it's Anu's As-salamu Alaikum��

do like & follow please🥺

এক যুবক লাইভ অনুষ্ঠানে শায়খকে কল দিল।যুবকটি বলল, সে প্রেমে পড়েছে এবং তার প্রেমাস্পদকে ভুলতে পারছে না। সে শায়খের নসিহাহ চ...
06/10/2024

এক যুবক লাইভ অনুষ্ঠানে শায়খকে কল দিল।
যুবকটি বলল, সে প্রেমে পড়েছে এবং তার প্রেমাস্পদকে ভুলতে পারছে না। সে শায়খের নসিহাহ চায়। শায়খ যুবকটিকে আল্লাহর সাহায্য চাইতে এবং বেশী বেশী দুআ করতে বললেন।
যুবকটি জিজ্ঞেস করল যে, এমন কোনো বিশেষ দুআ আছে কী না যার সাহায্যে সে তার হৃদয়ে গেঁড়ে বসা ভালোবাসার পরশকে দূরে সরিয়ে দিতে পারবে। শায়খ তাকে এই দুআটি পড়তে বললেনঃ "হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দান করুন, চোখে নূর দান করুন, কানে নূর দান করুন..."
শায়খ দুআ শেষ করার আগেই যুবক বাধা দিয়ে বলল, "প্লিজ, প্লিজ সম্মানিত শায়খ। থামুন! থামুন!" শায়খ ভাবনায় পড়ে গেলেন যে তিনি ভুলভাল কিছু বললেন কী না।
যুবকটি জবাব দিল, "আমি যে মেয়ের প্রেমে পড়েছি তার নাম নূর।"
শায়খ এটি শুনে এতটাই হাসতে থাকেন যে তাকে প্রোগ্রাম বন্ধ করে ব্রেকে যেতে হন।🙂

05/10/2024

শেক্সপিয়ারিয়ান টুইস্ট..
বাংলাদেশ ব্রিটেনের কাছে পাচারকৃত টাকা ফেরত চেয়ে আবেদন করেছে। সেই চিঠি কার কাছে পৌঁছেছে জানেন?

টিউলিপ সিদ্দিকী! ☠️

আলহামদুলিল্লাহ। হুজুর এই মাত্র বাংলাদেশে পৌঁছেছেন।🤍
02/10/2024

আলহামদুলিল্লাহ।
হুজুর এই মাত্র বাংলাদেশে পৌঁছেছেন।🤍

চবিতে ছাত্রলীগ নেতা তোহাকে বাঁচাতে প্রক্টর অফিসে ছুটে আসলেন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন (লাল পাঞ্জবি)। তোহ...
01/10/2024

চবিতে ছাত্রলীগ নেতা তোহাকে বাঁচাতে প্রক্টর অফিসে ছুটে আসলেন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন (লাল পাঞ্জবি)। তোহা এবং ইয়াসিন আপন দুই ভাই। একজন ছাত্রলীগ করেন এবং অন্যজন ছাত্রদল।

এ দুই সন্তানের মহান পিতা আবার স্থানীয় জামায়াত নেতা।🫠

01/10/2024

'চুল দিবসে' তাদের স্মরণ করছি, যারা সবচেয়ে বেশি দীর্ঘনিঃশ্বাস ফেলে তাদের চুলের দিকে তাকিয়ে! কত্ত সুন্দর চুলের এখন কি বাজে অবস্থা! 😑

30/09/2024

'October' মানে ভারসাম্য। রোমান সম্রাটরা এই মাসকে প্রাচুর্য এবং ক্ষমতার প্রতীক হিসাবে মূল্যায়ন করতো।

অক্টোবরের রঙ সাদা এবং হলুদ। সাদা সততা, বিশুদ্ধতা এবং হলুদ বন্ধুত্ব, ভালবাসার প্রতীক। অক্টোবরের ফুল ম্যারিগোল্ড বা গাঁদা ফুল। গাঁদা ফুলের রঙও হলুদ।

অক্টোবর মাসের '১০' তম সংখ্যা। ১০ হচ্ছে দশমিক এবং সংখ্যা পদ্ধতির ভিত্তি। বাইবেল অনুযায়ী ১০ হচ্ছে কুমারী সংখ্যা। দার্শনিক পীথাগোরাস কোনো প্রার্থনা করার সময় 'তেত্রাক্টিস' আর্চনা করতেন। 'তেত্রাক্টিস' হচ্ছে ১+২+৩+৪=১০।

অক্টোবর মাসে যারা জন্মগ্রহণ করে তাদের মন মনোমুগ্ধকর, রোমান্টিক এবং সহজাত দক্ষতা সম্পন্ন হয়। এইজন্য সহজেই তারা অন্য কারো প্রিয় মানুষ হয়ে যায়।

এই মাসে জন্ম নেওয়া মানুষগুলো সত্যের প্রতি অবিচল থাকে। তাই এরা মানুষের পিছন থেকে পরনিন্দা করে না, সামনা-সামনি সত্য বলতে ভালবাসে।

মিথ্যা আর জালিয়াতি বুঝতে পারার জন্য এদের ষষ্ঠ ঈন্দ্রীয় খুব দ্রুত কাজ করে।

অক্টোবরে জন্ম নেওয়া মানুষগুলো খুব বুদ্ধিমান হয়ে থাকে। যে কোনো সমস্যার সমাধান তারা সহজেই খুঁজে বের করতে পারে। কিন্তু সমাধান প্রয়োগে আলসেমি স্বভাব কাজ করে।

অক্টোবর মাসে জন্ম নেওয়া মানুষেরা খুব আশাবাদী স্বভাবের হয়। যে কোনো বিষয়ে তাদের চিন্তাভাবনা পজেটিভ ভাবাপন্ন হয়। আর একটি কথা মনে প্রাণে বিশ্বাস করে 'নেভার গিভ আপ'।

এই মাসে জন্ম নেওয়া মানুষগুলো সহজেই হতাশাগ্রস্থ হয়ে পড়ে। কারণ তারা নিজের নামে অন্যের সমালোচনা শুনতে একদমই পছন্দ করে না।

এরা সহজেই রাগান্বিত বা ক্ষুব্ধ হয়ে যায়। কারণ তারা অন্য মানুষদের খারাপ ব্যবহার কিছুতেই সহ্য করতে পারে না।

অক্টোবরে জন্ম নেওয়া মানুষগুলো সহজে রাগান্বিত হলেও এরা রাগকে কন্ট্রোল করতে পারে। রগটচা স্বভাবের জন্য অনেকসময় কাছের মানুষদের সাথে খারাপ ব্যবহার করে। আবার সহজেই তাদেরকে কাছে টেনে আনার ক্ষমতা রাখে।

এই মাসে জন্ম নেওয়া মানুষগুলো ব্যক্তিগত মতামতকে বেশী প্রাধান্য দেয়। ফলে যে কোনো সিদ্ধান্তে পৌছাতে ভুল হওয়ার সম্ভাবনা মাত্রাধিক হয়।

এরা সহজেই মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে পারে। আর তাদের কথার দ্বারা সহজেই মানুষকে প্রভাবিত করতে পারে।

নিজস্ব অর্থের পরিমাণ যাই হোক না কেন এরা টাকা-পয়সা দু'হাতে খরচ করতে খুব ভালবাসে। (অপচয়)

অক্টোবরে জন্ম নেওয়া মানুষগুলো অসম্ভব সাইকেডেলিক শক্তি নিয়ে জন্মগ্রহণ করে। এরা চ্যালেঞ্জ নিতে ভালবাসে। এরা মানুষের সাথে প্রতিযোগিতা করে বেঁচে থাকার মানুষ।

এই মাসে জন্ম নেওয়া মানুষদের দেখলে আপনার মনে হবে অনেক মুডি স্বভাবের। কিন্তু তাদের স্বভাব খুবই বন্ধুত্বপূর্ণ।

“Ah, Lovely October, as you usher in the season that awakens my soul, your awesome beauty compels my spirit to soar like a leaf caught in an autumn breeze and my heart to sing like a heavenly choir.”

©

30/09/2024

লুত (আ:) এর স্ত্রী। একজন সমকামী সমর্থকের অবস্থা''🙂

লুত (আঃ) এর স্ত্রী কিন্তু সম*কামি ছিলেন না, কিন্তু লিবারেল ছিলেন, সম*কামিতার প্রতি তার সমর্থন ছিল। তিনি তাদেরও অধিকারের স্বীকৃতি দিতেন। ফলাফল, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন।।

কেবল জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন।

যুগে যুগে লুত (আ:)এর স্ত্রী ধারা আল্লাহ তায়ালা শিক্ষা দিবেন এই জাতি কে সম*কামিতা এবং এসব সমর্থন কারিদের
আল্লাহ সবাই কে বুজবার তৌফিক দান করুক আমিন🤲

゚viralシ゚v

লুত (আ:) এর স্ত্রী। একজন সমকামী সমর্থকের অবস্থা''🙂লুত  (আঃ) এর স্ত্রী কিন্তু সম*কামি ছিলেন না, কিন্তু লিবারেল ছিলেন, সম*...
30/09/2024

লুত (আ:) এর স্ত্রী। একজন সমকামী সমর্থকের অবস্থা''🙂

লুত (আঃ) এর স্ত্রী কিন্তু সম*কামি ছিলেন না, কিন্তু লিবারেল ছিলেন, সম*কামিতার প্রতি তার সমর্থন ছিল। তিনি তাদেরও অধিকারের স্বীকৃতি দিতেন। ফলাফল, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন।।

কেবল জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন।

🥲🫢
30/09/2024

🥲🫢

They're so adorable.😫🤍
28/09/2024

They're so adorable.😫🤍

26/09/2024

এটা বৃষ্টি না ভাই এটা HAMSTER KOMBAT এ কাজ করা কর্মীদের সাফল্যের চোখের পানি।🥹🐸

26/09/2024

আলহামদুলিল্লাহ 🔥
Hamster থেকে ২০,০০০০০ টাকা পাইছি।
এক বছরের কষ্ট স্বার্থক হয়েছে। অনেক লোক ট্রল করেছিলেন আমাকে নিয়ে। কিন্তু আমি নিজের লক্ষ্য থেকে সরে আসে নি।

ধন্যবাদ hamster আমার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য ⭐

(সোর্স কমেন্টে)

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque it's Anu's publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager