14/10/2025
ঢাকা, ঢাকা করছেন তাই না?
কিন্তুুু ঢাকা কি আপনাদের কথা বলে
একটু থামুন...
চলুন দেখি বাস্তবটা
১️⃣ সড়ক বিভাগ — কিশোরগঞ্জ আর টাঙ্গাইল, দুটোই ময়মনসিংহ সড়ক জোন ও সার্কেলের অধীন।
২️⃣ পল্লী বিদ্যুৎ সমিতি — ময়মনসিংহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে।
৩️⃣ এলজিইডি, এলজিআরডি, দুদক, BSTI, কৃষি সম্প্রসারণ — সবই ময়মনসিংহের আঞ্চলিক কাঠামোতে।
৪️⃣ জনস্বাস্থ্য প্রকৌশল, কর অঞ্চল, কাস্টমস-ভ্যাট, নির্বাচন কমিশন, পরিবহন কর্তৃপক্ষ (RTA) — ময়মনসিংহ অঞ্চল থেকেই পরিচালিত।
৫️⃣ স্বাস্থ্যসেবা? কিশোরগঞ্জের রোগী এখনো রেফার্ড হন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
৬️⃣ শিক্ষা প্রশাসন? মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় নিয়ন্ত্রণ করে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল।
তাহলে বলুন তো,
কিশোরগঞ্জ বা টাঙ্গাইলের কোন দিকটা ঢাকার অধীনে?
ইতিহাস বলছে —
কিশোরগঞ্জ ও টাঙ্গাইল দুটোই জন্ম নিয়েছে বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে।
প্রথমে মহকুমা, পরে জেলা।
ভাষা, সংস্কৃতি, আচার-আচরণ—সবই ময়মনসিংহীয় ঐতিহ্যেরই ধারাবাহিকতা।
বাংলা একাডেমীও স্বীকৃতি দিয়েছে—
কিশোরগঞ্জে যে আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়, সেটি ময়মনসিংহ উপভাষা।
তবু আজ দেখি অনেকে
ঢাকা ঢাকা করে এত মাতেন,
যেন ময়মনসিংহে জন্মটাই তাদের লজ্জার!
অথচ সত্যিটা হলো —
ঢাকা আপনাকে গুনেও না,
কিন্তু ময়মনসিংহ আপনাকে জানে, চিনে, আপনাকে আপন মনে করে।
নিজের শেকড়কে সম্মান দিন
কারণ পরিচয় পাল্টালে ইতিহাস বদলায় না —
আপনি ময়মনসিংহেরই সন্তান, এই গর্বটাই আপনার শক্তি!