Maimuna jahan

Maimuna jahan This is Maymuna vlogs official page Here I will share my lifestyle vlogs and Travel videos.

Alhamdulillah 4 year anniversary complete🫶❤️👀দেখতে দেখতে বিয়ের চার বছর পার করে দিলাম দুই জন এক সাথে।শুধু চার বছর নয় ৪০০ ...
01/06/2025

Alhamdulillah 4 year anniversary complete🫶❤️👀
দেখতে দেখতে বিয়ের চার বছর পার করে দিলাম দুই জন এক সাথে।শুধু চার বছর নয় ৪০০ বছর তোমার সাথে থাকতে চাই আমি💕অনেক অনেক সুন্দর মূহর্ত চলে গেল জীবন থেকে সামনে আরো সুন্দর মূহর্ত কাটানো বাকী।চারটা বছর বলা যতটা সহজ ছিল ঠিক ততটাই কঠিন ছিল এই চারটা বছর পার করা।কতশত কথা কতশত ঝগরা আরো কত কি তারপরও আমরা একসাথে ছিলাম 😊এভাবেই সারাজীবন ভালোবাসিও আর আমার পাশে থাকিও।তুমি না থাকলে আগলে রাখবে কে আমাকে🙂আমিও তোমার প্রতিটা ভালো খারাপ সময়ে পাশে ছিলাম থাকবো ইনশাআল্লাহ❤️
সবশেষে বলব তোমাকে পেয়ে আমি অনেক lucky✨Alhmdulliah for everything 💕

HAPPY 4th year ANNIVERSARY JAN❤️

28/12/2024

I love winter morning🌅🥶🥰

25/12/2024
30/09/2024

28/09/2023

Full Video upload hobe kub taratari 👍

14/09/2023

First video🫶
#01

সুসাইড নোট এ জেনিথ আপুর লিখে যাওয়া কথা গুলোর মধ্যে কিছু কথা :[[[আমার মৃত্যুর জন্য দায়ী আমার মা-বাবা (স্বামী) শাশুড়ি। ...
28/07/2023

সুসাইড নোট এ জেনিথ আপুর লিখে যাওয়া কথা গুলোর মধ্যে কিছু কথা :

[[[আমার মৃত্যুর জন্য দায়ী আমার মা-বাবা (স্বামী) শাশুড়ি। দেখতে এসে পছন্দ, পরের দিন এনগেজমেন্ট। দুই সপ্তাহ পর বিয়ে। বিয়ের পর বুঝতে পারি আমাদের মেন্টালিটি এক না। তিনি কনজারভেটিভ মাইন্ডের। চুপচাপ করে বিয়ের তিন বছর সবকিছু মেনে নেই। তিনি একরোখা টাইপের মানুষ। তিনি যা বলতেন সব শুনতাম। তার কথায় বিয়ের ৭ দিন পর হিজাব পড়া শুরু করে ভার্সিটির বন্ধু-বান্ধবী সবার সাথে যোগাযোগ বন্ধ করা, যেকোনো জায়গায় গেলে তার পারমিশন সব কিছু। এমন কি বাবার বাড়ি গেলেও হাজারো সমস্যা।সবকিছু মেন্টাল টর্চার লাগতো। তাকে বুঝাইলে বলতো আমি মাদ্রাসার মেয়ে বিয়ে করতে চাইছিলাম। শুধু আব্বু আম্মুর কথায় তোমাকে বিয়ে করা, আমার সাথে থাকতে হলে আমার মত করে থাকতে হবে না হয় divorce. Divorce এর ভয়ে সব কিছু মেনে নিতাম।
তারা আমাকে পাগল বানাই দিছে। আমি মরতে চাই না। কয়েক মাস থেকে ডিপ্রেশনে ভুগতেছি।

আমি আর পারছিলাম না। বাসায় জানাই, আব্বু আম্মু বলে বিয়ে দিসি মেনে নাও, সহ্য করো। তাদের দরকার ছিল টাকাওয়ালা জামাই। টাকা পয়সা আমাকে মানসিক শান্তিটা দিতে পারিনি। শাশুড়ি প্রতিনিয়ত আমাকে ট্যারা কথা বলে মেন্টালি টর্চার করত। আব্বু- আম্মুর উপর রাগ, তাদের কথা মতো বিয়ে করেছি তাহলে তারা কেন আমার পাশে নেই?

আমার শেষ ইচ্ছা গুলো পূরণ করিও -

১। দাদা-দাদ পাশে দাফন করিও।
২। আমার আব্বু যাতে আমার খাটিয়া না ধরে, মাটিও না দেয়।
৩। শ্বশুরবাড়ির কিছুই নেওয়ার দরকার নেই।
৪। আমার সোনার গহনাগুলো যাতে বিক্রি করে টাকা দান করা হয়।
৫। আমার শাশুড়ি যাতে আমার মরা মুখ না দেখে, আমার মা - ও না দেখে।
৬। ছোট চাচী, কাক্কু, মনি চাচি, নাইমা নাফিসা সবাই আমাকে মাফ করে দিও।

**(কোন মেয়ে যাতে স্বাবলম্বী না হয়ে বিয়ে না করে।
**আমার এই কথাগুলো যাতে ফেসবুকে দেওয়া হয়, যাতে কোন মা-বাবা তার সন্তানের সাথে এমন না করে ।)

নোট: সারা জীবন শুনেছি বাবা- মা সন্তানদের ভালো চান চাইতে গিয়ে খারাপ কিছু হচ্ছে কিনা সেটা আর ও বিচক্ষণ ভাবে খেয়াল করা উচিত।

আত্মহত্যা কোনো সমাধান নয় কিন্তু মানুষ যখন তার সহ্য সীমার শেষ পর্যায়ে চলে যায়, হেতাহিদ জ্ঞান হারিয়ে ফেলে আত্মহত্যা করে। একজন মানুষ আত্মহত্যার আগেই জীবিত মৃত্যু বহুবার গ্রহণ করে। 🙂??

24/06/2023

যাদের অ্যাটেনশন পাওয়ার জন্য আমি হাজারো চেষ্টা করতাম, যাদের অবহেলার জন্য কান্নাকাটি করতাম! এখন সেইসব মানুষদের সাথে আমি কথাও বলি না, তাদের দেখলে কথা বলারই যোগ্য মনে হয় না, এখন বুঝি তারা কখনোই আমার যোগ্যই ছিল‌ না!❤️

23/06/2023

মানুষের মন হলো কবরস্থানের মতো,
ভিতরে কি চলতেছে আল্লাহ ছাড়া কেউ জানেই না!🌸

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Maimuna jahan publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Maimuna jahan:

Partager