04/04/2025
রাঙ্গাবালী উপজেলার নিজ হাওলা গ্রামের মোঃ শহিদুলের পরিবার। ৩৮ বছর বয়সী শহিদুল পেশায় একজন দিনমজুর। তার পরিবারে সদস্য সংখ্যা ৪ জন, যার মধ্যে তার স্ত্রী বাক প্রতিবন্ধী এবং দুই ছেলে— মোঃ শামিম (৯) ও মোঃ বাজু (৭)। জীবিকার জন্য তারা কঠোর পরিশ্রম করে, তবে তাদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন।
এছাড়া, শহিদুলের পরিবারটি এমন একটি এলাকায় বাস করছে, যেখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। ডিজিটাল যুগে এসেও তাদের ঘরে আলো নেই, এবং রাতের বেলায় কেরাসিনের ল্যাম্প (কুপি) ও মোম বাতির আলোতে জীবন যাপন করতে হয়। এই অন্ধকারে সন্তানরা পড়াশোনা করতে কষ্ট পায়, কারণ প্রয়োজনীয় আলো নেই।
এছাড়া, তাদের বাড়ি নদীর কিনারায় অবস্থিত, যার কারণে প্রতিবছর বন্যার শিকার হতে হয়। বর্ষাকালে নদী উপচে পড়ে এবং বাড়ির আশপাশে পানি চলে আসে। ফলে, বন্যার সময় তাদের জীবন বিপন্ন হয়ে পড়ে, কারণ তাদের কোনো নিরাপদ আশ্রয় নেই এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকে।
#যুব_ফোরাম_রাঙ্গাবালী