Riyad Vai 020

Riyad Vai 020 আমি এখনো হারীনি, হয়ে যিতেছি না হয় শিখেছি

10/08/2023

ময়মনসিংহে অলৌকিক ঘটনা, মৃ'ত ঘোষণার পর বেঁচে উঠল শিশু

পরানগঞ্জে বিএনপি'র যুবদলের নেতা রুহুল আমিন সরকারের দাফন সম্পন্ন"প্রত্যাক প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে"। মহান সৃষ্টিকর্তা...
19/07/2023

পরানগঞ্জে বিএনপি'র যুবদলের নেতা রুহুল আমিন সরকারের দাফন সম্পন্ন

"প্রত্যাক প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে"। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তিনার ইবাদত করার জন্য। আজ আমরা কতটুকু পালন করছি। যিনি সৃষ্টি করেছেন তিনিই আবার আমাদের মৃত্যুর মাধ্যমে নিয়ে যাবেন।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১৮ জুলাই ২০২৩) তারিখ বিকেলে ময়মনসিংহ নগরীতে বিএনপির পথযাত্রার সময় হিট-স্ট্রোক করেন ইউপি সদস্য রুহুল আমিন সরকার। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স ছিলেন (৩২) বছর। সে ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়নের হিরণ পলাশিয়া গ্রামের বাসিন্দা। আজ বুধবার (১৯ জুলাই ২০২৩) তারিখ সকাল ১০ ঘটিকার সময় তার নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে জাতীয়তাবাদী বিএনপি দলের নেতা কর্মীরা দলীয় পতাকা দিয়ে কফিন ঢেকে দেন।

পারিবারিক সূত্রে জানা যায় ,গত মঙ্গলবার (১৮জুলাই) ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালীন সময়ে অতিরিক্ত তাপদাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন রুহুল আমিন সরকার। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

ময়মনসিংহ নগরীর বিএনপি দলীয় কার্যালয় থেকে পথযাত্রাটি চরপাড়া এলাকায় পৌঁছলে একপর্যায়ে রুহুল আমীন অসুস্থবোধ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান সরকার রোকন উপস্থিত ছিলেন।

মরহুমের জানাজায় অংশ নেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স. দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান সরকার রোকন. কোতোয়ালি থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন আহমেদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা সাধারণ সম্পাদক, পরানগঞ্জের কৃতিসন্তান ইদ্রিস আলী,পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফ সরকার, ৫নং-সিরতা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ আবু সাঈদ সরকার, ৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সোলায়মান কবির মাষ্টার, ৫নং- ওয়ার্ড বীর বওলা সাবেক তিন তিন বারের ইউপি সদস্য গোলাম আব্বাস বাবুল, সিরতা ইউনিয়নের চর দূর্গাপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন লিটন প্রমূখ।

বিএনপি যুবদলের নেতা মরহুম রুহুল আমিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উক্ত নামাজে জানাজায় জাতীয়তাবাদী বিএনপির যুবদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

18/07/2023

ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলার সময়ে অতিরিক্ত তাপদাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে দক্ষিণ জেলা যুবদলের স...

আমার কলিজার ভাই রুহুল আমিন সরকার ইন্তেকাল করেছেন। সকলের কাছে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চাই।আগামীকাল সকাল ১০.০০ ...
18/07/2023

আমার কলিজার ভাই রুহুল আমিন সরকার ইন্তেকাল করেছেন। সকলের কাছে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চাই।

আগামীকাল সকাল ১০.০০ ঘটিকার সময় নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

বন্ধ থাকা ১০ রেলস্টেশন চালু হলেই চাঙা ময়মনসিংহের অর্থনীতিমাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহঃ বহু বছর ধরে বন্ধ ময়মনসিংহের তিন ...
17/07/2023

বন্ধ থাকা ১০ রেলস্টেশন চালু হলেই চাঙা ময়মনসিংহের অর্থনীতি

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহঃ বহু বছর ধরে বন্ধ ময়মনসিংহের তিন রুটের ১০টি রেলস্টেশন। প্রান্তিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব ছাড়াও যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন এ অঞ্চলের মানুষ। এ অবস্থায় এখানকার অর্থনীতির চাকা ভালোভাবে সচল করতে রেলস্টেশনগুলো চালুর দাবি জেলা চেম্বার অব কমার্সের।

নেত্রকোনা জেলা পুলিশ অফিস ও দুর্গাপুর সদর সার্কেল অফিস পরিদর্শন করেন: ডিআইজি অদ‍্য ১৬ জুলাই ২০২৩ তারিখে দেবদাস ভট্টাচার্...
16/07/2023

নেত্রকোনা জেলা পুলিশ অফিস ও দুর্গাপুর সদর সার্কেল অফিস পরিদর্শন করেন: ডিআইজি

অদ‍্য ১৬ জুলাই ২০২৩ তারিখে দেবদাস ভট্টাচার্য‍্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, নেত্রকোনা জেলা পুলিশ অফিস ও দুর্গাপুর সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

ডিআইজি ময়মনসিংহ মহোদয় পুলিশ অফিসে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোনা রেঞ্জ ।

পরিদর্শনের শুরুতে নেত্রকোনা জেলা পুলিশ অফিসের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর মাননীয় ডিআইজি সকল দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে সাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ,নেত্রকোনার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়াও নেত্রকোণা সদর মগরা ব্রিজ সংলগ্ন জেলা ট্রাফিক পুলিশের জন্য কনস্টেবল শিপন মিয়া ট্রাফিক বক্স ও পুলিশ লাইন্স নেত্রকোনায় পুলিশ সদস্যদের জন্য ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জে।

প্রিয় সাংবাদিকবৃন্দ---------------------------আসসালামু আলাইকুম...আপনারা জেনে থাকবেন অচিরেই ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর...
16/07/2023

প্রিয় সাংবাদিকবৃন্দ
---------------------------
আসসালামু আলাইকুম...

আপনারা জেনে থাকবেন অচিরেই ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত হচ্ছে সাংবাদিক সংগঠন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন।

অবহেলিত, অসহায়, নির্যাতিত, মামলা হামলা শিকার সাংবাদিকদের সর্বদাই পাশে থাকবে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন। এমনকি সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাবে উক্ত সংগঠন।

সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার নিয়ে মাঠে থাকবে উক্ত সংগঠনের নেতৃবৃন্দ। আপনি/আপনারা সংগঠনে যুক্ত হতে চাইলে নিম্নের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।

সাংবাদিক মাহমুদুল্লাহ রিয়াদ
দৈনিক দেশবাংলা প্রতিদিন
ও সিএনএন বাংলা২৪
০১৭১১-৫৮৯৯৫০
০১৭২৫-৮০২১৩১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সিডষ্টোর বাজার থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বদিকে মনোমুগ্ধকর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে গড়ে ...
16/07/2023

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সিডষ্টোর বাজার থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বদিকে মনোমুগ্ধকর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক আন্তজার্তিক মানের ভ্রমন পিপাসু মানুষের আনন্দ বিনোদনের নিরাপদ দৃষ্টি নন্দন বিলাস বহুল ‘গ্রীণ অরণ্য পার্ক। (২০২২)সাল।

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Riyad Vai 020 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Riyad Vai 020:

Partager