আমি তোমারই তুমি আমারই

আমি তোমারই তুমি আমারই ধৈর্যের সাথে সহ্য থাকলে
বিজয় সুনিশ্চিত,
চেয়ে দেখো শত্রুরা ও
গাইবে তোমার গীত।
(46)

♥শীতের আগমন♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ----------------------------------------------হেমন্তের আগমনে প্রকৃতির আমূল পরির্ব...
24/11/2023

♥শীতের আগমন♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
হেমন্তের আগমনে প্রকৃতির আমূল পরির্বতন,
হিমেল হাওয়ায় কনকনে শীত বিপর্যস্ত জনজীবন।
ভোরবেলায় কুয়াশায় ঢাকা পড়ে যায় মাঠঘাট চারদিক,
সাধারণ মানুষ কর্ম হারিয়ে বিপাকে রয় অধিক।

শীতের হাত থেকে রেহায় পেতে কেহ খড়কুটো জ্বালায়,
কুয়াশা আর তীব্র ঠাণ্ডায় কাঁপছে দেশ হচ্ছে অসহায়।
প্রতিটি অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত,
কোথা ও সূর্যের দেখা নেই ঘরে বসে সবাই ক্লান্ত।

ঘাসের বুকে শিশির ছোঁয়া অন্যরকম অনুভূতি,
শীতের দিনে কারো পৌষ মাস কারো বেড়ে যায় দুর্গতি।
বিস্তীর্ণ মাঠে সোনালি ধান কাটতে ব্যস্ত রয় কৃষাণ,
পাকা ধানের মৌ মৌ গন্ধে মহা আনন্দে জুড়ায় প্রাণ।

ঝরা শিউলি কুঁড়িয়ে এনে ছোটরা খেলছে খেলা,
বিলে-ঝিলে শীতের পাখি উড়ছে দেখি সারাবেলা।
রাস্তার ধারে খেজুর গাছে ঝুলতে থাকে রসের হাঁড়ি,
খেজুর রসের মন মাতানো গন্ধ নিয়ে আসে বাড়ি।

ঘরে ঘরে ধুম পড়ে যায় পিঠা বানানোর ব্যস্ততা,
শীতের দিনে পিঠা ছাড়া আসে না কোন পূর্ণতা।
শীত মানে পিঠা রস গুড় তৃপ্তি ভরে খাওয়া,
শীত আসলে এত আনন্দ কোথাও যায় না পাওয়া।

♥সোনার দেশ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ---------------------------------------------জন্ম নিয়ে ধন্য হলাম সোনার বাংলাদেশে,দ...
22/11/2023

♥সোনার দেশ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
---------------------------------------------
জন্ম নিয়ে ধন্য হলাম সোনার বাংলাদেশে,
দেশটা আমার মায়ের মত যাবো ভালোবেসে।
মনের মত দেশটা গড়ি থাকি মিলেমিশে,
দেশটা আমার কত সুন্দর সবুঝ শ্যামল শস্যে।

গাছে গাছে ভরে আছে আম কাঁঠাল আর লিচু,
মৌসুমি ফলের অভাব নেই নাগালে সবকিছু।
বহতা নদীর কূল ঘেঁষে সাপ্তাহিক বসে হাট,
কিছুদূর এগিয়ে গেলে দেখিবে খেলার মাঠ

নির্মল প্রাকৃতিক পরিবেশ মনোহর ঐ দৃশ্য
গাছের ছায় সুশীতল বাতাস দুলতে থাকে শস্য।
পাশে সবুজ বন বনানী ঝোপঝাড়ে তে ভরা,
ভোর বিহানে পাখি ডাকে শান্ত স্নিগ্ধ ধরা।

বিস্তীর্ণ মাঠ ফসল ফলায় পরিশ্রমী কৃষাণ,
নতুন ধানে গোলা ভরে জুড়িয়ে যায় মন প্রাণ।
সবার ভেতর দেশাত্মবোধ প্রেম আছে অন্তরে,
অন্যায় দেখে লড়তে জানে কাউকে নাহি ডরে।

ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা পেলাম,
পাক বাহিনীর অন্যায় আবদার মোরা রুখে দিলাম।
দেশের তরে জীবন দিতে করিনি দ্বিধাবোধ,
দেশকে নিয়ে খেলছে যারা নিয়েছি প্রতিশোধ।

আমরা সবাই ঐক্যবদ্ধ নেইকো দলাদলি,
বজায় রাখি সুসম্পর্ক হিংসা নিন্দা ভুলি।
ফুল ফসলে ভরে উঠুক বাংলা মায়ের ভূমি,
বীর শহীদের শ্রদ্ধা জানায় ইতিহাসে চুমি।

ঘরে ঘরে শান্তির হাওয়া উন্নয়নের পথে,
অবাক বিশ্ব থাকিয়ে রয় দেশের উন্নতি তে।
এমন সুন্দর দেশের কথা শেষ হবে না বলে,
ধন্য আমি জন্ম নিয়ে বাংলা মায়ের কোলে।

♥হেমন্তের ছোঁয়া♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী --------------------------------------------------বিস্তীর্ণ ফসলের মাঠে পাকছে ...
21/11/2023

♥হেমন্তের ছোঁয়া♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
--------------------------------------------------
বিস্তীর্ণ ফসলের মাঠে পাকছে আমন ধান,
শিশির ভেজা স্নিগ্ধ সকাল জুড়িয়ে যায় প্রাণ।
দোল দিয়ে যায় ধানের শীষে দখিনা বাতাস,
হেমন্তে জানান দেয় তীব্র শীতের পূর্বাভাস।

হেমন্তের রূপ উপভোগের সময় নাই হাতে,
ধানের গোছায় কাঁচি ধরে স্নিগ্ধ প্রভাতে।
কাস্তে হাতে মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা,
ধান কাটার ঐ উৎসব চলে আনন্দের বারতা।

কুয়াশার চাদরে ঢাকা গ্রাম বাংলার পথ ঘাট,
নতুন সাজে সাজছে দেখো ফসলের ঐ মাঠ।
মেঘমুক্ত ঐ দূরের আকাশ পাখির কলকাকলি,
নানান জাতের ফুল ফুটেছে কামিনী আর শিউলি।

বিলে ঝিলে পদ্ম ফোটে সৌন্দর্যের বারতা,
শিশির ঝরে টুপটাপ শব্দে মৃদু শীতলতা।
শীতের প্রখর বাড়ার সাথে খেজুরের রস বাড়ে,
রস দিয়ে গুড় তৈরি হয় বিক্রি হয় বাজারে।

গায়ের বধূর তোড়জোড় শুরু নানান পিঠা তৈরিতে,
নতুন চালে গরম পিঠা বিলাই সকল বাড়িতে।
হেমন্তে প্রকৃতির বদল অন্যরকম দৃশ্য,
এমন দেশটি যায় না দেখা খু্ঁজে সারা বিশ্ব।

♥ বিশ্বকাপ ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী----------------------------------------------কাঁধে করে নিয়ে এলো বিশ্বকাপের ট্রফি,...
19/11/2023

♥ বিশ্বকাপ ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
কাঁধে করে নিয়ে এলো বিশ্বকাপের ট্রফি,
ঘটনাটা কেউ দেখেনি ঘটছে চুপি চুপি।
নতুনের কেতন উড়িয়ে বিশ্বকাপটা কাঁধে,
ট্রফি জেতার ম্যাচ না দেখে দর্শকরা তাই কাঁদে।

সাকিবের দল খেলে আনছে ক্রিকেট বিশ্বকাপ,
লাখো ভক্তের মন জয় করছে ওরে বাপের বাপ।
প্রতিপক্ষ নাস্তানাবুদ বিশ্বকাপ ময়দানে,
একের পর এক ছক্কা-চারে জয় ছিনিয়ে আনে।

হাফ সেঞ্চুরির পাশাপাশি আছে ডাবল সেঞ্চুরি,
আগ্রাসী ব্যাটিংয়ে দুর্গম পথটা দিয়েছে পাড়ি।
রান পাহাড়ে চাপা পড়ছে প্রতিপক্ষের দল,
হার না মানা যুদ্ধ জয়ে বাড়ছে মনোবল।

প্রতিপক্ষের বোলারদের কে শাসন করেছে তারা
ব‍্যাটের আঘাত বল টাকে গ্যালারি করছে ছাড়া।
বোলাররা ও দেখিয়েছে নিজেদের কেরামতি,
প্রতিপক্ষের ব্যাটারদের কে দেখিয়েছে গতি।

গুরু দায়িত্ব পালন করে বীরের বেশে আসে,
চারিদিকে প্রশংসার ঝড় সাকিবরা তাই হাসে।
এমন করে হাসছে তারা লজ্জাকে ও হার মানায়,
নিয়ে আসো ফুলের মালা পড়াবো তাদের গলায়।

সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে,
নেচে গেয়ে বরণ করতে হবে তাদের সম্মানে।
দেশের জন্যে সম্মান বয়ে আনা বিশ্বজয়ী দল,
ওরা এগারো জন দেশের গর্ব বরণ করি চল।

বিসিবি সভাপতি কে একটা ধন্যবাদ জানাই,
তাদের দূরদর্শী সিদ্ধান্তে বিশ্বকাপে যাওয়া যায়।
জেগে জেগে স্বপ্ন দেখি স্বপ্ন পূরণ হলো,
টাইগাররা নাকি বিশ্বকাপ বাংলায় নিয়ে এলো।

বিমানে চড়ে আসেনি ভাই এসেছে নৌকায়,
কাঁধে করে লুঙ্গি পড়ে ট্রফিটা নিয়ে যায়।
নদী পাড়ের জেলে ছাড়া কেউ দেখেনি দৃশ্য,
সাক্ষী ছিলো নৌকার মাঝি জয় করেছে বিশ্ব।

♥  বাবার যুদ্ধ ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী---------------------------------------------সন্তান জন্ম দিতে গিয়ে নিষ্পাপ শিশ...
18/11/2023

♥ বাবার যুদ্ধ ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
---------------------------------------------
সন্তান জন্ম দিতে গিয়ে নিষ্পাপ শিশু রেখে,
মা গিয়েছে পরপারে মহান খোদার ডাকে।
জীবন দিয়ে দেখিয়েছে এই পৃথিবীর আলো,
মায়ের মতন এমন ত্যাগী কোথায় আছে বল।

পেটের দায়ে বেচারা বাব সন্তান নিয়ে কোলে,
দিনের বেলায় রিকশা চালায় সকল কিছু ভুলে।
নিজের চেষ্টায় সন্তান টাকে যত্ন করে রাখে,
দিবানিশি আপন করে আগলে রাখে বুকে।

লালন-পালন করতে গিয়ে যতই আসুক ঝড়,
জীবন থাকতে সন্তান টাকে করবে না সে পর।
রবের কাছে দুহাত তুলে জানাই ফরিয়াদ,
সন্তান যেন সুস্থ থাকে পূরণ করে স্বাদ।

বাবা নামের গাছের ছায়া যদি থাকে পাশে,
তার জীবনে কোনদিনই বিপদ নাহি আসে।
কারো কাছে স্বর্গ বাবা কারো পৃথিবী,
ভবিষ্যৎ গড়ার কারিগর সুখের চাবি।

ভুল করলেও সন্তানেরা বাবা থাকেন পাশে,
বাবার ছোঁয়ায় সন্তানেরা দুঃখ পেলেও হাসে।
এক এক করে সব সমস্যা করে নিরসন,
চাওয়ার আগে মিটিয়ে দেয় সকল প্রয়োজন।

♥কৃষক পিতা♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী----------------------------------------------কাঠফাটা রোদ সহ্য করে ধান কাটতেছে পিতা...
16/11/2023

♥কৃষক পিতা♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
কাঠফাটা রোদ সহ্য করে ধান কাটতেছে পিতা,
ছোট্ট মেয়ে মাথার উপর ধরে আছে ছাতা।
কন্যা সন্তানের মাধ্যমে ঐ পরিবারে,
সুখ ও শান্তির পাশাপাশি বরকত আসে ঘরে।

আশানুরূপ ফলন হওয়ায় উপচে পড়া হাঁসি,
কৃষক পিতার আনন্দে আজ পরিবারে খুশি।
কিনে আনবে নতুন জামা সঙ্গে আরো কত কি,
মেয়েরা হয় পরিবারের সবচেয়ে বড় লক্ষ্মী।

পরিমিত রাসায়নিক সার উত্তম পরিচর্যায়,
দ্বিগুণ ফসল উৎপাদনে বুক বেঁধেছে আশায়।
লাভের আশায় গুড়েবালি লোকসান দিয়ে,
চিন্তিত রয় সদা ধানের মূল্য নিয়ে।

অত্যন্ত পরিশ্রমী হয় এই দেশের কৃষক,
সারা বছর ফসল ফলায় তবুও যায় না দুখ।
ভালো ফলনে লাভ হয় না ঋণে জর্জরিত,
ঋণের ভারে জীবন তাদেন যেন অভিশপ্ত।

তবুও আশায় আছে স্বপ্ন একদিন পূরণ হবে,
ছেলেমেয়ে মানুষ হলে চায় না কিছু ভবে।
অর্থনীতি তে কৃষকের ভূমিকাটা বেশি,
খাদ্য সংকট দূর করে দেয় মুখে ফুটায় হাঁসি।

♥ গ্রাম মানে শান্তি♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী----------------------------------------------ছোটবেলা থেকেই আমি দুরন্ত ছিল...
14/11/2023

♥ গ্রাম মানে শান্তি♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
ছোটবেলা থেকেই আমি দুরন্ত ছিলাম,
তবু ও শীতের প্রভাবে বিচলিত হতাম।
গ্রামে আমার বেড়ে ওঠা গ্রামটা মায়ের মতন,
ইট পাথরের চার দেয়ালে মন বসে না এখন।

ভালো লাগে না অবিরাম গাড়ির ছুটোছুটি,
মনটা আমার কাছে টানে গাঁয়ের পলি মাটি।
না চাইতেও যান্ত্রিক শহরে পেটের দায়ে আসি,
গ্রামাঞ্চলে শীতের প্রভাব অনুভব হয় বেশি।

শহরে হাড়কাঁপানো শীত উপভোগ্য নয়,
তাইতো আমার ছোটবেলার কথা মনে হয়।
ফেলে আসা দিনের কথা আজোও মনে পড়ে,
শীত এলেই আজোও হৃদয়কে আনন্দিত করে।

ফিরে যেতে ইচ্ছে করে প্রকৃতির কাছে,
গ্রামেই আমার কত স্মৃতি জড়িয়ে আছে।
শীতের দিনে প্রতিবছর ফিরে যায় বাড়ি,
ইচ্ছে করে শীতের সকাল উপভোগ করি।

দৃষ্টিনন্দন সরিষা ক্ষেত ভালো লাগে দেখতে,
ইচ্ছে করে শিশির ভেজা মেঠো পথে হাঁটতে।
হলুদের চাদর বিছিয়ে হাত বাড়িয়ে ডাকে,
মনটা কোথায় হারিয়ে যায় প্রকৃতির রূপ দেখে।

গাছের পাতা থেকে টুপটাপ শব্দে শিশির ঝরে,
পাখিদের কলরবে মন আনন্দিত করে।
কনকনে শীতে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকা,
হিমেল বাতাস বয়ে চলে সূর্যের নাহি দেখা।

পুবের জানালা ভেদ করে পড়ে সূর্যের আলো,
এমন দৃশ্য দেখতে আমার লাগতো ভীষণ ভালো।
উনুনে খেজুর রস জাল দেয় বসে মা চাচিরা,
নানা রকম শীতের পিঠা তৈরি করে তারা।

কৃষক মুখে হাসির ঝিলিক সোনালি ওই ধানে,
ধান কাটা ও মাড়াই চলে মিষ্টি মধুর গানে।
কৃষাণিদের সকাল বিকাল ব্যস্ততা যে বাড়ে,
স্বপ্ন নিয়ে নতুন ধানে গোলায় রাখে ভরে।

গ্রাম মানে তাই অন্যরকম সুখের অনুভূতি,
ভুলতে চাইলেও ভুলা যায় না শৈশব কালের স্মৃতি।
সাধ্য যদি থাকতো আমার আবার যেতাম ফিরে,
ভালো লাগে না কিছুতেই এই যান্ত্রিক নগরে।

♥হেমন্তকাল ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী --------------------------------------------ঋতু পরিক্রমায় চলছে এখন হেমন্তকাল,কুয়া...
14/11/2023

♥হেমন্তকাল ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
--------------------------------------------
ঋতু পরিক্রমায় চলছে এখন হেমন্তকাল,
কুয়াশার চাদর মুড়িয়ে আসছে শীতের সকাল।
প্রকৃতি তে বেজে উঠে হেমন্তকালের সুর,
জমে থাকা শিশির কণা মন ছুটে বহুদূর।

হলুদে হলুদে ছেয়ে গেছে সরিষা ফুলের ক্ষেত,
রং-বেরঙের ফুল ফুটেছে দেখতে হই সমবেত।
এই সময় খেজুর রস থেকে তৈরি করা হয় গুড়,
নানান রকম পিঠাপুলি খেতে লাগে মধুর।

ধীরে ধীরে শুকিয়ে যায় নদী নালা খাল-বিল,
যার যার কাজে ব্যস্ত সবাই অন্য রকম এক মিল।
খেজুর গাছের আগায় ঝুলে ছোট্ট রসের হাড়ি,
গাছি ভাইয়েরা রস নিতে ছুটছে তাড়াতাড়ি।

দুরন্ত কিশোর কিশোরী মেতেছে খেলায়,
মাঝে মধ্যে বকের সারি উড়তে দেখা যায়।
সন্ধ্যাকাশে উড়ে চলে অতিথি পাখির দল,
কিচিমিচির শব্দ শুনে মনটা হয় বিহ্বল।

গ্রামীণ ভোরে হেমন্তের রূপ আনে এক ভিন্নতা,
শহর মানে বন্দি জীবন প্রকৃতির শূন্যতা।
সুযোগ পেলে ঘুরে আসো গাঁয়ের মেঠো পথে,
অপার সৌন্দর্যে ভরা দেশ মন চাইবে না ফিরতে।

♥মাগো তুমি♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী------------------------------------------------মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো,তোম...
09/11/2023

♥মাগো তুমি♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
------------------------------------------------
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো,
তোমায় ছেড়ে একলা ঘরে একটু ও নেই ভালো।
তোমায় ভেবে দুই চোখে তে অশ্রু ঢলো ঢলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

বলার মতন অনেক কথা বুকের ভেতর জমা,
বাবা তোমার মৃত্যু পরে নিয়ে আসছে সৎ মা।
সৎ মায়েরই অত্যাচারে মনটা বেজায় কালো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

মায়ের কথা মনে হলে লাগে হাহাকার
মা না থাকলে পৃথিবীটা বড় অন্ধকার।
মায়ের মতন কেউতো আমায় বাসে নাকো ভালো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

তোমার মতন রান্না করে খাবার দেয় না পাতে,
আদর করে খাইয়ে দেয় না মায়াময় ঐ হাতে।
দিনে দিনে বাবা আমার কেমন হয়ে গেলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

মায়ের কোলে ভালো ছিলাম আসতো সুখে নিদ,
ঘুম পাড়াতে মা যে আমার গাইতো কত গীত।
মা থাকাটা ভাগ্যের ব্যাপার ভাগ্যে নাহি সইলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

মা না থাকায় সবার কাছে হয়ে গেছি পর,
মায়ের মতন কেউতো আমায় করে না আদর।
এই পৃথিবী সুন্দর হলেও মনটা সবার কালো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

মায়ের দেয়া আদর স্নেহ কেমন করে ভুলি,
সবাই করে দুর্ব্যবহার মুখে দেয় যে গালি।
ভালোবাসার নামে সবাই দুঃখই দিয়ে গেলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

সাধ্য যদি থাকতো আমার মায়ের কাছে যেতে,
মায়ের কাছে চাইতাম আমি দুই মুঠো ভাত খেতে।
হয়তো সেটা হবে না আর মা যে বিদায় নিলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

কাজ না করলে ঘরে আমার জুটবে নাকো ভাত,
ক্ষুধার জ্বালায় ঘুম আসে না পেরিয়ে যায় রাত।
মা হারিয়ে বুঝি এখন মা কতটা ভালো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

দুহাত তুলে নরম সুরে দোয়া করবো সদা,
বেহেস্তেরই আরাম আয়েশ মা কে দিয়ো খোদা।
মা হারিয়ে জীবন আমার শুধুই এলোমেলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

রবের কাছে দোয়া করি এই কথাটা বলে,
বেহেস্তের সব নেয়ামতসমূহ মায়ের কাছে মিলে
মা জননীর কবর টাকে করে দিয়ে আলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

♥পরনিন্দা ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী --------------------------------------------অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথাব্যথ...
08/11/2023

♥পরনিন্দা ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
--------------------------------------------
অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথাব্যথা,
পরনিন্দা করে সময় যায় তালাশ করে শ্রোতা।
সময় হচ্ছে স্বর্ণের চেয়েও কত যে মূল্যবান,
সেই সময় পরচর্চা করে হারিয়েছ সম্মান।

সরলতার সুযোগ নেয়া মন্দ লোকের কাজ,
সম্পর্কে তাই ফাটল ধরে মাথায় পড়ে ভাঁজ।
চা দোকানে বসে বসে মন্দ বলে বেড়ায়,
এইসব ব্যক্তি সবার কাছে বিশ্বস্ততা হারায়।

রূপ বদলাতে সময় নেয় না দেখায় অজুহাত,
ধীরে ধীরে উঠে যাবে ভরসার ঐ হাত।
সরল মনের মানুষ এখন মোটেও নায় ভবে,
সততা ও বিশ্বস্ততা হারিয়েছে কবে,

নিজের অর্জিত নেক আমল অন্য কে দাও তুলে,
নিন্দা করা খারাপ অভ্যাস কইরো না ভাই ভুলে।
অন্যের দোষটা গোপনে ভাই কল্যাণ নিহিত,
কেয়ামতের কঠিন দিনে গোপন রাখে খু্ঁত।

অপরের দোষ গোপন রাখা মানবীয় এক গুণ,
কথাচ্ছলে গোপন কথা বলতে যে ভাই বারণ।
অর্জিত হয় বিশ্বস্ততা চরিত্র হয় উত্তম,
কারো কথা বলার আগে হবে লজ্জা শরম।

গোপন কথা গোপন রেখো যতই হোক ভুলভ্রান্তি,
তাতে করে এই সমাজে ফিরে আসবে শান্তি।
ফিরিয়ে দাও সুন্দর করে বাঁচার অধিকার
কুৎসা রটানোর বিরুদ্ধে হও না যে সোচ্চার।

♥আধুনিক প্লেনে ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী------------------------------------------------বসার সিটে পাবে তুমি সুযোগ-সুবি...
07/11/2023

♥আধুনিক প্লেনে ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
------------------------------------------------
বসার সিটে পাবে তুমি সুযোগ-সুবিধা,
আরামদায়ক বিমান যাত্রায় নেই কোন বাঁধা।

নিরসন হয়েছে এখন সকল জটিলতা,
নিরাপদ দেশ ভ্রমণে আর নেই দুশ্চিন্তা।

প্লেনে করে ঘুরতে যাবার অভ্যাস যাদের আছে,
তাদের জন্যে কর্তৃপক্ষ এই সুবিধা রাখছে।

যাত্রী সেবা পেতে এখন নেই যে ভোগান্তি,
নজিরবিহীন সেবা পেয়ে মিলবে প্রশান্তি।

আগের মতন দেশ ভ্রমণে চিন্তার নাইতো কারণ,
নিশ্চিন্তে দেশ ভ্রমণ হবে খুব আরামে এখন।

রোমাঞ্চকর দেশ ভ্রমণে দারুণ অনুভূতি,
প্রিয় জনের সঙ্গ পেয়ে সময় কাটাও দিনরাত্রি।

প্লেনে চড়ে যে কেউ এখন প্রকাশ করে স্বস্তি,
পাখির মতন উড়ে বেড়াও লাগবে না ভাই ক্লান্তি।

যাত্রী সেবায় আস্থা এলো ভয়ের নাইতো কারণ,
একদেশ থেকে অন্য দেশে ভ্রমণ করো এখন।

♥ধৈয্য ও নামায♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ---------------------------------------------------নিজের হাতে কর্ম করো কর্মে ন...
06/11/2023

♥ধৈয্য ও নামায♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
---------------------------------------------------
নিজের হাতে কর্ম করো কর্মে নাইতো লাজ,
নামায তোমায় করতে দেয় না কোন খারাপ কাজ,
ঈমানের পর মুসলমানের ইবাদত হয় নামায,
নামায ছেড়ে করো না ভাই কোন মন্দ কাজ।

ধৈর্য ধরে সহ্য করার ক্ষমতা থাকে যার,
সব বাঁধা অতিক্রম করে সাফল্য আসে তার।
অল্প ব্যথায় ভেঙে পড়লে হারিয়ে ফেলে জ্ঞান,
হতাশা তার নিত্যসঙ্গী বলা যায় না সিয়ান।

জীবন মানে নিজের সাথে নিজেরই হয় যুদ্ধ,
দুঃখের সাথে পাঞ্জা লড়ে বাঁচাটাই আনন্দ।
ভাগ্যের দোষারোপ না দিয়ে কর্মঠ হওয়া চায়,
জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে এগোতে হবে ভাই।

নিজেই নিজের ভুল গুলো যে সংশোধন করে,
এই জগতে আসল জ্ঞানী বলা যায় তারে।
লোভ-লালসার স্বার্থ ছেড়ে দ্বীনের পথে চলে,
বিপদ কালেও কারো সাথে মিথ্যা নাহি বলে।

আবেগ দিয়ে কাজ করো না বিবেক দিয়ে করো,
মৃত্যু আসার আগে তুমি সঠিক রাস্তা ধরো।
অনর্থক সব কথাবার্তা পরিহার করে,
অন্যায় থেকে ফিরে আসো আল্লাহর ডরে।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+97366344142

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque আমি তোমারই তুমি আমারই publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager