাস..😊

13/10/2024

সে আমার ভালোবাসা দেখেনি, সে আমার বিধ্বস্ত হৃদয় দেখেনি, দেখেছিলো শুধু আমার করা ভুল গুলো !, 😅❤️‍🩹

17/06/2024

- এই তো গত কুরবানির ঈদের আগের দিন, ঈদের দিন মিলে তোমার সাথে কয়েকঘন্টা কথা বললাম, তখন আমার আম্মু হসপিটালে ভর্তি ছিলো তুমি কত দোয়া করলা, কত ভাবে আমারে বুজাইলা, ঈদের দিন কত সুন্দর সুন্দর ছবি দিলা আমার থেকে ছবি নিলা অথচ দেখ নিয়তির কি পরিহাস এই কুরবানির ঈদে সব কিছুই কেবল মাত্র স্মৃতি হয়ে গেলো 😊

12/06/2024

হঠাৎ যদি শুনতে পাও আমি আর নেই!

তাইলে আমার দেওয়া আঘাত গুলো ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিও!😊

শেষ পর্যন্ত তোমারে যে পাইলো, তার লাইগা আমার আফসোসই লাগে, বুঝলা...সে জানলোনা তোমারে হারাইলে কেমন লাগে। কেমন লাগে তুমি ছাড়...
19/05/2024

শেষ পর্যন্ত তোমারে যে পাইলো, তার লাইগা আমার আফসোসই লাগে, বুঝলা...

সে জানলোনা তোমারে হারাইলে কেমন লাগে। কেমন লাগে তুমি ছাড়া রাইত জাগনের বেদনা। সে জানলোনা ভাত খাইতে বইসা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়া ভাত নামতে না চাওয়ার যন্ত্রণা।

না জানলোনা তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়। সে জানলোনা তোমার সাথের স্মৃতিগুলারে জড়াইয়া বাঁচার কষ্ট। সে জানলোনা তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া ক্যামনে ফাঁকা হইয়া যায়। সে জানলোনা তোমারে ফিইরা পাওয়ার লাইগা পরাণ কেমন ছটফট করে।

সে তোমারে পাইলো, কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইলোনা। সে বিরহ চিনলোনা, সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলোনা। সে জানলোনা একটা ছারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে। সে সুখ ঠিকই পাইলো, কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইলোনা। এইযে তোমারে হারাইয়া ফেলার পর, কোনো কষ্টই আমার আর গায়ে লাগেনা।
সে তোমারে পাইয়া আমার মতোন পাথর হইতে পারলোনা।

I Miss Me 😅

10/03/2024

কখনো বলা হয়নি বাবা কতোটা ভালোবাসি তোমায় 🥺

20/12/2023

এইতো গত ডিসেম্বরে ঠিক এই রাতেই তো আমরা কত ঝগড়া করলাম , তোমার জন্মদিন ছিলো উইশ করলাম লম্বা কয়েক লাইনে, কত কথা বললাম আজ কেন আমরা কথা বলতে পারতেছি না কেন আগের দিন গুলো নেই ?
তোমার সাথে তোমার জন্মদিন পালন করার ইচ্ছে ছিলো অনেক তবে তা আর পুরন হবার নয়?
কত শত স্বপ্ন গড়েছিলাম তোমাকে নিয়ে তা কোন কিছুই কি পুরণ হবার নয়? তবে কি সব স্বপ্ন এখন স্মৃতি হয়ে গেলো?

যাই হোক দেখতে দেখতে তুমি তোমার জীবনের ১৫ টি বছর শেষ করে ফেলছো, শুভকামনা রইলো তোমার জন্য।

শুভ জন্মদিন সুহা'সিনী 🖤

19/11/2023

হারিয়ে তোমাকে, চিনেছি নিজেকে 😃
কত ভালোবাসা হৃদয়ের গহীনে..!!

11/11/2023

ভালোবাসা রং বদলায়, কারণে অকারণে... 🙂

11/11/2023

স্টোরিতে যে ৫টা লাভ দিয়েছে,😌
এই মন বলে, সে আমাকে ভালোবেসেছে 😍

09/11/2023

উনার টিকটক থেকে নেওয়া ভিডিওটা🤣
কিন্তু আজ আপনি নিজেই স্বার্থপরের মতো ছেড়ে গেলেন 😆
কৃতজ্ঞতা আপনার প্রতি 🙏

Adresse

Democratic Republic Of The
3500

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Faysal Habib publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Faysal Habib:

Partager