16/07/2025
📌 “ বেকার ছেলেটা যার স্বপ্ন ছিল মা-বাবার দায়িত্ব নেওয়ার …”
একদিন হঠাৎ আমার ইনবক্সে একটা মেসেজ।
একজন যুবক, বয়স বড়জোর ২২-২৩।
ভাঙা ভাঙা লেখায় লিখেছে—
“ভাইয়া, সারাদিন চাকরি খুঁজি, কিন্তু কোথাও সুযোগ পাই না।
মা বাবার মুখে ভালো খাবার তুলে দিতে পারি না।
একটা প্রশ্ন ছিল…
ফেসবুক থেকে কি আসলেই ইনকাম করা যায়?”
আমি জিজ্ঞেস করলাম,
“তুমি কতদূর পর্যন্ত চেষ্টা করতে পারবে?”
সে বলল,
“ভাইয়া, আপনি যদি আমাকে একটু গাইড করেন… আমি রাত জেগে কাজ করব।”
আমি দেরি করিনি।
📲 ওর পেজের দায়িত্ব নিলাম
📹 কনটেন্ট প্ল্যান, ভিডিও থিম, স্ক্রিপ্টিং—সব শিখিয়ে দিলাম
📊 ফেসবুক অ্যালগরিদম, রিল টাইমিং, হ্যাশট্যাগ, কীভাবে স্ট্রাইক এড়াতে হয়—সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দিলাম
প্রথম দিকে ভিডিওগুলো চলত না। লাইক ৫–১০টা।
কিন্তু সে হাল ছাড়েনি।
২০ দিন পর হঠাৎ একটা রিল ভাইরাল!
⏫ তারপর গ্রো শুরু হলো...
তারপর, তার পেজে “Content Monetization” চালু হয়।
📢 আজ সেই ছেলেটা ফেসবুক থেকে পেয়েছে তার প্রথম ইনকাম: 132.27 ডলার
(বাংলাদেশি টাকায় প্রায় ১৭২০০ টাকা)
আমি তাকে জিজ্ঞেস করলাম,
“প্রথম ইনকাম দিয়ে কী করেছ?”
সে বলল,
“ভাইয়া, মাকে নতুন শাড়ি কিনে দিয়েছি। এতদিন ওনার কোনো ভালো কাপড়ই ছিল না…”
আমার চোখে পানি এসে গিয়েছিল।
এই ইনকাম শুধু তার না—
এই ইনকাম সেই পরিশ্রমী ছেলের স্বপ্ন, আর আমার দেওয়া সময় ও গাইডলাইনের একটা ছোট প্রতিদান।
🎯 যদি আপনি নিজেও ফেসবুক থেকে ইনকাম শুরু করতে চান –
আমি দিচ্ছি মনিটাইজেশন সেটআপ সার্ভিস
(📋 শর্ত প্রযোজ্য)
বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন 👇📥