16/10/2025
ফিও ছায়েখ! আমাখে এখটু বলে দিন আফনার ভাইয়া মা-রা গেলে এবং তার সম্পত্তি না থাকলে, তখন হামি ভিখার ঝোলা নিয়ে খই যাবো!
আসলে পোস্টের আদলে কি বোঝানো হচ্ছে নারী শিক্ষার প্রয়োজন নেই,তার ইনকাম সোর্সের দরকার নেই, বাইরের দুনিয়া সম্পর্কে জানার প্রয়োজন নেই।
সে বাড়িতে থাকবে কাজ করবে, বাচ্চা পালবে সতীনের জন্য বাসর সাজাবে। এসব করতে করতে মাঝপথে স্বামী মারা গেলে সবাই জোর করে আবার কারো সাথে বেধে দেবে (নারী চাক বা না চাক)। কেন বেধে দেবে জানেন? কারন আপনার ও আপনার সন্তানের দায়িত্ব তখন বাপের বাড়ি প্রাক্তন শ্বশুড়বাড়ির কেউ নেবে না।
আরো কিছু হুযুর পর্দার নাম করে বউয়ের হাত থেকে এন্ড্রয়েড ফোন কেড়ে নেয় কারন সে যেন এসব না বোঝে!
একে থাকলেন মুর্খ! তারপরে বাইরের দুনিয়া চিনলেন না কিভাবে সার্ভাইভ করবেন? হয়তো বলতে পারেন স্বামী মাঝপথে ছেড়ে যাবে বা মারা যাবে এসব বলা বাহুল্য কারন ভবিষৎ জানিনা।
আরে বোকার দল আজ পর্যন্ত কোনটা মেয়েমানুষের মর্জি মাফিক হয়েছে? খারাপ কিছু না ঘটুক দোয়া করি কিন্তু ভাগ্যের কবলে ঘটলে যেন আপনি সন্তান সহ ভেঙ্গে গুড়িয়ে না যান এজন্যই বলছি!
✍️ পড়াশোনা করেন,
✍️ সৎআচরন করেন,
✍️ রিজিকের আমল করেন,
✍️ সংসার থেকে প্রতিনিয়ত এক মুষ্টি চাল হলেও সঞ্চয় করেন।
✍️ আজাইরা ফতোয়া এ্যাভোইড করেন।
✍️ কর্ম না করলে দরকার না হলেও সঞ্চয় করেন রিজিকের আমল করেন একটা মেয়ের জন্য নিজের সামান্য কিছু টাকা হলেও একান্ত নিজের টাকা খুব দরকার।
✍️ প্রতিনিয়ত দোয়া করেন।
আমরা কোন সমাজের ধর্মের ছায়ায় আছি জানেন? যেখানে দেনমোহর ঠিকঠাক দেয়া হয়না অথচ উচিৎ ছিলো ডিভোর্সের পর দেনমোহর সহ ইদ্দতকালীন খরচ দেয়া। প্রথমবার চোখে পড়লো আমার ভাই ডিভোর্সের দেনা পাওনা দেয়ার পরেও ইদ্দতকালীন (৪ মাস ১০ দিন) এর কিছু খরচ 24k এক্সট্রা দিলো।
কোন পুরুষ ভালো কোন পুরুষ খারাপ এটা বোঝার জন্য নারীর শিক্ষা,ম্যাচিওরিটি, চরিত্র গঠন, ধর্মীয় জ্ঞান প্রয়োজন তখন সে নিজেই বুঝে যাবে মধু আর চিনির পার্থক্য।
শিক্ষা,জ্ঞান অর্জন করলে বউ হাতছাড়া হয় নষ্ট হয় এসব বাজে ট্যাবু থেকে বের হতে পারেনি । স্ত্রীকে স্বামীর পেছনে নয় সাথে থাকা উচিৎ। বরং আমি পুরুষ হলে নিজের স্ত্রীকে এমন দেখে নিতাম যে আমার অর্বতমানে আমার মতই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে, এতোটুকু সমকক্ষ নিতাম যেন স্বান্তনা নিতে নিজের স্ত্রীকে উত্তম বন্ধু রুপে পাই।