25/04/2025
বাংলাদেশের পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ উদ্যোগে “মাস গেদারিং ফর প্যালেস্টাইন”!
আসছে ২৬শে এপ্রিল, রোজ শনিবার, অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী মাহফিল—যেখানে দেশের শীর্ষ আলেম-উলামা, পীর-মাশায়েখগণ একত্রিত হবেন ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই-বোনদের জন্য ঐক্য ও সহমর্মিতা প্রকাশে।
এই ঐতিহাসিক জমায়েত আমাদের জানিয়ে দিচ্ছে—ফিলিস্তিন শুধু মধ্যপ্রাচ্যের ইস্যু নয়, এটি আমাদের ঈমানের অংশ।
আসুন, আমরা সকলে এই উদ্যোগে শরিক হই—দোয়ায়, প্রচারণায় এবং উপস্থিতিতে।