Islamic Info.

Islamic Info. Welcome to Islamic Info! Discover Quranic verses, Hadiths, and motivational messages to strengthen your faith.

Follow for daily reminders and spiritual growth!

ইসলামিক ইনফো-তে স্বাগতম! কুরআনের আয়াত, হাদীস, এবং প্রেরণাদায়ক বার্তা পেতে আমাদের ফলো করুন।

04/13/2025

গাজার জন্য একসাথে — ন্যায়ের দাবিতে আমাদের পদযাত্রা। "
শিশুর কান্না থামাতে, মানবতার পাশে দাঁড়াতে — আমরা পথে নামি। "
নিরপরাধ রক্ত আর নয়! গাজার জন্য বিশ্ববিবেকের ডাক।

04/07/2025

ধ্বংসস্তূপে বসে ক্ষুধায় কাঁদছে গাজার এই শিশু—একটি দেশের না, বরং সমগ্র মানবতার বিবেক আজ প্রশ্নের মুখে।

Crying in hunger amidst the rubble — this child from Gaza is not just a victim of war, but a heartbreaking reminder of our shared humanity.

03/28/2025

📌 ঈদের প্রস্তুতি: আত্মশুদ্ধি ও আনন্দের সংমিশ্রণ

🌙 রমজানের ইবাদতের সমাপ্তি, ঈদের আনন্দের সূচনা! ঈদ মানে খুশি, কিন্তু এর প্রস্তুতি শুধু নতুন পোশাক বা খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। আসুন, ঈদুল ফিতরের প্রকৃত অর্থ অনুধাবন করি:

🔹 যাকাত ও ফিতরা প্রদান করুন – অভাবীদের যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে না হয়।
🔹 তওবা ও আত্মশুদ্ধি করুন – রমজানের শিক্ষা ধরে রাখুন।
🔹 ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিন – একসাথে উম্মাহর সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিন।
🔹 পরিচ্ছন্নতা বজায় রাখুন – বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা ঈদের প্রস্তুতির অংশ।
🔹 রাগ-বিদ্বেষ ভুলে যান – ঈদ হোক মিলনের সেতুবন্ধন।

🎉 ঈদের আনন্দ শুধু নিজের নয়, বরং চারপাশের সবাইকে উপহার দিন!

03/26/2025

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন।"
(সহিহ মুসলিম: 408)

03/25/2025

সুরাহ আল-ফাতিহার সংক্ষিপ্ত ফজিলত:

১️⃣ শ্রেষ্ঠ সুরা: রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "এটি কুরআনের সর্বশ্রেষ্ঠ সুরা।" (সহিহ বুখারি: ৫০০৬)

২️⃣ রোগমুক্তির দোয়া: এটি রুকইয়াহ (রোগ নিরাময়ের দোয়া) হিসেবে কার্যকর। (সহিহ বুখারি: ৫০০৭)

৩️⃣ নামাজের অপরিহার্য অংশ: কোনো নামাজ সুরাহ ফাতিহা ছাড়া পূর্ণ হয় না। (সহিহ মুসলিম: ৩৯৪)

৪️⃣ আল্লাহর বিশেষ দয়া: আল্লাহ বলেন, "আমি নামাজকে (সুরাহ ফাতিহা) আমার ও আমার বান্দার মাঝে বিভক্ত করে দিয়েছি।" (সহিহ মুসলিম: ৩৯৫)

৫️⃣ সব দুঃখ-কষ্টের সমাধান: এটি পড়লে আল্লাহর রহমত ও সাহায্য লাভ হয়।

03/24/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।"
(সহিহ বুখারি: ১৯০১, সহিহ মুসলিম: ৭৬০)

03/23/2025

আল্লাহ এক ও অদ্বিতীয় | সূরা ইখলাসের বিস্ময়কর ফজিলত | সুরাহ ইখলাসের রহস্য | কেন এটি এত গুরুত্বপূর্ণ?

✨ সুরাহ ইখলাস কুরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা। মাত্র চারটি আয়াত হলেও, এর ফজিলত অপরিসীম!
🌿 রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "তিনবার সূরা ইখলাস পড়লে সম্পূর্ণ কুরআন পড়ার সওয়াব পাওয়া যায়!

Send a message to learn more

Address

Wien, WI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Info. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Info.:

Share