Star media 15

  • Home
  • Star media 15

Star media 15 ❤️ আসসালামু আলাইকুম ❤️
[আমাদের পেইজে আপনাকে স্বাগতম] _______________&&_______________

আমি একজন আল্লাহর গোলাম, আমি আল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কে ভালোবাসি,আর আমার ইচ্ছে হলো সারা পৃথিবীতে আল্লাহর দিনের আলো ছড়িয়ে দেয়া , যদি আল্লাহ সহায় হোন। এবং সমস্ত বাতিলের বিপক্ষে গর্জে ওঠা আমার উদ্দেশ্য, আল্লাহ কবুল করুক আমিন 🤲

" নারীদের যদি একদিন পুরুষের চক্ষু দেওয়া  হতো দুনিয়া দেখার জন্য ; তবে পরের দিন  সে নিজেকে লোহা দ্বারা মুড়িয়ে বাইরে বেরোত।...
04/07/2025

" নারীদের যদি একদিন পুরুষের চক্ষু দেওয়া হতো দুনিয়া দেখার জন্য ;
তবে পরের দিন সে নিজেকে লোহা দ্বারা মুড়িয়ে বাইরে বেরোত। "

~ হযরত আলী ( রাঃ)

পুরুষের দৃষ্টিপাত 🥺
এতো সুক্ষ্ম যে,হাত মোজা, পা মোজা বোরকা
পরিধান করা কোন নারীর শরীরের সৌন্দর্য অনুমান করতে সক্ষম।

আল্লাহ আমাদেরকে পুরুষের দৃষ্টি থেকে হেফাজত করুন 🤲

কয়েকদিন পর যখন পেইজে ঢুকি। এটা দেখার পর আমি তো শিহরিত, কিভাবে কি, এতগুলো মানুষের টপ ফ্যান তাও আবার একসাথে নোটিফিকেশন। 💞...
05/04/2025

কয়েকদিন পর যখন পেইজে ঢুকি। এটা দেখার পর আমি তো শিহরিত, কিভাবে কি, এতগুলো মানুষের টপ ফ্যান তাও আবার একসাথে নোটিফিকেশন। 💞🥰

👇পাশের বাসায় ফোন চার্জৈ দিয়ে ছিলাম 😬😬🤧 বলার কিছু নেই 👇🥹
03/02/2025

👇পাশের বাসায় ফোন চার্জৈ দিয়ে ছিলাম 😬😬🤧 বলার কিছু নেই 👇🥹

02/02/2025
কেমন লাগছে সবাই বলে যাবেন 💝🥰🥰
02/02/2025

কেমন লাগছে সবাই বলে যাবেন 💝🥰🥰

নবীগণ মেষ চড়িয়েছেন। হাদীসে স্পষ্ট এসেছে, আল্লাহ এমন কোনও নবী পাঠান নি যিনি মেষ চড়ান নি। মেষ যাঁরা চড়ায় তাঁদেরকে Shepherd...
06/01/2025

নবীগণ মেষ চড়িয়েছেন। হাদীসে স্পষ্ট এসেছে, আল্লাহ এমন কোনও নবী পাঠান নি যিনি মেষ চড়ান নি। মেষ যাঁরা চড়ায় তাঁদেরকে Shepherd বলা হয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজা রাযি. এর কর্মচারী ছিলেন না; ছিলেন ব্যবসায়িক পার্টনার। কর্মচারী মালিকের অধীনে কাজ করে, মাস শেষে বেতন বা পারিশ্রমিক বুঝে নেয়। অন্যদিকে পার্টনার মূলধন অথবা শ্রম দিয়ে শরীক হয়, নির্ধারিত সময় শেষে লভ্যাংশ থেকে পার্সেন্টেজ গ্রহণ করে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রম দিয়েছেন, খাদীজা রাযি. মূলধন বহন করেছেন; লভ্যাংশ বন্টিত হয়েছে আনুপাতিক হারে ।

এটা কর্মচারী ও মালিকের সম্পর্ক নয়; মুদারিব (ব্যবস্থাপনা অংশীদার) ও রাব্বুল মালের (মূলধনের মালিকের) সম্পর্ক।

তথ্যসূত্র: সীরাতে ইবনে ইসহাক, পৃষ্ঠা নং: ৮১

আর যারা গরু চড়ায় তাঁদেরকে বলা হয় Cowboy। এই শব্দের উদ্ভব স্প্যানিশ শব্দ vaquero থেকে। যার অর্থ দাঁড়ায় যিনি ঘোড়ার পিঠ থেকে গরুর পাল সামলায়।

কাউবয় শব্দটা কানে আসলে চোখে কি ভাসে? ওয়েস্টার্ন মুভির দৃশ্য নিশ্চয়। যাযাবার উশৃংখল একদল লোক যারা সারা বছর গরু চড়িয়ে যখন শহরে ফেরে তখন বিশৃঙ্খলা, অনাচারে লিপ্ত হয়। ম্যানার বলে কিছু থাকে না।

অথচ নবীগণ মেষ চড়ানোর কারণ আল্লাহ তাঁদেরকে ধৈর্যশীল করতে চেয়েছেন। সেই শিক্ষা তাঁদের মধ্যে প্রোথিত করেছেন। গরু চড়ানোয় এই লক্ষ্য অর্জিত হয় না।

আমাদের নবী সা. কখনোই গরু চড়ান নি। তিনি কখনও Cowboy ছিলেন না। যে ব্যক্তিই বলে থাকুন তিনি ভুল বলেছেন।

খাদিজা রা. এঁর কর্মচারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছিলেন না। তাঁর সাথে ব্যবসা ছিল মুদারাবা ভিত্তিতে। মূলধন ছিল খাদিজার আর রাসুল সা. সে ব্যবসা পরিচালনা করেছেন। তাঁরা লভ্যাংশ ভাগ করে নিয়েছেন।

খাদিজা রা. এঁর একাধিক ব্যবসা ছিল। কিন্তু মক্কাবাসীদের ব্যবসা যেহেতু আমদানি রফতানি ভিত্তিক ছিল, ফলে তাঁর নিজের পক্ষে এই ব্যবসা পরিচালনা সম্ভব ছিল না। প্রায় সব সিরাতবিদেরাই এমনটি বলেছেন।

জনপ্রিয়তা শুদ্ধতার দলিল না। ফলে মিজানুর রহমান আজহারী যখন রাসুল সা. প্রসঙ্গে বলেন তিনি 'কাউবয়', খাদিজাতুল কুবরার 'কর্মচারী' ছিলেন এইসব কথা তিনি ভুলই বলেছেন।

কিন্তু তাঁর ভুলের বাড়তি সমস্যা হলো, এ ভুল ব্যাপক বিস্তৃতি পায়। আর মানুষ সেটাকে ভুল বলে মানতে চায় না।

ইসলামের ইতিহাসে পেশাদার বক্তাদের 'কাসসাস' মানে 'Story Teller’ বলা হত। ইবনুল জাওযির মতে, এরাই ইলমে হাদিসের সবচে' বড়ো ক্ষতি করেছে।

ইবনে উমার রা. মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় বলতেন, এই বক্তাদের জন্যই আমি মসজিদ থেকে বেরিয়ে যেতে বাধ্য হই, এদের ছাড়া আর কিছুই আমাকে মসজিদ থেকে দূরে রাখতে পারত না।

ভিডিওটা সম্ভবত আগের। অবশ্য এটা নিয়ে আগে কোন বক্তব্য দৃষ্টিগোচর হয়নি৷ Mizanur Rahman Azhari সাহেব যদি এ থেকে তওবা করে নেন আলহামদুলিল্লাহ। তবে না করে থাকলে তা্র প্রকাশ্যে তওবা করা উচিত এবং কথাবার্তায় আরও সংযত হওয়া জরুরি।
Copy post

টাকা নিয়ে ৫০ টা উক্তি দেওয়া হয়েছে ✅✔️1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলো...
06/01/2025

টাকা নিয়ে ৫০ টা উক্তি দেওয়া হয়েছে ✅✔️

1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।
2. প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না!!!!! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন।
3. টাকা থাকলে পৃথিবী কেনা যায়,,, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।
4. সুখী হতে যদি টাকা লাগে….!!!!! তবে আপনার সুখের সন্ধান কখনই শেষ হবে না।
5. এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি।
6. যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।
7. অতিরিক্ত টাকা.. একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।
8. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।
9. আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।
10. বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে।
11. যখন আমাদের টাকা থাকে….! তখন আমরা ভুল করা শুরু করি।
12. মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে।
13. লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো।
14. যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না…!!
15. একটি বাস্তব সত্য হলো, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।
16. টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারেনা…!!
17. যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো।
18. টাকা মানুষকে সুখী করে না!!! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।
19. নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।
20. যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে!! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।
21. টাকা মানুষকে পরিবর্তন করে না!!!!! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়।
22. বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।
23. টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো!
24. যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে।
25. যে লোকের খুব কম আছে, সে কখনো গরীব নয়! যে লোক বেশি কামনা করে, সেই আসলে গরীব।
26. জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী।
27. আগে টাকা কামাও, তারপর ভালোবাসো!! কারণ গরীবের ভালোবাসা নীলাম হয় চৌরাস্তার মোড়ে।
28. একজন ধনী ব্যক্তি…..! অর্থ-বিশিষ্ট গরীব ছাড়া আর কিছুই নয়!
29. আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন, তত বেশি সমস্যার সম্মুখীন হবেন।
30. অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও,, স্বভাব বদলাতে পারে না।
31. টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে, তবে তার কিছু মূল্য আছে! অন্যথায় তা মন্দের স্তূপ।
32. সবসময় টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়।
33. এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না…!! যদি আপনার টাকা থাকে।
34. টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়।
35. এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়..! কিন্তু কেউ দিতে চায় না।
36. যে ব্যক্তি টাকার অহংকার করে…! তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না।
37. যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে,, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরীব আর কেউ নেই।
38. টাকায় ভরা হাতটির চেয়ে….! বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামী।
39. কিছু মানুষের অনেক টাকা থাকলেও, মানুষকে সাহায্য করার মন থাকে না…!! আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমত চেষ্টা করে অন্যকে সাহায্য করার..!!
40. টাকাই সব কিছু নয়; কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার।
41. টাকা লবণের মতো প্রয়োজনীয়! কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায়, তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়।
42. টাকা রোজগার করা বড় কথা! কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া, তার থেকেও বড় কথা।
43. আজকের যুগে যার টাকা আছে, সবাই তার বন্ধু!
44. টাকার প্রশ্ন হলে, সবাই একই ধর্মের!
45. অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি? কিন্ত আমি টাকা কে ভালোবাসি না,, আমি অভাব কে ভয় পাই।
46. টাকা দিয়ে খুশি কেনা যায়!! কিন্তু শান্তি কেনা যায় না।
47. পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায়না।
48. টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়!
49. জীবনে টাকা ইনকাম করতে না পারলে, কাউকে পাশে পাবে না।
50. স্বার্থ আর অর্থ…!! ভালো মানুষকেও অমানুষ করে তোলে।

⛔ দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে  ধরা হ‌লো✅ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য : না...
22/12/2024

⛔ দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো

✅ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য : নামজারি প্রক্রিয়া ও খরচ :

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

✅নামজারি করতে যা যা প্রয়োজন:

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

✅ নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

✅সময় ও খরচ:
নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

✅ তথ্য ও সহায়তা :
নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন। অথবা সমস্যার সমাধানে ভিজিট করুন:

কাঠের হিসাবঃ - চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ-কাঠের হিসাব:- কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপার হিসাবকে অনেকে ক...
21/12/2024

কাঠের হিসাবঃ - চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ-

কাঠের হিসাব:-

কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপার হিসাবকে অনেকে কঠিন মনে করে। কিন্ত কাঠ মাপার হিসাব একদম সহজ। শুধু কয়েকটি কথা মনে রাখলেই চলবে।

আপনি যদি কাঠের মাপ না জানেন তাহলে কাঠ ব্যবসায়ী আপনাকে ভুলভাল হিসাব দিয়ে আপার থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে। অনেক কাঠ ব্যবসায়ী এরকমটা করে থাকে। ব্যবসায়ীরা এই চিটিং সহজেই করতে পারে, কারণ বেশিরভাগ মানুষ কাঠের হিসাব করতে পারেনা। তাই কাঠ ব্যবসায়ী যত কিউবিক ফিট (কেবি) বলে, মানুষ বিশ্বাস করে ততকিউবিক ফিট (কেবি) টাকা দিয়ে আসে। ব্যবসায়ীরা সাধারণ মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যদি একটু সচেতন হতেন তাহলে আপনার থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারত না। আজকে আমরা জানবো কিভাবে চেড়াই কাঠ ও গোল কাঠের হিসাব করতে হয়। আর কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক কাঠের হিসাব কিভাবে করতে হবে।

☀️চেরাই কাঠের মাপ:-

চেরাই কাঠ পরিমাপ করা একদম সহজ। আপনি দুইটি সূত্র মুখস্ত রাখতে পারলেই চেড়াই কাঠ ও গোল কাঠের হিসাব করতে পারবেন। চেড়াই কাঠ পরিমাপের জন্য একটি সূত্র এবং গোল কাঠ পরিমাপ করার জন্য একটি সূত্র।

উপরের ছবিটি লক্ষ্য করুণ এবং বুঝার চেষ্টা করুন। এখানে দৈর্ঘ্য ১০০ ফিট, প্রস্থ ১৪ ইঞ্চি এবং উচ্চতা বা পুরত্ব ২ ইঞ্চি রয়েছে। এখন সবগুলোকে গুণ করে ১৪৪ দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে এখানে কত কিউবিক ফুট বা ঘন ফুট কাঠ রয়েছে। এখন আসুন বাস্তবে হিসেব করে দেখি এখানে কতটুকু কাঠ রয়েছে।

(একটি জিনিস সব সময় মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং প্রস্থ ও উচ্চতা বা পুরত্ব হবে ইঞ্চিতে, নাহয় হিসেব মিলবে না।)

সূত্র: (দৈর্ঘ্য × প্রস্থ × পুরত্ব ) ÷ ১৪৪ = কিউবিক ফিট বা কেবি

(দৈর্ঘ্য ১০০ ফুট × প্রস্থ ১৪ ইঞ্চি × পুরত্ব ২ ইঞ্চি ) ÷ ১৪৪

বা (১০০ × ১৪ × ২) ÷ ১৪৪

বা ২৮০০ ÷ ১৪৪

২৮০০ কে ১৪৪ দিয়ে ভাগ করলে হয় ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি প্রায়।

অর্থাৎ ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি কাঠ রয়েছে এখানে।

☀️গোল কাঠের হিসাব:-

উপরের ছবিটি লক্ষ্য করুণ এবং বুঝার চেষ্টা করুন।

এখানেও একটি জিনিসি মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং গোলবেড় হবে ইঞ্চিতে।

সূত্র:( দৈর্ঘ্য × গোলবেড়ি × গোলবেড়ি) ÷ ২৩০৪ = কিউবিক ফিট বা কেবি

(দৈর্ঘ্য ৪০ ফুট × ২০ ইঞ্চি × ২০ ইঞ্চি) ÷ ২৩০৪

বা ( ৪০ × ২০ × ২০ ) ÷ ২৩০৪

বা ১৬,০০০ ÷ ২৩০৪

এবার ১

Address

পটুয়াখালী

Alerts

Be the first to know and let us send you an email when Star media 15 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star media 15:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share