03/13/2023
বাংলাদেশ এবং আরব কান্ট্রির পার্থক্য ,,,,,,,)🤔(যখন দেশে ছিলাম তখন ভাবতাম কিভাবে লাইফটা সেটেল করা যায় লাইফটা সেটেল করার জন্য প্রবাসে আসলাম,এই দুর প্রবাসে এসে দেখি অনেক নিয়ম কারণ যা আমার সোনার বাংলাদেশ আমি কখনো দেখিনি, যেমন 1)(না আছে কোন দর্শন ,2)(না আছে কোন জ্যাম, 3)(না আছে কোন বিশৃংখলা ,4)( না আছে কোন রোডে খাটে ময়লা আবর্জনা, 5)(না আছে কোন মারামারি, 6)(না আছে কাটাকাটি,7)( না আছে কোন রিস্কা বেন,8)(না আছে কোন ফুটপাতে চায়ের দোকান কিংবা পানের দোকান অথবা আতালি-ফাত আলী দোকান,9)(না আছে কোন গরিব ফকির মিসকিন, গরিব বড়লোক সব ভেদাভেদ নেই সবএক সমান10)(আর এটা তো বলতেই হয় এ দেশে আসার পর আমার সবচেয়ে একটা জিনিস অনেক ভালো লাগছে তা হল ছোট বড় কোন ভেদাভেদ নেই সবাই সবাইকে সালাম দেওয়া যেখানেই দেখা হোক,_)(আর আরেকটা জিনিস দেখে আমি খুবই অবাক হচ্ছি তাহলেও,)(প্রবাসে আসা পর বাংলাদেশের একটা মানুষকে দেখলাম না আমি কোন ব্যাংক কিংবা কোন অফিস আদালত হোটেলে ম্যানেজার কিংবা বড় কোন মার্কেটের ম্যানেজার এবং মালিক হতে, এবং এদেশে বাড়ি গাড়ি মালিক হতে, এসব কাজগুলো করে যেসব দেশের মানুষ যেমন_) (ইন্ডিয়া অস্ট্রেলিয়া পাকিস্তান নেদারল্যান্ড ভারত আমেরিকা ইন্দোনেশিয়া সাউথ আফ্রিকা ,আফ্রিকা, কানাডা, এসব কান্টির মানুষগুলো, আর আমাদের বাংলাদেশের মানুষগুলো যেসব কাজ করে দেখলাম_) (তাহলে এদেশে সেলস ম্যানেজার হোটেলের কর্মচারী অফিস ক্লিনার কাশি মিস্ত্রি তাবুক মিস্ত্রি রড মিস্ত্রি রং ব্ মিস্ত্রি বল দিয়া যেমন কাগজ টোকাই বোতল টোকাই, আরো তো অনেক কিছু তা বলে শেষ করা যাবে না এসব দেখে আমি খুবই হতাশ খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত, এগুলো কেন করে তা কি কেউ কি জানেন কিন্তু আমার একটা ধারণা আছে এগুলো করার একটাই কারণ কারণ আমাদের দেশে গরিব আছে ফকির আছে আমার দেশে মানুষগুলো স্বাধীনভাবে বাঁচতে পারে যখন যেটা মন চায় তখন তা করতে পারে কারণ এসবগুলো হচ্ছে _,)(আর তার ভিতরে আরেকটা মূল কারণ আছে সেটা হল _(এদেশে বাচ্চারা পড়াশুনা করতে কোন বেতন লাগে না কোন খরচ লাগে না ধনী-গরী ব সবাই একসাথে পড়াশোনা করতে পারে টাকা পয়সার অভাব পড়াশোনা নষ্ট হয় না এদেশের সরকারিভাবে সব পড়াশোনা খরচ চলে,_(আর আমাদের বাংলাদেশ স্কুলে ভর্তি করতে টাকা লাগে স্কুলে যেতে টাকা লাগে যেটা করবে সেটাতেই টাকা লাগে সেজন্য আমাদের বাংলাদেশে ঘুরে ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না ছোটকাল থেকে নোংরা কাজে নেমে যায় ময়লা কাজ করে তাদের ভিতর শিক্ষার অনেক ঘাটতি আছে _(সেজন্য তারা আরব কান্ট্রিতে কোনরকম চাকরি করতে পারে না দিতে হয় বদলা, করতে হয় লেবারি,_(এসব দেখে আমার এখনো মনে হয় বাংলাদেশ অনেক গরি ব এবং অনেক ছোট একটি নোংরা দেশ,হে এটা দেখে অনেকেই বলবেন ভাই আপনি তো বাংলাদেশে জন্ম হয়েছে হ্যাঁ ভাই সে জন্যই বাংলাদেশকে একটু বদলে দেওয়ার চেষ্টা করতেছি এবং কিছু কথা আমাদের দেশের মানুষকে এবং দেশের সরকারকে জানানোর চেষ্টা করছি কোন ভুল বলে থাকলে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন,,,,,?