26/08/2025
কেন জানি মনে হচ্ছিল,
এই ‘মঙ্গলবার’ ছিলো এমন এক মুহূর্ত,
যা ঘটে গেছে, অথচ কখনো ঘটার ছিলো না।
হয়তো তুমি ফিরে আসবে কোন এক মঙ্গলবার,
কিন্তু আমায় আর খুঁজে পাবে না—
কেননা আমি হারিয়ে যাবো সময়ের ঘূর্ণিপাকে,
তুমি ভালো থেকো,
ভালো থেকো আমার অপ্রাপ্তি, মঙ্গলবার।
✍️লেখক:-সুয়াইব মোহাম্মদ নাহিদ
🎤আবৃত্তি:-জুনা ঈদ
২৬শ,আগস্ট,২০২৫ইং।