10/09/2025
এক নজরে ডাকসুর চূড়ান্ত ফলাফল;
ভিপিঃ
১। আবু সাদিক- ১৪,০৪২
২। আবিদ- ৫,৭০৮
সাদিক ৮,৩৩৪ ভোটে বিজয়ী।
জিএসঃ
১। এস এম ফরহাদ- ১০,৭৯৪
২। হামিম- ৫,২৮৩
ফরহাদ ৫,৫১১ ভোটে বিজয়ী।
এজিএসঃ
১। মহিউদ্দিন- ১১,৭৭২
২। মায়েদ- ৫,০৬৪
মহিউদ্দিন ৬,৭০৮ ভোটে বিজয়ী।
এছাড়াও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আরো যারা বিজয়ী হয়েছেন;
১। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক
২। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক
৩। পরিবহন সম্পাদক
৪। আইন ও মানবাধিকার সম্পাদক
৫। কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক
৬। ক্রীড়া সম্পাদক
৭। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক
৮। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
৯। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক
সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন;
১। সর্বমিত্র চাকমা
২। সাবিকুন্নাহার তামান্না
বাকিদের আপডেট জানিনা। জানলে এড করে নিবো।
এছাড়াও ছাত্রদের হলগুলোতে ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন পদে প্রায় ৮০% পদে বিজয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ।
টানা প্রায় ২৪ ঘন্টা ক্যাম্পাসে অপেক্ষার পর কাঙ্ক্ষিত রেজাল্টপ্রাপ্তি। দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে ঢাবিতে আজ নতুন ভোর হতে দেখলাম।
স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন সম্মানের সাথে সেটা রক্ষা করার পালা।
হাসবুনাল্লাহ।