
24/05/2023
অনেকেরই একটি কমন প্রশ্ন?🌚
~ ফ্রিল্যান্সিং কি..?
~ কিভাবে শুরু করবো?
~ ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়?
~ আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারবো?
1. ফ্রিল্যান্সিং কি..?
★★ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত বা স্বাধীনপেশা, আর যিনি ফ্রিল্যান্সিং করেন তিনি হলেন একজন ফ্রিল্যান্সার🌼
★★যিনি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নিজ দক্ষতা ( ডিজিটাল মার্কেটিং,গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন) অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।❤️
2. কিভাবে শুরু করবো?
★★ আমরা প্রত্যেকেই জানি কোনো একটা কাজ শুরু করতে গেলে আগে সেটা শিখতে হয়। এর ক্ষেত্রেও বিকল্প নেই। আমরা প্রথমে একটা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারি, তবে তার আগে যে এই বিষয়ে অভিজ্ঞ তার নিকট অবশ্যই পরামর্শ নিয়ে যেতে হবে।❤️
3.ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়?
★★ আমার প্রশ্ন তাদের প্রতি যে... আপনি কতো টাকা আয় করতে চান?🤔 ফ্রিল্যান্সিং সেক্টরে ততোই আয় করা সম্ভব আপনার ইচ্ছাশক্তি আর কাজের দক্ষতা দিয়ে❤️
★কিন্তু তার জন্য একটা জিনিস অবশ্যই প্রয়োজন তা হলো আপনার পরিশ্রম আর ধৈর্য্য❤️
4.আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো?
★★ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যে সেক্টরের কাজ কখনো শেষ হবে না, বরং প্রযুক্তি যতো উন্নত হচ্ছে ততোই এই সেক্টরের কাজ বেড়েই চলেছে 🔥(100% ক্যরিয়ার)।❤️