
18/07/2025
বাবার হাত দুটো শুধু হাত নয়,
এগুলো হলো ত্যাগ, কষ্ট আর ভালোবাসার জীবন্ত প্রমাণ।
এই হাতেই লুকিয়ে আছে হাজারো দিনের রোদে পুড়া, ঘামে ভেজা কঠিন পরিশ্রমের ছাপ।
এই হাতেই গড়ে উঠেছে আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ।
👨👧👦 বাবার হাসির পেছনে লুকিয়ে থাকে শত কষ্টের গল্প।
তবুও তিনি মুখে হাসি রেখে ছায়া হয়ে পাশে থাকেন… সবসময়।
❤️ তাই কখনো বাবার কষ্ট ভুলে যেও না।
সবসময় সম্মান করো তাঁর সংগ্রামকে।
কারণ তিনি না থাকলে আজ আমরা এতদূর আসতেই পারতাম না।