The power of piety - তাকওয়ার শক্তি

The power of piety - তাকওয়ার শক্তি বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহুদুর

18/12/2025

হে আরশে আযীমের মালিক আমার তকদিরের কালো লিখাগুলো উম্মাতে মোহাম্মদী হিসেবে মুহাম্মাদ (সাঃ) নূর দ্বারা মুছে দিন।

খোলাসা করছি - আগে কয়েকটা প্রশ্ন করি -সুন্তান জম্ন কি শুধু মায়ের গর্ভের কারনে হয়?বাবার শুক্রানুর ভূমিকা নেই?যদি বলেন নেই ...
18/12/2025

খোলাসা করছি -

আগে কয়েকটা প্রশ্ন করি -
সুন্তান জম্ন কি শুধু মায়ের গর্ভের কারনে হয়?
বাবার শুক্রানুর ভূমিকা নেই?

যদি বলেন নেই তাহলে বলবো আপনি মূর্খের স্বর্গে বসবাস করছেন এখনো অথবা Male Dominant দুনিয়াতে বসবাস করছেন।

কি চিন্তা করেন আপনি ১০১ টা মেয়ে দেখে বেড়াবেন বিয়ের নাম করে আলাপচারিতা করে বেড়াবেন চেনাজানার নাম করে, লুকিয়ে দেখা করবেন সারাজীবনের ডিশিশনের নাম করে আর আশা করবেন আপনার শুক্রানু থেকে নেকক্বার সন্তান জম্নাবে?

ওয়াল্লাহি আমি লিখে দেবো আপনার যৌবন কালের পাপের শাস্তি সন্তান দ্বারা পাবেন লাঞ্চিত হবেন রিজিক আটকা পড়বে।

বুজুর্গেরা কি বলে জানেন?

যখন তোমরা সন্তান নিতে ইচ্ছা করো তারআগে বিশেষ ভাবে তওবা করো (আন্তরিকতার সাথে অনুভবের সাথে) অতপর ওযু করো প্রার্থনা করো এবং মিলিত হও।

সায়েন্স বোঝেন মিয়া?
সন্তান বাবা মায়ের ৭০./. আচরন ক্যারি করে বাকি ৩০. /. তার পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, বন্ধু মহলে মেশার ফল। এগুলো সবকিছুর সমন্বয়ে সন্তানের আচরন তৈরী হয়।

child is the reflection of parents!

তাহলে কেন শুধু স্ত্রীর গর্ভের দোষ হবে?

আরো কথা আছে -

সন্তান ৭ বছর পর্যন্ত আপনার থেকে সমস্ত শিক্ষা গ্রহন করবে ঐ ৭ বছরের শিক্ষা তার আজীবন থাকবে। আপনারা কি করেন বাচ্চা পেটে আসার আগে নিজেকে শোধরান না (পুরুষ), পেটে আসার পর হারাম খাবার খায় (মা) ইবাদতের নাম গন্ধ নাই। সন্তান জম্ন নেবার পর ঐযে মোবাইল হাতে দিয়ে খাওয়ান ঘুম পাড়ান।এরপর আশা করেন নেক সন্তান?

সত্য কথা শুনবেন? ৯৮./. মানুষ সন্তান জম্ন দেয় যৌবনের তাড়নায় অথচ আল্লাহপাক দুনিয়াতে সন্তান দিয়েছেন যেন বাবা মা তাদের উত্তম লালনপালন করে। এদিকে আপনারা উত্তম লালনপালন বলতে শুধু খাবার দেয়া খেলনা দেয়া বোঝেন।

এবার আসি সালাউদ্দিন আইউয়ুবী (রহঃ) কে ছিলেন,

সীমাহীন মূর্খতা থেকে বের হোন সালাউদ্দিন আইয়ুবী শুধু নেতা ছিলেন না, আলমে আরওয়াহতে যে রুহ আল্লাহর সামনে বলেছিলো দুনিয়াতে সে মসজিদে আল আকসা মুক্ত করবে! একটি যোদ্ধার রুহ!
সালাউদ্দিন আইয়ুবী (রহঃ) সেই বীর ছিলেন যিনি একাধারে খুব অদ্ভুতুরে ভাবে যুদ্ধ জয় করেছিলেন, এর কারন এ ব্যক্তি জানতে চাইলে তিনি বলেন,
সুলতানুল আউলিয়া শেখ আব্দুল ক্বাদির জিলানী (রহঃ) তার কাঁধে হাত রেখেছিলেন এজন্য তার সারা শরীরে যুদ্ধের কোন চিহ্ন নেই। মুসলমানদের জন্য পবিত্র মসজিদ আল আকসা তাকে রক্ষার দায়িত্ব যে রুহের উপরে থাকে তাকে সাধারন রুহ মনে করেন?

আপনি এতো উচ্চস্তর যার মাকাম বর্ণনা বা চিন্তা করার সাধ্য আমাদের নেই তাদের সাথে নিজের ছাপড়ি শুক্রানুর তুলনা দেবেন এটা কি করে মানবো?
হুম আপনি বান্দা হিসেবে আল্লাহর কাছে সমান তাইবলে আউলিয়ার সাথে গুস্তাখি করবেন আর ক্ষমা পাবেন এটা ভাবা ভুল! নিশ্চই আউলিয়াদের মাকাম মর্যাদা আমাদের সবার উর্দ্ধে!
এই মূর্খতা থেকে আমাদের বের হতে হবে।
আসতাগফিরুল্লাহ তুর্কিশ সিরিয়ালে সালাউদ্দিন আইউয়ুবীর ক্যারেকটারের এক পর্যায়ে দেখায় তিনি এক নারীতে আসক্ত আসতাগফিরুল্লাহ ইতিহাসের অপব্যাখা ও সিরিয়ালকে চটকদার বানিয়েছে এভাবে।

পুরুষত্ব কাকে বলে জানেন?

পুরুষত্ব মানে বিবস্ত্র নারীকে মানুষ কল্পনা করে তারদিকে বস্ত্র ছুড়ে দেয়া।পুরুষত্ব মানে নারীকে কোমল ভেবে সর্বদাই সামনে এগিয়ে দেয়া।
পুরুষত্ব মানে সুযোগবাদী না হওয়া।
গায়রত মানে নিজের চোখের পর্দা করে নেয়া।

আরে গায়রত ওয়ালা পুরুষের ঐ শক্তি থাকে যে বিবস্ত্র নারী সামনে এলেও তার মনযোগ নষ্ট হবেনা। সত্যিকারের গায়রত ধর্মের আর্দশ ধারনের মাধ্যমে পালন হয়। আগেকার সময়ে যুদ্ধে সাহাবিরা নতুন স্ত্রী ঘরে রেখে চলে যেতো চিন্তা করেন তাদের চোখে নারী কি ছিলো?

আগে পুরুষ তৈরী হোন আপনার উপযুক্ত নারী আল্লাহ দেবেন কোরআন সত্য! কোরআনে আল্লাহ বলেছেন সু নারী সু পুরুষের জন্য, মুশরিক নারী মুশরিক পুরুষের জন্য। তারমানে এটাই উত্তম জীবনসঙ্গী পেতে তওবা + উত্তম আখলাকের বিকল্প কিছু নেই।
আগে পুরুষ তৈরী হোন বাচ্চা পরে পয়দা করবেন।

🌪️ দাজ্জাল ও ইয়াজুজ-মাজুজ: কিয়ামতের দুই মহা-ফিতনা 🌍একদা আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহ...
18/12/2025

🌪️ দাজ্জাল ও ইয়াজুজ-মাজুজ: কিয়ামতের দুই মহা-ফিতনা 🌍

একদা আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের কাছে কিয়ামতের সেই চূড়ান্ত মুহূর্তগুলোর বর্ণনা দিচ্ছিলেন, যখন পৃথিবীতে একের পর এক বড় বড় নিদর্শন প্রকাশ পাবে। দুটি মহা-ফিতনা সম্পর্কে তিনি বিশেষ করে সতর্ক করেছিলেন: দাজ্জাল এবং ইয়াজুজ-মাজুজ।

১. সময়ক্রম: দাজ্জাল আগে, ইয়াজুজ-মাজুজ পরে
রাসূল (সাঃ) স্পষ্ট করে দিয়েছিলেন যে, এই দুটি ফিতনা একসাথে আসবে না, বরং তাদের আগমনের মধ্যে একটি নির্দিষ্ট সময়ক্রম রয়েছে।

প্রথমে আগমন ঘটবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফিতনা দাজ্জালের। সে নিজেকে মিথ্যা মসীহ ও প্রভু বলে দাবি করবে। সহীহ হাদীসে (মুসলিম ২৯৩৭) রাসূল (সাঃ) বলেছেন: “...অতঃপর ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন... তারপর ইয়াজুজ-মাজুজ বের হবে...”

অর্থাৎ, দাজ্জাল প্রথমে আসবে এবং তার ফিতনা শেষে তার জীবনকাল (মাত্র ৪০ দিনের সমান সময়ের) শেষ হবে। দাজ্জাল মারা যাওয়ার অনেক পরে ইয়াজুজ-মাজুজের প্রাচীর ভাঙবে।

২. দুজনের সাথে জড়িত ঈসা (আঃ)
নবী (সাঃ)-এর বর্ণনা অনুযায়ী, এই দুটি ফিতনাকেই পরাজিত করার জন্য আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়াম (আঃ)-এর ভূমিকা থাকবে মুখ্য:

দাজ্জালের সমাপ্তি: হযরত ঈসা (আঃ) দামেস্কের মিনারায় অবতরণ করবেন এবং নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন, যার ফলে দাজ্জালের ফিতনার অবসান ঘটবে।

ইয়াজুজ-মাজুজের ধ্বংস: দাজ্জালের মৃত্যুর পর যখন ইয়াজুজ-মাজুজ জাতি প্রাচীর ভেঙে বের হয়ে পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে এবং সকল স্থানে পানি পান করে শেষ করে ফেলবে, তখন ঈসা (আঃ) এবং তাঁর সঙ্গী মুমিনগণ তুর পাহাড়ে আশ্রয় নেবেন। সেখানে তাঁরা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাইবেন। আল্লাহর নির্দেশে বিশেষ কীট (পোকা) তাদের গ্রীবাতে প্রবেশ করবে এবং আল্লাহ তা'আলা তাঁদেরকে এক রাতেই ধ্বংস করে দেবেন।

৩. সম্পর্কহীন দুই জাতি
এই দুই ফিতনা সম্পর্কে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে, ইয়াজুজ-মাজুজ দাজ্জালের সেনাবাহিনী অথবা দাজ্জাল তাদের নেতা। কিন্তু সহীহ হাদীসে এর কোনো প্রমাণ নেই।

দাজ্জাল হলো একজন মানুষ (মিথ্যা নবী), যার ফিতনা মূলত ঈমান ও কুফর নিয়ে।

ইয়াজুজ-মাজুজ হলো দুটো বিশাল জাতি, যারা মূলত পৃথিবীতে বিপর্যয় ও ধ্বংস সৃষ্টি করবে।

তাদের মধ্যে কোনো সরাসরি নেতা-সৈনিক সম্পর্ক নেই। তারা আল্লাহর পক্ষ থেকে আগত দুটি আলাদা ফিতনা যা কিয়ামতের নিকটবর্তী সময়ে দেখা দেবে।

সারকথা
দাজ্জাল ও ইয়াজুজ-মাজুজের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। দাজ্জাল আগে আসবে ও ঈসা (আঃ)-এর হাতে মারা যাবে। এরপর ইয়াজুজ-মাজুজ বের হবে এবং ঈসা (আঃ)-এর দোয়ায় তারা ধ্বংস হবে। দুটোই ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিনতম পরীক্ষা।

আল্লাহ আমাদের রাসূল এর সুপারিশ দান করুন এবং এই দুই মহা-ফিতনা থেকে হেফাজত করুন। আমীন।

কপি

আল্লাহুম্মা আমিন
18/12/2025

আল্লাহুম্মা আমিন

💧 জমজম: এক মায়ের তাওয়াক্কুল ও মরুভূমির বুকে রহমতের ঝরনা ✨হাজার বছর আগে, আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) তাঁর স্ত্রী ...
18/12/2025

💧 জমজম: এক মায়ের তাওয়াক্কুল ও মরুভূমির বুকে রহমতের ঝরনা ✨
হাজার বছর আগে, আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) তাঁর স্ত্রী হাজেরা (আঃ) এবং দুগ্ধপোষ্য শিশু ইসমাঈল (আঃ)-কে এক নির্জন মরুপ্রান্তরে রেখে আসার সিদ্ধান্ত নিলেন । মক্কার সেই প্রান্তর তখন ছিল জনমানবহীন, ধূ ধূ বালু আর পাথুরে পাহাড়ের এক রুক্ষ ভূমি ।

মরুভূমিতে নিঃসঙ্গতা ও পরীক্ষা:
ইব্রাহীম (আঃ) যখন তাঁদের রেখে ফিরে যাচ্ছিলেন, হাজেরা (আঃ) ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, “হে ইব্রাহীম! আপনি আমাদের এমন স্থানে রেখে কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, কোনো খাবার নেই?” ইব্রাহীম (আঃ) নিশ্চুপ রইলেন। হাজেরা (আঃ) আবার জিজ্ঞেস করলেন, “আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন?” ইব্রাহীম (আঃ) বললেন, “হ্যাঁ।” তখন ঈমানদীপ্ত কণ্ঠে হাজেরা (আঃ) বললেন:

“তবে আল্লাহ আমাদের ধ্বংস হতে দেবেন না ।”

সাথে থাকা সামান্য পানি ও খাবার ফুরিয়ে গেলে তৃষ্ণায় কাতর হয়ে পড়ল ছোট্ট শিশু ইসমাঈল (আঃ) । সন্তানের ছটফটানি দেখে মা হাজেরা স্থির থাকতে পারলেন না ।

সাফা-মারওয়ার সেই মরিয়া দৌড়:
পানির খোঁজে মা হাজেরা (আঃ) প্রথমে সাফা পাহাড়ে উঠলেন, কিন্তু চারদিকে খাঁ খাঁ মরুভূমি ছাড়া কিছু দেখলেন না । এরপর তিনি উপত্যকা পার হয়ে মারওয়া পাহাড়ে ছুটলেন । কোথাও প্রাণের স্পন্দন নেই। সন্তানের ভালোবাসায় ব্যাকুল হয়ে তিনি এভাবে সাতবার সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ালেন । তাঁর চোখে ছিল জল, আর হৃদয়ে ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাস ।

অলৌকিক ঝরনা: জমজম!
সপ্তমবার মারওয়া পাহাড়ে পৌঁছানোর পর তিনি একটি শব্দ শুনতে পেলেন। ফিরে এসে দেখলেন—যেখানে তৃষ্ণার্ত ইসমাঈল (আঃ) পা ছুড়ছিলেন, ঠিক তাঁর পদতলে বা জিবরাইল (আঃ)-এর আঘাতে মাটি চিরে পানির ধারা বের হয়ে আসছে!

বিস্মিত ও আনন্দিত হাজেরা (আঃ) পানির অপচয় রোধ করতে চারদিকে বালুর বাঁধ দিলেন এবং বললেন— “জমজম! জমজম!” (থামো, থামো!)। রাসূলুল্লাহ (সাঃ) পরবর্তীতে বলেছিলেন, “আল্লাহ উম্মে ইসমাঈলের ওপর রহম করুন, তিনি যদি পানিটুকু ছেড়ে দিতেন তবে তা প্রবহমান নদীতে পরিণত হতো ।”

✅ আজীবন বরকতের উৎস:
যেখানে এক ফোঁটা পানি ছিল না, সেখানে আল্লাহর কুদরতে জন্ম নিলো পৃথিবীর শ্রেষ্ঠ কূপ । এই পানি পান করেই হাজেরা (আঃ) ও ইসমাঈল (আঃ) জীবন রক্ষা পেল। ধীরে ধীরে সেখানে বসতি গড়ে উঠল, যা আজকের পবিত্র মক্কা নগরী ।

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
“জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, আল্লাহ সে উদ্দেশ্য পূরণ করেন ।” (ইবনে মাজাহ)

শিক্ষা:
✅ তাওয়াক্কুল: আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে
মরুভূমির বুকেও রহমতের ঝরনা ধারা বয়ে আনা সম্ভব

✅ ধৈর্য ও সংগ্রাম: মা হাজেরা (আঃ)-এর সেই ত্যাগ ও
সংগ্রামকে সম্মান জানাতেই আজ হাজীদের জন্য
সাফা-মারওয়া 'সাঈ' করা ওয়াজিব করা হয়েছে ।

✅ মায়ের ভালোবাসা: সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম
আকুতি আল্লাহর আরশ কাঁপিয়ে দিতে পারে ।

কপি

"শিখতে চাইলে পড়ো, কিন্তু বুঝতে চাইলে ভালোবাসো।"—হযরত শামস তাবরিজি (রহ.)এখানে নারী পুরুষের ভালোবাসা নয় মানুষের প্রতি মানু...
18/12/2025

"শিখতে চাইলে পড়ো, কিন্তু বুঝতে চাইলে ভালোবাসো।"
—হযরত শামস তাবরিজি (রহ.)

এখানে নারী পুরুষের ভালোবাসা নয় মানুষের প্রতি মানুষের এবং সৃষ্টিকর্তার প্রতি মানুষের ভালোবাসা বোঝানো হয়েছে।

17/12/2025

স্রষ্টাকে নয় সৃষ্টিকে নিয়ে ভাবো কেননা সৃষ্টির মাঝেই স্রষ্টার রহস্য রয়েছে....

"Allah ke gharme me kya doon wo khud kul kayenat ke malik hai me fana hu jaha Allah khud baste hain"অর্থ : আল্লাহর ঘরে আ...
17/12/2025

"Allah ke gharme me kya doon wo khud kul kayenat ke malik hai me fana hu jaha Allah khud baste hain"

অর্থ : আল্লাহর ঘরে আমি কি দেবো তিনি নিজেই সারাজাহানের মালিক আমি ফানা (বিলিন) হই যেখানে আল্লাহর অস্তিত্ব থাকে।

জানি ভেঙ্গে না বললে বির্তক শুরু করবেন - কোরআনে বলা আছে "বলুন রুহ সম্পর্কে রুহ আমার ফুঁ" এই ফুঁ কে রুপক অর্থে অস্তিত্ব বুঝিয়েছি। মারফতে বলা হয় প্রত্যেক ব্যক্তির অন্তরে আল্লাহ আছেন কিন্তু সেটা কিভাবে আছেন? অনেকে ভুল বোঝেন আল্লাহ থাকার অর্থ হলো আল্লাহর ফুৎকার আছে।

বলা হয়ে থাকে মুমীনের অন্তর আল্লাহর আরশ সেটা কিভাবে? আমরা যখন দোয়া করি আমাদের দোয়া ক্বলবে (হৃদপিণ্ডের) কাছে এক টুকরা মাংস পবিত্রতার কথা বলা আছে (কুরআনে)। বলা হয় ঐ এক টুকরা মাংস যার পবিত্র সে মুমীন (আমরা নই)।
মুমীন বান্দা সম্পর্কে বলা আছে তারা দোয়া করলে তাদের চোখের পানি গালে বেয়ে পড়ার আগে রব্বেকারীম সে দোয়া কবুল করেন (হাদিস)।
ঐ মাংসের টুকরা পবিত্র করতে ৭০ হাজার কালো পর্দা উম্নোচন করতে হয় তারপর তার দোয়ার এই কুয়াত (মর্যাদা) আসে।

তো আউলিয়া/ওলী/মুমীন আমি তাকে দেখেছিলাম তিনি দোয়া করতেন চোখ বন্ধ করতেন অতপর চোখ খুলে বলতেন যাও!
তারপরে আর কাউকে ঐ মর্যাদার পাইনি।
এজন্য বলা হয় মুমীনের অন্তর আল্লাহর আরশ কারন তার দ্বারা/মাধ্যমে দোয়া করলে কবুল হতে সময় লাগে না। এখন ভুল বুঝবেন না যে কবুল হওয়ার অর্থ এখনি সেটা পেয়ে যাবেন (এটা সময় সাপেক্ষ) আর সেই সময় ই উত্তম।

~ ফানা পীর শায়েখ 💝

জানি দিনশেষে সবাই বলবে আপু এগ্লা কি কয়! আমাদের টাকা নাই স্বামী নাই বাচ্চা নাই সে চিন্তায় বাঁচি না! আগে বলেন এই দুশ্চিন্তা কি কিছু এনে দিতে পারবে? তারচেয়ে এটা ভেবে সওয়াব ইনকাম করেন যে, আল্লাহর সৃষ্টি চাঁদ পৃথীবির সবচেয়ে সুন্দরতম বস্তু শুনেছি আল্লাহর হাবীব (সাঃ) চাঁদের চেয়েও (বেমিসাল) সুন্দর। চাঁদ একটাই অথচ চাঁদের দিকে তাকালে মনেহয় চাঁদ একান্ত আমার। যদি আল্লাহর সৃষ্টি এতো সুন্দর হয় না জানি আমার রব কতই সুন্দর সুবহানাল্লাহ!

বনী ইসরাঈলের এক অত্যন্ত সুন্দরী পতিতা ছিল। তার রূপ ছিল অতুলনীয়। সে ১০০ দিনারের কমে কারো কাছে নিজেকে সমর্পণ করত না। একদিন...
17/12/2025

বনী ইসরাঈলের এক অত্যন্ত সুন্দরী পতিতা ছিল। তার রূপ ছিল অতুলনীয়। সে ১০০ দিনারের কমে কারো কাছে নিজেকে সমর্পণ করত না। একদিন এক আবেদ (ইবাদতকারী) তাকে দেখলেন এবং তার রূপে মুগ্ধ হয়ে গেলেন।

আবেদ তার মুগ্ধতা কিছুতেই কাটাতে পারলেন না। তিনি কঠোর পরিশ্রম করতে শুরু করলেন। তিনি নিজের হাতে কাজ করে এবং বিভিন্ন কষ্টসাধ্য উপায়ে অর্থ উপার্জন করে অবশেষে ১০০ দিনার জমা করলেন। এরপর তিনি সেই নারীর দরজায় গিয়ে বললেন, "আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম। তাই আমি বহু কষ্ট করে কাজ করে এই ১০০ দিনার জোগাড় করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য।"

নারীটি তাকে ভেতরে আসার অনুমতি দিল। তার ঘরে একটি সোনার তৈরি পালঙ্ক ছিল। নারীটি পালঙ্কে বসে সাজগোজ করে আবেদকে ডাকল, "এসো।"

আবেদ যখন তার কাছে গেলেন এবং পাপের জন্য প্রস্তুত হলেন, ঠিক সেই মুহূর্তে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। আল্লাহর সামনে দাঁড়ানোর কথা (কিয়ামতের বিচার) মনে পড়ে তার শরীর ভয়ে কাঁপতে শুরু করল।

আবেদ বললেন, "আমাকে ছেড়ে দাও! আমি চলে যেতে চাই। এই ১০০ দিনার তোমারই থাক, আমার লাগবে না।"

নারীটি অবাক হয়ে বলল, "তোমার কী হলো? তুমিই তো বললে আমাকে দেখে মুগ্ধ হয়েছিলে এবং এত কষ্ট করে টাকা জমিয়েছিলে। এখন যখন আমাকে পাওয়ার সুযোগ পেলে, তখন এমন করছ কেন?"

আবেদ বললেন, "আমার আল্লাহর ভয় হচ্ছে। তার সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয়ে আমি কাঁপছি। কিছুক্ষণ আগেও তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ছিলে, কিন্তু এখন আল্লাহর ভয়ে তুমি আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছ।"

আবেদ কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার এই অবস্থা দেখে নারীর মনেও বড় ধাক্কা লাগল। সে ভাবল, "এই লোকটা সারা জীবন আল্লাহর ইবাদত করেছে। একবার পাপ করতে এসে আল্লাহর ভয়ে এভাবে পালিয়ে গেল। আর আমি সারা জীবন পাপে ডুবে আছি, আমার কি আল্লাহর ভয় নেই?"

সে সাথে সাথে তওবা করল এবং প্রতিজ্ঞা করল, "আমি আর এই খারাপ কাজ করব না। আমি ওই আবেদের খোঁজ করব এবং তাকে বিয়ে করে পূতপবিত্র জীবন কাটাব।"

নারীটি সব ছেড়ে দিয়ে আবেদের খোঁজে বের হলো। অবশেষে সে আবেদের গ্রামে পৌঁছাল এবং নিজের পরিচয় দিল। আবেদ যখন শুনলেন সেই নারী তার কাছে এসেছে, তখন তিনি ভয়ে এবং আগের কথা মনে করে এমন এক চিৎকার দিলেন যে সাথে সাথেই তার প্রাণ বেরিয়ে গেল (ইন্তেকাল করলেন)।

নারীটি তখন খুব কাঁদল। সে লোকদের জিজ্ঞেস করল, "এই আবেদের কি কোনো আত্মীয় বা ভাই আছে?" লোকেরা জানাল তার এক গরিব ভাই আছে। নারীটি বলল, "আমি তাকেই বিয়ে করতে চাই।"

উক্ত নারী আবেদের সেই গরিব ভাইকে বিয়ে করল এবং তাদের ঘরে সাতজন নেককার পুত্রসন্তান জন্ম নিল, যারা সবাই বনী ইসরাঈলের বুযুর্গ হিসেবে পরিচিত ছিলেন।

Salman Farsi
(সূত্র: কিতাবুত তাওয়াবিন - ইবনে কুদামা)

রব বলেন কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশির দোয়া করো না,যদি কাউকে এক মুহুর্ত খুশি দিয়ে থাকো তাহলে নিজের খুশির চিন্তা ক...
17/12/2025

রব বলেন কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশির দোয়া করো না,
যদি কাউকে এক মুহুর্ত খুশি দিয়ে থাকো তাহলে নিজের খুশির চিন্তা করো না।

পছন্দের মানুষকে বিয়ে করতে চানবা ভালো প্রস্তাবের বিয়ে চান তাহলে এই আমল করতে পারেন কবুল করার মালিক আল্লাহ এটা শুধু চেষ্টার...
17/12/2025

পছন্দের মানুষকে বিয়ে করতে চান
বা ভালো প্রস্তাবের বিয়ে চান তাহলে এই আমল করতে পারেন কবুল করার মালিক আল্লাহ এটা শুধু চেষ্টার মাধ্যম। আরো কিছু প্রয়োজনীয় আমল পেজের 📌 পিনপোস্টে পাবেন

আমরা কারো আমলের এমাউন্ট শুনলে বলি ওমা এতো পড়ছে! এটা কি একদিনে হয় বলেন? প্রতিদিন একটু একটু জমানো আমল একদিন পাহাড় সমতূল্য ...
16/12/2025

আমরা কারো আমলের এমাউন্ট শুনলে বলি ওমা এতো পড়ছে!
এটা কি একদিনে হয় বলেন? প্রতিদিন একটু একটু জমানো আমল একদিন পাহাড় সমতূল্য হবে ইনশাআল্লাহ।
অনেকে বলেন এতো অত ইবাদত করে লাভ নাই মনযোগ দিতে হবে। ভাই মনযোগ একদিনের জিনিস না এটা প্রাকটিস করতে করতে আসবে।
ইবাদত অভ্যাস থেকে ভালোবাসায় রুপ নেবে সেজন্য আপনাকে খাটতে হবে। মাকে চিল্লায়ে ডাকেন আস্তে ডাকেন বসে ডাকেন শুয়ে ডাকেন মা সাড়া দেবেই, যদি মা ই সর্ব অবস্থায় সন্তানের ডাকে সাড়া দেন তিনি তো রব্বেকারীম!

শুভ রাত্রি

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque The power of piety - তাকওয়ার শক্তি publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager