
15/07/2025
দাওয়াত খেতে আসা দুই বউয়ের গল্প -
আমার বান্ধবীকে ছবি দিয়ে বললাম এদের মধ্যে কাকে সুন্দর লাগে? উত্তরে সে বললো দুজন ই।
এরা সবাই ধার্মিক নামাজি পর্দানশীন মানে ভদ্র যাকে আপনারা বলেন।
প্রথমজন পাঁচ বছর ননদের বাসায় দাওয়াত খেতেই থাকলো ঈদে ঈদে সালামি নিলো কিন্ত ননদ যখন তার শ্বশুর বাসায় গেলো ঐ বান্দার ক্ষমতা হলো না ননদকে মিষ্টি বের করে দেয়ার। উল্টা তার স্বামী যখন বললো ফ্রীজে মিষ্টি আছে দাও উল্টা সে বললো আপুরা খাবে না।
ঠিকআছে খাবো না কিন্তু মিষ্টি বের করে না খেলে ফ্রীজে আবার ঢোকাতে কি সমস্যা ছিলো?
তামাশা দেখলাম,
নতুন জন ননদের বাসায় তিন ঘন্টা বসে থাকলো কিন্তু বললো না রান্না পারে। পরে যখন কথা ফাঁস হলো রান্না পারে আমি বললাম ওর আমার সামনে মিথ্যা বলার কারন?
এরপর আবিস্কার করলাম যাতে আমরা কেউ ওর হাতের রান্না খেতে না চাই সেজন্য সে পলিটিক্স করে গেছে।
আপনারা মানুষকে অনুভব করতে পারেন না এজন্য চট জলদি আউটলুক দেখে বলে দেন সুন্দর অসুন্দর। এইযে আমি ওদের এমন রুপ দেখলাম এখন তো আমার চোখে ওদের মূল্য কাজের মেয়ের চেয়েও অধম!
কি হলো ওদের এমন রুপ দিয়ে? আমার কাছে নাম দাম কুড়াতেই তো শাড়ি গয়না পড়ে এসেছিলো পেলো কি সে মূল্যায়ন?
আমার মতো যাদের ই চোখ আছে তাদের সবার কাছে এসব মেয়ে জুতার সমতুল্য। আমরা ভালোবাসা চাই নাম দাম চাই কিন্তু কিভাবে পাবো এসব ব্যবহার দিয়ে?
কিছু মেয়ে বাবার টাকা রুপের গরম বা সম্পর্ক থাকলে নিজেদের আহামরি কিছু ভাবে।
এরপর কি হলো জানেন আমি আগে কার্টেসি দেখিয়ে দেখলাম এরা অসভ্য মেশার যোগ্য না, বাসায় এলেও আমি থাকিনা বা সামনে যাইনা। কারন আমার বাড়ি আমার ইচ্ছা কার সাথে কথা বলবো।
কারো জন্য খাটলেন না ত্যাগ স্বীকার করলেন না ভালোবাসার দাবি করলেন অথচ দৃঢ় সম্পর্ক তৈরী করতে পারলেন না। আত্নকেন্দ্রিক থাকলেন আর ভাবলেন মানুষের ঠেকা পড়সে আপনাকে ভালোবাসার?
এরকম মেয়েদের সাথে ম্যাক্সিমাম টাইমে কি হয় জানেন? কপাল ভালো থাকলে ভালো কিন্তু কপাল খারাপ হলে বিনা নোটিশে ঘাড় ধরে শ্বশুড়বাড়ি থেকে বের করে দেয় আর কোন সাপোর্টার থাকেনা তার কারন সেটা সে তৈরী করতে পারেনি!
এজন্যই বলি সময় থাকতে চলেন নিজেদের ভুল ধরি সংশোধন করি। আত্নীয়ের সাথে হেসে কথা বলা সুন্নাহ নেক আমল।