Lakshmipur Zila Hifz লক্ষ্মীপুর জেলা হিফয পরিষদ

Lakshmipur Zila Hifz লক্ষ্মীপুর জেলা হিফয  পরিষদ 🌙 হিফয মাদরাসা, শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের জন্য তথ্যভাণ্ডার
📖 হিফয বিষয়ক রিসোর্স, মোটিভেশনাল পোস্ট ও কুইজ
🕌 জেলা পর্যায়ে হাফেজদের সংযুক্তির একটি প্রয়াস

❤️ তুমি যদি হিফয পড়ো:🕋 “وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ”📖 সূরা আল-কামার: আয়াত ১৭📚 আজকের ...
05/08/2025

❤️ তুমি যদি হিফয পড়ো:

🕋 “وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ”
📖 সূরা আল-কামার: আয়াত ১৭

📚 আজকের শিক্ষা:

🔸 আল্লাহ নিজেই কুরআন মুখস্থ করাকে সহজ করে দিয়েছেন।
🔸 তাই যদি আজ ভুল হয়েও তুমি বারবার চেষ্টা করো – তুমি হেরে যাওনি।
🔸 মনে রেখো, হিফযের পথে পরিশ্রমই তোমার সবচেয়ে বড় সফলতা।

❤️ তুমি যদি হিফয করো:

🔹 প্রতিদিন ৫ মিনিট হলেও আয়াত পড়ো
🔹 নিজেকে বলো: “আল্লাহ আমায় সহজ করে দিচ্ছেন!”
🔹 হতাশ হইও না – ভুল ঠিক করাও হিফযের একটা অংশ

📌 #আজকের_আয়াত |
📢 পোস্টটি শেয়ার করে হিফয ছাত্রদের অনুপ্রেরণা দিন

ধন্যবাদ ছাত্রদের এত সুন্দর বিনোদন দেওয়ার জন্য৷ 🤬
13/07/2025

ধন্যবাদ ছাত্রদের এত সুন্দর বিনোদন দেওয়ার জন্য৷ 🤬

🔵 চাঁদপুর-ঢাকা নৌ-পথে যাতায়াত করেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য! নৌ-যাত্রীদের সুবিধার্থে তুলে ধরা হলো ঢাকা-চাঁদপুর রুটের...
09/07/2025

🔵 চাঁদপুর-ঢাকা নৌ-পথে যাতায়াত করেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য! নৌ-যাত্রীদের সুবিধার্থে তুলে ধরা হলো ঢাকা-চাঁদপুর রুটের আপডেট সময়সূচি।

🔁 ঢাকা থেকে চাঁদপুর:
✅ সকাল ৬:০০ – ইমাম হাসান
✅ সকাল ৭:২০ – সোনারতরী-১
✅ সকাল ৮:০০ – অগ্রদূত প্লাস
✅ সকাল ৮:৩৫ – বোগদাদিয়া-৭
✅ সকাল ৯:১৫ – আব এ জম জম-১ (অনিয়মিত)
✅ সকাল ৯:৫০ – মিতালী-৭
✅ সকাল ১০:২৫ – ঈগল-৮ / আওলাদ-৬
✅ সকাল ১১:০০ – ইমাম হাসান-৭
✅ সকাল ১১:৪৫ – ইমাম হাসান-২
✅ দুপুর ১২:৩০ – ময়ূর-২
✅ দুপুর ১২:০০ _ রফ রফ
✅ দুপুর ১:৩০ – ময়ূর-১০
✅ দুপুর ২:৩০ – ঈগল-৪
✅ বিকাল ৩:৩০ – আল বোরাক
✅ বিকাল ৪:৩০ – ঈগল-৩
✅ বিকাল ৫:৩০ – সোনারতরী-৩
✅ বিকাল ৬:৩০ – বোগদাদিয়া-৮ / ঈগল-৯
✅ সন্ধ্যা ৭:৪৫ – সোনারতরী-৪ / জামাল-১
✅ রাত ৯:৪০ – —
✅ রাত ১০:৪০ – বোগদাদিয়া-১৩
✅ রাত ১১:৩০ – আব এ জম জম-৭
✅ রাত ১২:০০ – রফ রফ-২

---

🔁 চাঁদপুর থেকে ঢাকা:
✅ সকাল ৬:০০ – সোনারতরী-৪ / জামাল-১
✅ সকাল ৭:২০ – সোনারতরী-৩
✅ সকাল ৮:০০ – ঈগল-৭ (অনিয়মিত)
✅ সকাল ৯:০০ – ঈগল-৩
✅ সকাল ৯:৩০ – আল বোরাক
✅ সকাল ১০:০০ – ঈগল-৯ / বোগদাদিয়া-৮
✅ সকাল ১০:৪০ – বোগদাদিয়া-১৩
✅ সকাল ১১:৩০ – (অনিয়মিত)
✅ দুপুর ১২:০০ – রফ রফ-২
✅ দুপুর ১:০০ – আব এ জম জম-৭
✅ দুপুর ২:০০ – অগ্রদূত প্লাস
✅ বিকাল ৩:৪০ – সোনারতরী-১
✅ বিকাল ৫:০০ – বোগদাদিয়া-৭
✅ বিকাল ৬:০০ – ইমাম হাসান-৭
✅ সন্ধ্যা ৭:০০ – ইমাম হাসান
✅ রাত ১০:০০ – মিতালী-৭
✅ রাত ১০:২০ – আব এ জম জম-১ (অনিয়মিত)
✅ রাত ১১:১০ – ইমাম হাসান-২
✅ রাত ১১:৩০ – ঈগল-৪
✅ রাত ১২:১৫ – ময়ূর-১০
✅ রাত ১২:৩০ – ময়ূর-২

📌 নোট: সময়সূচী যাত্রী চাপ ও আবহাওয়ার উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে।
📤 আপনি/আপনার পরিবার/স্বজন'রা যদি লঞ্চে যাতায়াত করে, তাদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

#চাঁদপুর #ঢাকা #লঞ্চসার্ভিস #নৌপথ

নিঃশ্বাস বন্ধ হওয়া মাত্রই আপনি মূল্যহীন! গতকালকেও তার মূল্য ছিল ৪০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে প্রায় ৫৭৫ কোটি টাকা! আর আজক...
08/07/2025

নিঃশ্বাস বন্ধ হওয়া মাত্রই আপনি মূল্যহীন!
গতকালকেও তার মূল্য ছিল ৪০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে প্রায় ৫৭৫ কোটি টাকা!
আর আজকে? শূণ্য।
দুনিয়া কতটা ক্ষণস্থায়ী। মৃ-ত্যু আমাদের কত সন্নিকটে। আমাদেরও একদিন এভাবে চলে যেতে হবে। বয়স কম হলেই অনেকদিন বাঁচবো এই ধারণাতো ধোঁকা মাত্র।

এই লোক আমার বোখারীর ওস্তাদ—এটা ভাবতেই আমার লজ্জা হয়।উনার এই একটা বক্তব্য শুনে যারা অবাক হয়েছেন, তাদের বলছি—জি/হা/দ নিয়ে ...
08/07/2025

এই লোক আমার বোখারীর ওস্তাদ—এটা ভাবতেই আমার লজ্জা হয়।
উনার এই একটা বক্তব্য শুনে যারা অবাক হয়েছেন, তাদের বলছি—জি/হা/দ নিয়ে উনার চুলকানি অনেক পুরনো এবং হাই লেভেলের।
উনি এটা সহ্যই করতে পারেন না। A+ফ*গা/ন যখন বিজয়ী হয়, তখন উনি বিবিসি বাংলায় একটা সাক্ষাৎকার দেন। আমি তখন ভিতরে বসে বিবিসির খবর শুনছিলাম।
উনি ইচ্ছেমতো বিরোধিতা করছিলেন এবং আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন—বাংলাদেশেও নাকি অনেক তা+লি/ব*
দের মতো উৎসাহিত হবে।

অথচ, তিনি পড়ান কিতাবুল মাগাজি!

আমি যখন ভিতর (কা+রা*গার) থেকে বের হয়ে প্রথমবার বারিধারা গিয়েছিলাম, তখন উনি আমাকে সরাসরি বলেছিলেন—
“তোমরা যারা জে/লে গিয়েছো, সকলের তাওবা করা উচিত। ইবনে শায়খুল হাদিস সহ সবাই তোমরা হাসিনার বিরুদ্ধে গিয়ে অনেক বড় ভুল করেছো।”

এবং তখন তিনি আওয়ামী লীগের পক্ষে যায়,(আলেমদের) বিপক্ষে এমনসব কথা নিয়মিত বলতেন।

ঐ দিনের পর আমি বারিধারা গিয়ে কখনও উনার সাথে দেখা করিনি।
আল্লাহ তায়ালা হেদায়েত দান করুন!

রফিকুল ইসলাম মাদানি

ভূলুয়া বিধৌত এ জনপদের প্রিয় অধিবাসীগণ!আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ!!ভূলুয়া নদী খনন না হওয়ায় আমাদের সংকটের কথা...
08/07/2025

ভূলুয়া বিধৌত এ জনপদের প্রিয় অধিবাসীগণ!
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ!!

ভূলুয়া নদী খনন না হওয়ায় আমাদের সংকটের কথা আপনারা সকলেই অবগত আছেন।

গতবছর স্বরণকালের ভয়াবহ বন্যায় আমরা প্রায় ৪৫ দিন
পানিবন্দী ছিলাম।
ধ্বংস হয়ে গেছে প্রান্তিক কৃষকদের বেঁচে থাকার মূল অবলম্বন সোনালী ফসল।
গবাদিপশু নিয়ে আমাদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।

প্রিয় এলাকাবাসী!
এবারও আমাদের কে চোখ রাঙাচ্ছে একই পরিস্থিতি।
বর্ষা শুরু না হতেই আমরা এখন একরকম পানিবন্দী।
কৃষক তাঁর ধান-বীজ লাগানোর জন্য পাচ্ছে না কোন শুকনো ভূমি।

বারবার মানববন্ধন, মিছিল-মিটিং এর পরও যেহেতু সরকারিভাবে ভূলুয়া নদী খননের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না,
তাই এবার আমরা জনগণের অর্থায়নে, জনগণ কে সাথে নিয়ে আগামী ৭/৭/২৫ ইং রোজ সোমবার সকাল আটটায় ভেকু দিয়ে ভূলুয়া খনন কার্যক্রম শুরু করতে চাই!

প্রশাসন কে অবগত করার লক্ষ্যে আগামী ৬/৭/২৫ ইং রোজ রবিবার সকাল নয়টার চরলরেঞ্চ বাজার থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে ডিসি লক্ষ্মীপুরের সাথে দেখা করতে চাই।

এ বিষয়ে আজ সন্ধ্যা ৭টায় আউলিয়ানগর পীর সাহেব হুজুরের মাদ্রাসায় "জরুরী পরামর্শ" সভার আয়োজন করা হয়েছে।

দল-মত নির্বিশেষে আপনারা সকলে উপস্থিত হয়ে এ পরামর্শ সভাটি সফল করবেন আশাকরি।

সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের।

সকলের দাওয়াত  রইল৷
26/03/2025

সকলের দাওয়াত রইল৷

আগামী ২৫ রমাদান লক্ষ্মীপুর জেলার ১০০ জন হাফেজ সাহেব কে নিয়ে নুর জাহান হোটেলে সাহরী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ (স্পন্সা...
17/03/2025

আগামী ২৫ রমাদান
লক্ষ্মীপুর জেলার ১০০ জন হাফেজ সাহেব কে নিয়ে নুর জাহান হোটেলে সাহরী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে৷
(স্পন্সার) হিসেবে আপনার প্রিয় ব্যক্তিকে সাজেস্ট করুন৷

বুকে থাকলেই সবাই আপন হয় না,,বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে।অতএব,কাউকে বুকে জড়ানোর আগে তাকে নিয়ে ভাবেন,, তার সম্পর্কে ...
18/02/2025

বুকে থাকলেই সবাই আপন হয় না,,
বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে।
অতএব,
কাউকে বুকে জড়ানোর আগে তাকে নিয়ে ভাবেন,, তার সম্পর্কে জানুন..!!

12/01/2025

ভালো মানের বেতনে নোয়াখালী জেলার জন্য অতি দ্রুত ১ জন হুফফাজের ট্রেনিং প্রাপ্ত হাফেজ সাহেব প্রয়োজন । ঢাকার ভিতরের হাফেজ সাহেব হলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ । আগ্রহী হাফেজ সাহেবগণ দ্রুত এই 01877 764242 হোয়াটসঅ্যাপ নাম্বারে হুফফাজ ট্রেনিংয়ের ১কপি সনদের ছবি, আপনার বায়োডাটা এবং খালি মুখে ২/৩টি ভিডিও তেলাওয়াত পাঠাবেন ইনশাআল্লাহ । তেলাওয়াতের মান ভালো হলে, ইনশাআল্লাহ অবশ্যই আপনার সাথে আমরা দ্রুতই যোগাযোগ করবো ইনশাআল্লাহ ।

12/01/2025

একজন হাফেজ সাহেব শিক্ষক প্রয়োজন লক্ষীপুর জেলায় 01745842553

12/01/2025

লক্ষীপুর মটকা মসজিদ সংলগ্ন.. কাসেমুল উলূম হিফয মাদ্রাসার জন্য জরুরিতে ভিত্তিতে একজন দক্ষ হিফয শিক্ষক প্রয়োজন... অজিফা আলোচনা সাপেক্ষ... আগ্রহী উক্ত নাম্বারে যোগাযোগ করুন.... +880 1812-994823

Adresse

Democratic Republic Of The
লক্ষ্মীপুর সদর

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Lakshmipur Zila Hifz লক্ষ্মীপুর জেলা হিফয পরিষদ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager