
01/02/2024
এক যুগেরও বেশি সময় চলছে ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। মাঠে দুজনের সর্বশেষ দেখা ২০২০ সালে। দুই তারকাই এখন নতুন ঠিকানায়। মেসি পিএসজিতে। আর রোনালদো আল-নাসরে।
অবশেষে ফুরাচ্ছে দুই তারকাকে আবার মুখোমুখি দেখার অপেক্ষা। আজ রিয়াদে সৌদি আরবের অল-স্টারের (আল-নাসর ও আল-হিলাল নিয়ে গঠিত দল) বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ধারণা করা হচ্ছে, এটিই মেসি-রোনালদোর শেষ দ্বৈরথ। সিআর সেভেনের ইউরোপে ফেরার সম্ভাবনা বেশ ক্ষীণ বলেই।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ হবে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। ম্যাচ দেখাবে বেইন স্পোর্টস টিভি, ইউএসএ ও লাইভ স্ট্রিম ফুবো টিভি। এ ছাড়া পিএসজিও তাদের ভিডিও প্ল্যাটফর্মেও দেখাবে #আজকের_খেলা