
26/07/2025
৩ সন্তানের জননী ৪০ বছরের নানী ১৭ বছরের কিশোর নাতীর হাত ধরে পাড়ি দিয়েছিল অজানার উদ্দেশ্যে। বিভিন্ন স্থানে ঘুরে দুই সপ্তাহ পরে কুষ্টিয়ায় এসে পুলিশের হাতে ধরা খেয়েছে।
নানী তাসলিমা খাতুন ও কিশোর মেহেদী হাসান সম্পর্কে তারা নানী ও নাতী। তারা পালানোর পর এ প্রেমকাহিনী ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। শেষমেশ সেই আলোচিত জুটির পালিয়ে বেড়ানো থামলো কুষ্টিয়ার পুলিশ। তারা ঝিনাইদহের কালীগঞ্জের বাবরা গ্রামের বাসিন্দা।