04/04/2025
"শেষ চুমু" ২ পব
তামান্না আর আরিফের ভালোবাসা ছিল ঠিক সেই গল্পের মতো, যেখানে দুটি হৃদয় একসঙ্গে হাসত, কাঁদত, স্বপ্ন দেখত। তারা একসঙ্গে বৃষ্টিতে ভিজেছে, রাত জেগে তারা দেখেছে, ছোট ছোট বিষয়ে অভিমান করেছে, আবার একসঙ্গে কফির কাপে ভাগ বসিয়েছে।
কিন্তু সময় যেন হঠাৎ করেই নিষ্ঠুর হয়ে গেল।
তামান্না একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, তার ক্যানসার হয়েছে। ডাক্তাররা বেশি আশা দিতে পারল না।
আরিফ ভেঙে পড়েছিল, কিন্তু তামান্না হাসিমুখে বলেছিল, "তুমি তো আমায় চিরকাল ভালোবাসবে, তাই না?"
তারপর থেকে আরিফ প্রতিদিন হাসপাতালে আসত, তার হাতে হাত রেখে বসে থাকত।
সেই শেষ রাতে, হাসপাতালের বিছানায় শুয়ে তামান্না ক্লান্ত গলায় ফিসফিস করে বলল, "আমাকে একবার জড়িয়ে ধরো, শেষবারের মতো..."
আরিফ কোনো শব্দ না করে, চোখের পানি আটকে রেখে তামান্নাকে আলতো করে জড়িয়ে ধরল। তার ঠোঁট ছুঁয়ে দিল তামান্নার কপাল।
তামান্না মৃদু হাসল, চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল। তার গলায় কাঁপুনি ধরে গেল, বলল, "এটাই আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত..."
কয়েক সেকেন্ড পরই তার হাতটা আস্তে আস্তে শিথিল হয়ে গেল।
আরিফ তার বুকের মধ্যে চেপে ধরল তামান্নার নিস্তব্ধ দেহ। কান্না চেপে রাখতে পারল না।
তারপর অনেক বছর পেরিয়ে গেছে...
আজও বৃষ্টি হলে, রাতের আকাশে তারা ঝলমল করলে, আরিফ অনুভব করে— তামান্না তার কাছেই আছে, এক শ্বাসের দূরত্বে...