28/07/2023
সুসাইড নোট এ জেনিথ আপুর লিখে যাওয়া কথা গুলোর মধ্যে কিছু কথা :
[[[আমার মৃত্যুর জন্য দায়ী আমার মা-বাবা (স্বামী) শাশুড়ি। দেখতে এসে পছন্দ, পরের দিন এনগেজমেন্ট। দুই সপ্তাহ পর বিয়ে। বিয়ের পর বুঝতে পারি আমাদের মেন্টালিটি এক না। তিনি কনজারভেটিভ মাইন্ডের। চুপচাপ করে বিয়ের তিন বছর সবকিছু মেনে নেই। তিনি একরোখা টাইপের মানুষ। তিনি যা বলতেন সব শুনতাম। তার কথায় বিয়ের ৭ দিন পর হিজাব পড়া শুরু করে ভার্সিটির বন্ধু-বান্ধবী সবার সাথে যোগাযোগ বন্ধ করা, যেকোনো জায়গায় গেলে তার পারমিশন সব কিছু। এমন কি বাবার বাড়ি গেলেও হাজারো সমস্যা।সবকিছু মেন্টাল টর্চার লাগতো। তাকে বুঝাইলে বলতো আমি মাদ্রাসার মেয়ে বিয়ে করতে চাইছিলাম। শুধু আব্বু আম্মুর কথায় তোমাকে বিয়ে করা, আমার সাথে থাকতে হলে আমার মত করে থাকতে হবে না হয় divorce. Divorce এর ভয়ে সব কিছু মেনে নিতাম।
তারা আমাকে পাগল বানাই দিছে। আমি মরতে চাই না। কয়েক মাস থেকে ডিপ্রেশনে ভুগতেছি।
আমি আর পারছিলাম না। বাসায় জানাই, আব্বু আম্মু বলে বিয়ে দিসি মেনে নাও, সহ্য করো। তাদের দরকার ছিল টাকাওয়ালা জামাই। টাকা পয়সা আমাকে মানসিক শান্তিটা দিতে পারিনি। শাশুড়ি প্রতিনিয়ত আমাকে ট্যারা কথা বলে মেন্টালি টর্চার করত। আব্বু- আম্মুর উপর রাগ, তাদের কথা মতো বিয়ে করেছি তাহলে তারা কেন আমার পাশে নেই?
আমার শেষ ইচ্ছা গুলো পূরণ করিও -
১। দাদা-দাদ পাশে দাফন করিও।
২। আমার আব্বু যাতে আমার খাটিয়া না ধরে, মাটিও না দেয়।
৩। শ্বশুরবাড়ির কিছুই নেওয়ার দরকার নেই।
৪। আমার সোনার গহনাগুলো যাতে বিক্রি করে টাকা দান করা হয়।
৫। আমার শাশুড়ি যাতে আমার মরা মুখ না দেখে, আমার মা - ও না দেখে।
৬। ছোট চাচী, কাক্কু, মনি চাচি, নাইমা নাফিসা সবাই আমাকে মাফ করে দিও।
**(কোন মেয়ে যাতে স্বাবলম্বী না হয়ে বিয়ে না করে।
**আমার এই কথাগুলো যাতে ফেসবুকে দেওয়া হয়, যাতে কোন মা-বাবা তার সন্তানের সাথে এমন না করে ।)
নোট: সারা জীবন শুনেছি বাবা- মা সন্তানদের ভালো চান চাইতে গিয়ে খারাপ কিছু হচ্ছে কিনা সেটা আর ও বিচক্ষণ ভাবে খেয়াল করা উচিত।
আত্মহত্যা কোনো সমাধান নয় কিন্তু মানুষ যখন তার সহ্য সীমার শেষ পর্যায়ে চলে যায়, হেতাহিদ জ্ঞান হারিয়ে ফেলে আত্মহত্যা করে। একজন মানুষ আত্মহত্যার আগেই জীবিত মৃত্যু বহুবার গ্রহণ করে। 🙂??