
06/10/2024
এক যুবক লাইভ অনুষ্ঠানে শায়খকে কল দিল।
যুবকটি বলল, সে প্রেমে পড়েছে এবং তার প্রেমাস্পদকে ভুলতে পারছে না। সে শায়খের নসিহাহ চায়। শায়খ যুবকটিকে আল্লাহর সাহায্য চাইতে এবং বেশী বেশী দুআ করতে বললেন।
যুবকটি জিজ্ঞেস করল যে, এমন কোনো বিশেষ দুআ আছে কী না যার সাহায্যে সে তার হৃদয়ে গেঁড়ে বসা ভালোবাসার পরশকে দূরে সরিয়ে দিতে পারবে। শায়খ তাকে এই দুআটি পড়তে বললেনঃ "হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দান করুন, চোখে নূর দান করুন, কানে নূর দান করুন..."
শায়খ দুআ শেষ করার আগেই যুবক বাধা দিয়ে বলল, "প্লিজ, প্লিজ সম্মানিত শায়খ। থামুন! থামুন!" শায়খ ভাবনায় পড়ে গেলেন যে তিনি ভুলভাল কিছু বললেন কী না।
যুবকটি জবাব দিল, "আমি যে মেয়ের প্রেমে পড়েছি তার নাম নূর।"
শায়খ এটি শুনে এতটাই হাসতে থাকেন যে তাকে প্রোগ্রাম বন্ধ করে ব্রেকে যেতে হন।🙂