The power of piety - তাকওয়ার শক্তি

The power of piety - তাকওয়ার শক্তি Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de The power of piety - তাকওয়ার শক্তি, Création digitale, Democratic Republic of the.

এখানে দোয়া কবুলের আমল পাবেন রিভিউ সহ 🌺 এছাড়া ইলম চর্চা,নফসের তাসকিয়া,তাসাউফ অর্জন, মারেফত গূঢ় রহস্য বর্ণনা করা হয়। রাসুল (সাঃ) ও আহলে বায়াত নিয়ে আলোচনা হয়। যারা দুনিয়া ও আখিরাত কে এগিয়ে নিতে চান তাদেরকে পেজে স্বাগতম।

আমার সাথে সাথে অনুভব করে পড়বেন আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ...
19/10/2025

আমার সাথে সাথে অনুভব করে পড়বেন আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি,
লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

এই দু'আটির অর্থ হলো, "আমি আমার রব আল্লাহর কাছে আমার সকল গুনাহ থেকে ক্ষমা চাই এবং তাঁর কাছেই ফিরে আসি। আল্লাহর সাহায্য ছাড়া কোনো গুনাহ থেকে বাঁচার এবং নেক আমল করার কোনো শক্তি নেই"

ওযু লাগবে না। শুধু তওবাকে অনুভব করে পড়বেন রাত১০-১২ টা পর্যন্ত যে যতবার পড়তে পারেন কমেন্ট করিয়েন।

 #মুর্শিদে_কামিল!একবার দিল্লীতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী (রহঃ) খাজা মঈনউদ্দিন চিশতী (রহঃ) এর মুরিদ ভীষন লজ্জায় পড়লো...
19/10/2025

#মুর্শিদে_কামিল!
একবার দিল্লীতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী (রহঃ) খাজা মঈনউদ্দিন চিশতী (রহঃ) এর মুরিদ ভীষন লজ্জায় পড়লো।
এক গর্ভবতী মহিলা দাবি করলো তার গর্ভের সন্তানের বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী (রহঃ) এর।

এখন বিপদে পড়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী (রহঃ) তার মূর্শিদ খাজামঈনউদ্দিন চিশতী (রহঃ) কে ডাকলেন এক এক ছন্দে -

"বাঘীর দাবে বালক উফতাদা কাস্তি জায়ফানে শিকাস্তা রাতু পুসতি, বা হাক্কে খাজায় উসমান হারুনী মাদাদ কুন ইয়া মঈনউদ্দিন চিশতী।"

এই ছন্দ ৩ বার বলার পরপরেই খাজা মঈনউদ্দিন চিশতী (রহঃ) আজমীর থেকে দিল্লীতে হাজির হলেন সাথে সাথে।
এরপর উপস্থিত সভায় সবার সামনে হুকুম দিলেন গর্ভের সন্তান বললো তার বাবা কে।

উপস্থিত সভায় সবাই দেখলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী নির্দোষ। এরকম মেহবুবে এলাহি হযরত নিজামউদ্দিন আউলিয়া (রহঃ) দূর্ণামের স্বীকার হয়েছিলেন পরে নির্দোষ প্রমাণ হয়েছিলো।

এ গল্প বলার অর্থ তারা আউলিয়া হয়েও কত সবর করেছেন অনেক সময় অন্যায় অপবাদ ঘাড়ে চেপেছে তবু তারা সবর করেছেন কখনো ভাবেননি রাতদিন ইবাদত করি তবু কেন আল্লাহ আমাকে পরীক্ষায় ফেললেন!
আর আমরা তো সাধারন মানুষ আল্লাহ সবর দিন।

19/10/2025

যে ব্যক্তি আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বিরত হবে/ফেরত আসবে আল্লাহ তাকে দুটা জান্নাত দেবেন 🕋💙

19/10/2025

আসসালামু আলাইকুম শুকরিয়া রিমাইন্ডার!

আসতাগফিরুল্লাহ - ৪০
সুবহানআল্লাহ - ৫১
আলহামদুলিল্লাহ - ৫১
আল্লাহু আকবার - ৫১

শুভ সকাল ❤️

17/10/2025

কিছু নাদান কখনোই বুঝবে না আমি পুরুষমানুষকে ছোট করিনি বা নারীকে উচুতে বসানোর চেষ্টা করিনি। আমি দু দলকে ব্যালেন্স করার সম্মিলিতভাবে চলার আহবান করি।

যখন কোন মেয়ে আমার কাছে দেনমোহরের প্রসঙ্গ তোলে সে আশা করে যেন তার স্বামী উচ্চ কাবিন দিতে পারে আমি তাকে দেনমোহরের সমঝোতা বুঝিয়ে দোয়া করতে বলি যে রব্বেকারীম তার স্বামীকে তৌফিক দেন স্ত্রীকে খুশিকরে দেনমোহর দিতে।
অনুরুপভাবে কোন পুরুষ যদি আমার কাছে দেনমোহরের প্রসঙ্গ জানতে চায় আমি তাকেও বলবো ভাই দেনমোহর সম্পূর্ণটাই দেয়া একজন পুরুষের জন্য সম্মানের, ঠিকআছে আজ আপনার সামর্থ্য অল্প কিন্তু সহি নিয়ত করে দেনমোহর শোধ করার প্রোজেক্ট হাতে নিন পাশাপাশি দোয়া শুরু করুন নিশ্চই আল্লাহ আশাপূরণকারী নেক কাজে সাহায্যকারী।

ফিও ছায়েখ! আমাখে এখটু বলে দিন আফনার ভাইয়া মা-রা গেলে এবং তার সম্পত্তি না থাকলে, তখন হামি ভিখার ঝোলা নিয়ে খই যাবো! আসলে প...
16/10/2025

ফিও ছায়েখ! আমাখে এখটু বলে দিন আফনার ভাইয়া মা-রা গেলে এবং তার সম্পত্তি না থাকলে, তখন হামি ভিখার ঝোলা নিয়ে খই যাবো!

আসলে পোস্টের আদলে কি বোঝানো হচ্ছে নারী শিক্ষার প্রয়োজন নেই,তার ইনকাম সোর্সের দরকার নেই, বাইরের দুনিয়া সম্পর্কে জানার প্রয়োজন নেই।
সে বাড়িতে থাকবে কাজ করবে, বাচ্চা পালবে সতীনের জন্য বাসর সাজাবে। এসব করতে করতে মাঝপথে স্বামী মারা গেলে সবাই জোর করে আবার কারো সাথে বেধে দেবে (নারী চাক বা না চাক)। কেন বেধে দেবে জানেন? কারন আপনার ও আপনার সন্তানের দায়িত্ব তখন বাপের বাড়ি প্রাক্তন শ্বশুড়বাড়ির কেউ নেবে না।

আরো কিছু হুযুর পর্দার নাম করে বউয়ের হাত থেকে এন্ড্রয়েড ফোন কেড়ে নেয় কারন সে যেন এসব না বোঝে!

একে থাকলেন মুর্খ! তারপরে বাইরের দুনিয়া চিনলেন না কিভাবে সার্ভাইভ করবেন? হয়তো বলতে পারেন স্বামী মাঝপথে ছেড়ে যাবে বা মারা যাবে এসব বলা বাহুল্য কারন ভবিষৎ জানিনা।
আরে বোকার দল আজ পর্যন্ত কোনটা মেয়েমানুষের মর্জি মাফিক হয়েছে? খারাপ কিছু না ঘটুক দোয়া করি কিন্তু ভাগ্যের কবলে ঘটলে যেন আপনি সন্তান সহ ভেঙ্গে গুড়িয়ে না যান এজন্যই বলছি!

✍️ পড়াশোনা করেন,
✍️ সৎআচরন করেন,
✍️ রিজিকের আমল করেন,
✍️ সংসার থেকে প্রতিনিয়ত এক মুষ্টি চাল হলেও সঞ্চয় করেন।
✍️ আজাইরা ফতোয়া এ্যাভোইড করেন।
✍️ কর্ম না করলে দরকার না হলেও সঞ্চয় করেন রিজিকের আমল করেন একটা মেয়ের জন্য নিজের সামান্য কিছু টাকা হলেও একান্ত নিজের টাকা খুব দরকার।
✍️ প্রতিনিয়ত দোয়া করেন।

আমরা কোন সমাজের ধর্মের ছায়ায় আছি জানেন? যেখানে দেনমোহর ঠিকঠাক দেয়া হয়না অথচ উচিৎ ছিলো ডিভোর্সের পর দেনমোহর সহ ইদ্দতকালীন খরচ দেয়া। প্রথমবার চোখে পড়লো আমার ভাই ডিভোর্সের দেনা পাওনা দেয়ার পরেও ইদ্দতকালীন (৪ মাস ১০ দিন) এর কিছু খরচ 24k এক্সট্রা দিলো।

কোন পুরুষ ভালো কোন পুরুষ খারাপ এটা বোঝার জন্য নারীর শিক্ষা,ম্যাচিওরিটি, চরিত্র গঠন, ধর্মীয় জ্ঞান প্রয়োজন তখন সে নিজেই বুঝে যাবে মধু আর চিনির পার্থক্য।

শিক্ষা,জ্ঞান অর্জন করলে বউ হাতছাড়া হয় নষ্ট হয় এসব বাজে ট্যাবু থেকে বের হতে পারেনি । স্ত্রীকে স্বামীর পেছনে নয় সাথে থাকা উচিৎ। বরং আমি পুরুষ হলে নিজের স্ত্রীকে এমন দেখে নিতাম যে আমার অর্বতমানে আমার মতই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে, এতোটুকু সমকক্ষ নিতাম যেন স্বান্তনা নিতে নিজের স্ত্রীকে উত্তম বন্ধু রুপে পাই।

16/10/2025

নূর মানে কি শুধুই আলো/জ্যোতি?

16/10/2025

যৌবনকালে সম্পদ আর ইবাদত দুটোই সঞ্চয় করুন।
বয়স যত বাড়বে সাহস শক্তি সব কমতে থাকবে

 #টাকা_থাকলেও_হবেনাসংক্ষেপে বলি :  হযরত ইব্রাহীম (আঃ) মক্কা 🕋 নির্মান করেছিলেন সাথে ছিলেন ইসমাইল (আঃ)। মাকামে ইব্রাহীম য...
15/10/2025

#টাকা_থাকলেও_হবেনা

সংক্ষেপে বলি : হযরত ইব্রাহীম (আঃ) মক্কা 🕋 নির্মান করেছিলেন সাথে ছিলেন ইসমাইল (আঃ)। মাকামে ইব্রাহীম যে জায়গাটা দেখেন। কাবাঘর বানানোর পর আল্লাহ হুকুম দিলেন আযান দিতে।
তখন ইব্রাহীম (আঃ) বললেন, আল্লাহ চারপাশে মরুভূমি আযান দিলে কে শুনবে? তখন আল্লাহ বললেন "তুমি আযান দাও মানুষের কাছে পৌছানোর দায়িত্ব আমার।"

ঠিক তখন যেই ইব্রাহীম (আঃ) আযান দিলেন সাথেসাথে আল্লাহপাক আযানের সুর সপ্ত আসমান সপ্ত জমিন সবখানে পৌছে দিলেন।
আল্লাহু আকবার শোনার সাথে সাথে আলমে আরওয়াহ (রুহের জগত) থেকে কিছু শুয়ে বললো-
আল্লাহুম্মা লাব্বাইক (আল্লাহ আমি হাজির) কিছু রুহ বসে বললো আল্লাহুম্মা লাব্বাইক।
কিছু রুহ নেচে নেচে ঘুরে মাস্ত হয়ে বললো আল্লাহুম্মা লাব্বাইক!

যে রুহ গুলো আল্লাহু আকবার শুনে নেচে নেচে মগ্ন হয়ে আল্লাহ আমি হাজির বলেছিলো তারা আউলিয়া।
যে রুহ গুলো বসে আল্লাহুম্মা লাব্বাইক বলেছে তারা হজ্জ করতে পারবে।
(যারা হজ্জ করেছে এ যাবত কালে বা আরো করবে)।
আর, যারা শুয়ে শুয়ে আল্লাহুম্মা লাব্বাইক বলেছে এরা হজ্জের ইচ্ছা পোষন করবে নিয়ত করবে কিন্তু হজ্জ করতে পারবে কিনা এটার চান্স ৫০./. আল্লাহর মর্জি।

আপনারা হয়তো কারো কাছে শুনবেন বা শুনেছেন অনেকে হজ্জ করতে চেয়েছে কিন্তু পারেনি তার আগেই মৃ-ত্যু হয়েছে ওগুলোই ওসব রুহ।

এজন্য টাকা থাকলেই হজ্জে যেতে পারবেন এমন কথার ভিত্তি নেই আল্লাহ ডাকলে পাবেন। প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল সহি নিয়ত করবেন তাওয়াফ করার।

👉 মজলিস থেকে শুনেছিলাম

Outside me - কিছু কমু না খালি দেখুম স্যুপ 🤪🤫
15/10/2025

Outside me - কিছু কমু না খালি দেখুম স্যুপ 🤪🤫

14/10/2025

জীবনসঙ্গী/সঙ্গীনি হিসেবে ধর্ম হৃদয়ে প্রবেশ করেছে এমন কাউকে পছন্দ করুন ভালো থাকবেন 👑

 #লেবাসধারী!বাংলাদেশের কোন মাওলানা আমার পছন্দ না এটার ব্যাখা দেবো না, তবে আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি -আমি যাকে পছন্দ কর...
14/10/2025

#লেবাসধারী!
বাংলাদেশের কোন মাওলানা আমার পছন্দ না এটার ব্যাখা দেবো না, তবে আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি -

আমি যাকে পছন্দ করি তাকে দেখেছিলাম একজন তার ছোট্ট মেয়েকে এনেছিলো বয়স ১-১.৫ বছর হবে হুযুরের কাছে দোয়া নিতে। আমি দেখলাম ঐ ব্যক্তি যখন হুযুরের সামনে গেলো হুযুর দোয়া করে দিচ্ছিলেন কিন্তু ঐ ছোট্ট মেয়েটার মাথায় হাত রাখেননি হাত মাথার উপরে রেখেছিলেন যেন বাচ্চার মাথা স্পর্শ না হয়। আমার মনেহয় ঐ গ্রুপের একমাত্র দুনিয়াওয়ালা, বাচাল,শর্টটেম্পার স্টুডেন্ট আমি।

সাধারন মানুষ কত কি করে বেড়ায় তবু আমরা কিছু বলিনা কারন কি? কারন, তারা আমাদের আইডল না। ধর্ম আমাদের ইমোশনের জায়গা এজন্য আমরা যাকে মাওলানা বলে মানি তার সামান্য ত্রুটি আমরা মেনে নিতে পারিনা কিন্তু মানুষ তো ত্রুটিযুক্ত!
আবার আমাদের রিজিক / তৌফিক ঐসব ত্রুটিযুক্ত মাওলানা পর্যন্ত পৌছানোর তাহলে আমরা কি করবো?

উত্তর, তাহলে তার ত্রুটি ফেলে শুধু ভালোকথা গুলো শুনবো। শুনে থাকবেন মানুষ চটকরে বলে "এহ হুযুরের নিজের চরিত্র ঠিক নাই আইছে আমাগো ফতোয়া দিতে!" জি ঠিক বলেছেন আমাদের নফস পাগলা ঘোড়ার চেয়েও খারাপ মৃত্যুর আগ পর্যন্ত নফসের তাসকিয়া করতেই থাকতে হয়। আর এই নফসের তাসকিয়া একমাত্র মুর্শিদে কামিল ব্যতীত কেউ করাতে পারবে না কারন তার অদৃশ্য সার্কেল থাকে যেটা ক্রস করে কখনোই কোন স্টুডেন্ট জটিল পাপে লিপ্ত হতে পারবে না।

আর যদি চোখ থাকে তৌফিক থাকে তাহলে মুর্শিদে কামিলকে চিনে নেবো।
মাওলানারা নিজেকে প্রকাশ করে আর আউলিয়ার পরিচয় আল্লাহই প্রকাশ করে দেয়।

নামাজী ধার্মিকদের বউ বাচ্চা সামনে থেকেও তাকে কন্ট্রল করা যায় না অন্যদের সাথে লুচ্চামি করে আর কেমন পীরের মুরিদ দেখেন দূর দেশে থেকেও সুযোগ থেকে টাকা থেকেও আননেসেসারি কোন মেয়ে মানুষের সাথে কথা বলেনা। ধর্ম ওদের মধ্যে প্রবেশ করেছে কারন ওরা সমাজ না আল্লাহতে ফোকাস করা শুরু করেছে।

ধর্ম পালন করার অর্থ শুধু লেবাসধারী হওয়া নয় হৃদয় থেকে ধর্মের আর্দশকে ধারন করা।
সব পারবেন না জানি, অন্তত যে কয়টা পালন করবেন ওসব যেন খাটি থাকে।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque The power of piety - তাকওয়ার শক্তি publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager