কবিতা-poem

কবিতা-poem জিহ্বায় উচ্চরিত প্রতিটা সত্য শব্দ কবিতা,কর্ষিত জমির প্রতিটা শষ্য দানাও কবিতা♥️♥️kr♥️♥️

28/05/2025
একটা তুমির গল্প (পুর্নাঙ্গ)
30/09/2024

একটা তুমির গল্প (পুর্নাঙ্গ)

30/09/2024

🫶

30/09/2024

অসাধারণ....

30/09/2024

"ইকনোমিক্স কবিতা"

তোমার ভালোবাসা চাওয়াটা
সব সময়ই প্রান্তিক ছিল ৷
অতিরিক্ত এক একক ছলা-কলার বিনিময়ে
যে পরিমান লাইক পেতে,
ঐটুকুতেই সন্তুষ্ট থাকতে তুমি ৷
কিন্তু আমি চাইতাম-
তুমি ক্রমবর্ধমান হারে
আমার থেকে ভালোবাসা নাও,
আমি যথা সম্ভব
তোমার জন্য
দীর্ঘকালীন ফার্মের মাধ্যমে
সকল উপকরণ পরিবর্তন করে
অধিক পরিমানে ভালবাসা উৎপাদন
করবো ৷
অথচ তুমি শুধু
রিকার্ডোর খাজনা তত্ত্বের মতো
প্রান্তিক জমি খুঁজতে,
যেখানে খাজনার পরিমান
অতি সামান্য
অথবা নেই বললেই চলে ৷
আমি তোমাকে নিরপেক্ষ রেখার মতো
জীবনের প্রতিটি ক্ষেত্রে
সমান উপযোগ দিতে চেয়েছিলাম,
কিন্তু তুমি আমায়
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক ভেবে
ভুল বুঝতে সর্বদা-
যেখানে একটি উপকরণ বরাবরই স্থির ৷
শেষে যখন
সমউৎপাদন ও সমখরচ রেখার সাহায্যে
সর্বোচ্চ ভালবাসা উৎপাদন করলাম আমি,
তখনি অয়েলারের উপপাদ্যের মতো
আমার সমস্ত চাওয়া-পাওয়া কে
নিঃশেষিত করে দিয়ে
চলে গেলে; বহুদূরে ৷
অতঃপর আমি স্বাভাবিক মুনাফার মতো
শুন্য হাতে ফিরে এলাম,
তুমি গড় ব্যায় রেখাসহ
অস্বাভাবিক মুনাফার উদ্দেশ্যে
ছুটে গেলে অন্য কোথাও৷
বল্টু
আজ জানতে ইচ্ছে করে,
বড্ড ইচ্ছে করে জানতে-
হিক্সের পরিবর্তক প্রভাবের দরুণ
পেয়েছো কি
তোমার মনের মতো
অন্য কোন ভারসাম্যবস্থা?
যেখানে তুমি আমি
দু'জন আলাদা দু'টো নিরপেক্ষ রেখা-
যারা কখনো পরস্পর কে ছেদ করে না,
করবেও না কোনদিন!!

Adresse

Dhaka Ro Kuakata
Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque কবিতা-poem publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager