Peace Of Rahma

Peace Of Rahma Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Peace Of Rahma, Création digitale, Democratic Republic of the.

আসসালামুয়ালাইকুম সবাইকে আমার ফেসবুক পেইজে স্বাগতম, এখন থেকে নিয়মিত এই চ্যানেলটিতে ইসলামিক হামদ নাত গজল এবং ইসলামিক লেক্সার আপলোড পরিবেশন করা হবে। সবাইকে আমার চ্যানেলটিতে লাইক এবং ফলো করার অনুরোধ করা গেল।

06/03/2025

আমাদের নবীজীর ছেলে ছিল কয়জন?

01/03/2025

নতুন চাঁদের আলোয় উদিত হলো বরকতময় এক ঋতু—ইবাদতের বসন্ত। গুনাহের আঁধার সরিয়ে সওয়াবের আলোয় জীবন রাঙানোর আরেকটি সুবর্ণ সুযোগ আমাদের সামনে। আহলান, সাহলান শাহরু রমাদান!
এই পবিত্র মাসের রহমতের বারিধারায় ভিজে যাক আমাদের হৃদয়ের মরুভূমি। পরম করুণাময়ের দরবারে এটাই আমাদের একান্ত প্রার্থনা।

কিছু মানুষ ইসলামকে ধ্বংস করতে চায়, কিন্তু তারা ভুলে গেছে যে এই দেশে প্রায় ২০ কোটি ইসলামপ্রিয় মানুষ রয়েছে, যারা তাদের...
14/01/2025

কিছু মানুষ ইসলামকে ধ্বংস করতে চায়, কিন্তু তারা ভুলে গেছে যে এই দেশে প্রায় ২০ কোটি ইসলামপ্রিয় মানুষ রয়েছে, যারা তাদের ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না, ইনশাআল্লাহ।
যারা উনাকে নিয়ে সমালোচনা করছে, তাদের অধিকাংশই একটি বিশেষ মতাদর্শের অনুসারী এবং ইসলামবিরোধী মনোভাবাপন্ন।

05/01/2025

আমাদের নবীজীর ছেলে সন্তান কয়জন ছিল


#মিজানুর_

27/12/2024

দীর্ঘ পাঁচ বছর পর এই প্রথম লেকচার কক্সবাজারের পেকুয়া এলাকায় 20 লক্ষ্য মানুষের ভিড়ে
ডাঃ মিজানুর রহমান আজহারী
#মিজানুর_রহমান_আজহারী

#ইসলামিক_কাহিনী
#মিজানুর_রহমান_আজহারী_নতুন_ওয়াজ
#মিজানুর_রহমান_আজহারী_2024
#ইসলামিক_ভিডিও
#মিজানুর_রহমান_অাজহারী

26/12/2024

নিশ্চয়ই সালাত মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে #সূরা_আল_আনকাবুত

আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে চার বছর পর হুজুর দেশে ফিরলেন ।💗💗
03/10/2024

আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে চার বছর পর হুজুর দেশে ফিরলেন ।💗💗

08/07/2024

সময় থাকলে একটু পড়বেন 🖤✨

🕛 সাল ২০৮০ 🕛
বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি । বেড বক্সের উপর থেকে চশমাটা হাতরে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনীর ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি, ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদুন তুমি ! বসো বসো। আমি টিউশনে যাবো। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না। অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং, ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যাস্ত থাকতো। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে ৬৭৮ টা ম্যাসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না। সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল ৪৭৮৮ জন। কিন্তু এখন চ্যাট লিস্টে আছে ২৮ জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়ত ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের ম্যাসেজ। বন্ধু শরীরটা ভালো নেই। বেশিদিন হয়ত বাঁচব না। ম্যাসেজটা ছিল ৫ বছর আগে। খবর পেয়েছি ৪ বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টিও ৯ বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিং গুলো পড়ে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা, আড্ডা এ সবই পড়ে আছে। ওদের অধিকাংশইই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার ম্যাসেজ। হ্যা আমার সেই পুরোনো "একতরফা" ভালোবাসা। ওর কোন খবরই জানি না। কত ভালোবাসতাম দুজন দুজনকে। কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি । আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটায় ঢুকলাম লাস্ট পোস্ট ছিল ১৬ বছর আগে। তার নাতনীর সাথে ছবি। আরো একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, মেয়ে, ছেলে আর নাতী- নাতনী। খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম - চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া, পড়নে লাল শাড়ী ছিল , ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য। কিন্তু এখন এই ছবি গুলোতে সাদা শাড়ি পড়া, চুলগুলো সব সাদা। কিছু কিছু আবার মেহেদী দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রীনে নিজের ছবিটা দেখলাম। হ্যা আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলত, বুড়ো দাদু। আচ্ছা ও কি আজও বেচে আছে ? জানি না ! ওর আইডিটায় শেয়ার করা একটা পোস্ট পেলাম। একজন ওর আইডির স্ক্রীনশট দিয়ে লিখেছে, এই দাদী গতকাল আনুমানিক বিকেল ৫ টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন , উনি যেনো সর্গ লাভ করেন এই আমার পার্থনা। পোস্ট পড়েই থমকে গেলাম। পাঁচ বছর আগের পোস্ট। ও মারা গেছে তাহলে ? হায়রে !. কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়া দিনগুলো। অজান্তেই চোখের কোনে পানি এলো। এরপর পরিচিত ফ্রেন্ডদের আইডিটা দেখছিলাম। ওদের আইডিটা এখনো প্রানবন্ত। কিন্তু ওরা প্রানবন্ত না। অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত ও ২০ বছর আগে ক্যান্সারে মারা গেছে। খবর শুনে দেখতে গেছিলাম। মজার মজার জোক্স পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না। লেখক ফ্রেন্ডটা ৮ বছর আগেও একটা পোস্ট দিয়েছে ওর ছেলে ওকে বৃদ্ধা আশ্রমে ফেলে এসেছে এই নিয়ে। ওর সাথে যোগাযোগ নেই। এরপর আমার আইডিটায় গেলাম। এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না। এইতো অনেক কষ্ট খুঁজে পেয়েছি ৩৩ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম। সেই খানকার কয়েকটা পিক। আরো প্রিভিয়াস পোস্টগুলো পড়ে কখনো হাসলাম। কখনো কাঁদলাম।
হঠাৎ নাতনী ডাক দিল দাদু আমি রেডি। টিউশনে যাব। ল্যাপটপ দাও।
আমি: ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি?
নাতনী: আরে তুমি আদি যুগের মানুষ বোঝো না? আমরা তো ভার্চুয়াল ক্লাস করি।
আমি: ওহ! তা বই খাতা লাগে না?
নাতনী: ধূর! কি বল? ক্লাস করতে বই খাতা লাগে?
আমি: ওহ! লাগে না?
নাতনী: তোমাদের সময় লাগতো?
আমি: হ্যা লাগতো তো। তবে তখন আমরা বইয়ে পড়তাম দেশে ভার্চুয়াল ক্লাস হবে।
নাতনী: হা হা হা। টিউশনে খাতা - কলম লাগতো! দারুন ফানি! আচ্ছা আমি যাই টিউশন শেষে তোমাদের কালের গল্প শুনবো।
হ্যা এখনকার আধুনিক আমরা ২০৮০ সালের আদিম আমরা। আমাদেরও ওই যুগের ছেলে মেয়েরা আদি কালের মানুষ বলবে।

"জানিনাা ২০৮০ সাল পর্যন্ত বাঁচবো কি না ! 😅
যদি বেঁচে থাকি তাহলে টাইমলাইন এ এসে লেখাটা আরো একবারের জন্য পড়বো 🙂❤️, আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করবো"।

মার্কেটিংয়ে আকিজ ব্যর্থ নাকি??যেখানে বয়কট চলা সত্ত্বেও কোকাকোলা অনেক মার্কেটিং করতেছে এবং একারণে বেশিরভাগ জায়গায় তাদের প...
23/06/2024

মার্কেটিংয়ে আকিজ ব্যর্থ নাকি??
যেখানে বয়কট চলা সত্ত্বেও কোকাকোলা অনেক মার্কেটিং করতেছে এবং একারণে বেশিরভাগ জায়গায় তাদের পর্যাপ্ত প্রোডাক্ট পাওয়া যায়, সেখানে আকিজের লোক নাকি দোকানগুলোতে আসেই না।
গ্রামের বাসায় মোজা পাইনি এবার ইদে,ইদানিং শহরেরগুলোও পাওয়া যাচ্ছে না।
দোকানে যদি না আসে, দোকানে মাল সাপ্লাই না দেয়, তাহলে দোকানদার বেচবে কীভাবে আর কাস্টমার কিনবে কীভাবে?!

বেশিরভাগ রেস্ট্ররেন্টে কোকাকোলা স্পন্সর করে,ফ্রীতে ফ্রীজ দেয়,কালার করে দেয়।ইন্টেরিয়র ডিজাইন করে দেয়।
তো যেই প্রতিষ্ঠান এত সুবিধা দেয় সেই হোটেলে মোজা বেচতে দিবে?
এটাই হচ্ছে,অধিকাংশ হোটেলগুলোতে।
আপনি কোকাকোলা ছাড়া আর অন্য কিছু পাবেন না।

আকিজের জন্য একটা সেরা সময় চলছে,তাদের উচিত সবকিছুকে ঢেলে সাজিয়ে নতুন করে প্রডাকশন এবং সাপ্লাইচেন গড়ে তোলা।
সেইসাথে কোয়ালিটি এবং মার্কেটিং এ ফোকাস করা।

হঠাৎ করে যদিও সম্ভব না,কিন্তু আকিজের মত কোম্পানির দ্বারা অসম্ভব ও না।

এগিয়ে যাক দেশীয় কোম্পানি।
শুভকামনা রইলো Mojo

সংগৃহীত --

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801842688200

Site Web

https://www.facebook.com/profile.php?id=1000571

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Peace Of Rahma publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Peace Of Rahma:

Partager