বাগমারা একতা বন্ধন

বাগমারা একতা বন্ধন সমাজ কে সুন্দর করে সাজাতে চাই তাহলেই একটি দেশ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ ✊

বাবার হাত দুটো শুধু হাত নয়,এগুলো হলো ত্যাগ, কষ্ট আর ভালোবাসার জীবন্ত প্রমাণ।এই হাতেই লুকিয়ে আছে হাজারো দিনের রোদে পুড়া, ...
18/07/2025

বাবার হাত দুটো শুধু হাত নয়,
এগুলো হলো ত্যাগ, কষ্ট আর ভালোবাসার জীবন্ত প্রমাণ।

এই হাতেই লুকিয়ে আছে হাজারো দিনের রোদে পুড়া, ঘামে ভেজা কঠিন পরিশ্রমের ছাপ।
এই হাতেই গড়ে উঠেছে আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ।

👨‍👧‍👦 বাবার হাসির পেছনে লুকিয়ে থাকে শত কষ্টের গল্প।
তবুও তিনি মুখে হাসি রেখে ছায়া হয়ে পাশে থাকেন… সবসময়।

❤️ তাই কখনো বাবার কষ্ট ভুলে যেও না।
সবসময় সম্মান করো তাঁর সংগ্রামকে।
কারণ তিনি না থাকলে আজ আমরা এতদূর আসতেই পারতাম না।

আলহামদুলিল্লাহ আজ বাগমারা একতা বন্ধনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে একজন খুবই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাগমারা এক...
15/07/2025

আলহামদুলিল্লাহ আজ বাগমারা একতা বন্ধনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে একজন খুবই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাগমারা একতা বন্ধন। তাকে যতটুকু সম্ভব হয়েছে বাগমারা একতা বন্ধন সাহায্যের হাত বাড়িয়েছে। আমাদের এই কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আপনার আশে পাশের অসহায় মানুষের পাশে দাঁড়ান, অথবা আমাদের খোঁজ দিন বাগমারা একতা বন্ধন নিজ দায়িত্বে তাদের বাসায় খাবার পৌঁছে দিবে ইনশাআল্লাহ।

15/07/2025

বাগমারা একতা বন্ধনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় উৎযাপন করছি সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী। যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও একতাই আমাদের শক্তি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
বাগমারা একতা বন্ধন
#বাগমারা_একতা_বন্ধন

15/07/2025

✨ বাগমারা একতা বন্ধন এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা ✨

আজ আমরা উদযাপন করছি বাগমারা একতা বন্ধনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী। এই সময়টা ছিল একতার অটুট বন্ধনের প্রমাণ, যেখানে আমরা সকলে মিলে বাগমারার উন্নয়ন ও সমৃদ্ধির পথে একসাথে কাজ করে যাচ্ছি।
আমাদের এই সংগঠন শুধু একটা নাম নয়, এটি আমাদের মানুষের ঐক্য, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। আগামী দিনগুলোতেও আমরা একত্রে থেকে আমাদের এলাকার শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক কার্যক্রমে নতুন উচ্চতা স্পর্শ করবো ইনশাআল্লাহ।

আসুন, সবাই মিলে হাত বাড়িয়ে দিন বাগমারাকে এগিয়ে নেবার, যেখানে কেউ পিছিয়ে থাকবে না, সবাই থাকবে উন্নতির আলোয় আলোকিত।

বাগমারা একতা বন্ধন – একতা আমাদের শক্তি, ঐক্য আমাদের ভবিষ্যৎ।
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে।

#বাগমারা_একতা_বন্ধন #প্রতিষ্ঠাবার্ষিকী

10/07/2025

এস এস সি ও সমমান পরিক্ষায় উর্ত্তীন্ন শিক্ষার্থীদের বাগমারা একতা বন্ধন এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের বলবো ভেঙ্গে পড়ো না নিজেকে নতুন করে আবিস্কার করো।

আলহামদুলিল্লাহ বাগমারা একতা বন্ধন এর আর একটি কাজ সম্পন্ন হয়েছে। আনন্দ বাজার  নতুন মাদরাসায় একটি ফ্যানের প্রয়োজন ছিল সেই ...
09/07/2025

আলহামদুলিল্লাহ বাগমারা একতা বন্ধন এর আর একটি কাজ সম্পন্ন হয়েছে। আনন্দ বাজার নতুন মাদরাসায় একটি ফ্যানের প্রয়োজন ছিল সেই প্রেক্ষিতে বাগমারা একতা বন্ধন ✊ এর উদ্যোগে ফ্যান কিনে দেওয়া হয়েছে। বাগমারা একতা বন্ধন সব সময় তাদের পাশে আছে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ বাগমারা একতা বন্ধন এর পক্ষ থেকে রবিউল ভাইয়ের মায়ের জন্য সামান্য খাবার সামগ্রী উপহার। এর মধ্যে ছিল ১.চাল ১...
07/07/2025

আলহামদুলিল্লাহ বাগমারা একতা বন্ধন এর পক্ষ থেকে রবিউল ভাইয়ের মায়ের জন্য সামান্য খাবার সামগ্রী উপহার। এর মধ্যে ছিল
১.চাল ১ বস্তা
২.দুই লিটার তেল
৩.এক ট্রে ডিম
৪.ডাউল-১ কেজি
৫.চিনি ১ কেজি
৬.লবন ১ কেজি
৭.হুইল পাউডার
৮.মসলা
৯.নারিকেল তেল
১০.সাবান
১১.দুই কেজি আটা
১২.আলু ৪ কেজি
১৩.ব্রয়লার।
আপনাদের আশে পাশে কোন অসহায় পরিবার থাকলে আমাদের বাগমারা একতা বন্ধন কে জানাবেন,ইনশাআল্লাহ আমরা সাধ্যমত চেষ্টা করব তাদের ঘরে খাবার পৌঁছে দিতে ।

বাগমারা একতা বন্ধন এর উদ্যোগে মৎস্য বিপণন করা হয়। সকলের জন্য এই মাছ উন্মুক্ত থাকবে একটা নির্ধারিত সময় পর থেকে। স্থান :কা...
04/07/2025

বাগমারা একতা বন্ধন এর উদ্যোগে মৎস্য বিপণন করা হয়। সকলের জন্য এই মাছ উন্মুক্ত থাকবে একটা নির্ধারিত সময় পর থেকে।
স্থান :কালি বাড়ি মাঠ। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

04/07/2025
02/07/2025

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

আমাদের বাগমারা একতা বন্ধনের সক্রিয় সদস্য Sk Rasel কে প্রথম কন্যা সন্তানের আগমনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন অতিথির আগমন তার পরিবারে নিয়ে আসুক সুখ, শান্তি ও অফুরন্ত আনন্দ।

আল্লাহ্‌র অশেষ রহমতে ছোট্ট পরী ও তার মায়ের সুস্থতা কামনা করছি।

— বাগমারা একতা বন্ধন পরিবার🖤

30/06/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আপনারা জানেন, বাগমারা একতা বন্ধন একটি নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা বাগমারার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির কোনও নির্দিষ্ট আর্থিক উৎস না থাকলেও কিছু উদার মনের সদস্যের স্বেচ্ছাশ্রম এবং প্রবাসী ভাইদের অনুদানেই পরিচালিত হচ্ছে আমাদের সকল সামাজিক ও মানবিক কার্যক্রম।

প্রতিষ্ঠার পর থেকে আমরা চেষ্টা করেছি—সমাজের প্রয়োজনে পাশে থাকতে, দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে। এ ধারাবাহিকতায় আজ বাগমারা একতা বন্ধন জনসাধারণের ভালোবাসা ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। বাগমারার মানুষ জানেন—এই সংগঠন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

সাম্প্রতিক সময়ে আমাদের কাছে দুটি মানবিক আবেদন এসেছে। বরাবরের মতো এবারও আমরা চেষ্টা করবো—আমাদের সাধ্যমতো পাশে দাঁড়াতে।

০১. প্রথম আবেদনটি দেলবার সাহেবের পরিবার সম্পর্কে।
কিছুদিন আগে তার প্রিয় নাতি অনিক মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব প্রায়। অনিকের মৃত্যুর পর পরিবারটি আর্থিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে—তাদের এখন প্রতিদিন তিন বেলা খাবার জোগাড় করাটাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এই সংকটময় মুহূর্তে তারা বাগমারা একতা বন্ধন-এর কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছেন। আমাদের প্রত্যাশা—আমরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেলবার সাহেবের পরিবারের পাশে দাঁড়াবো এবং এই মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসবো।
০২.
আনন্দ বাজার রওযাতুল হেরা মাদ্রাসা একটি নতুন প্রতিষ্ঠিত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পথচলা শুরু করলেও, প্রতিষ্ঠানটি এখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

বর্তমানে এই মাদ্রাসায় ক্লাস পরিচালনার জন্য প্রয়োজনীয় ফ্যানের সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড গরমে ছাত্র-ছাত্রীরা অস্বস্তিকর পরিবেশে পাঠগ্রহণ করছে, যা তাদের স্বাস্থ্য ও পড়াশোনার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এই মুহূর্তে অতি জরুরি ভিত্তিতে ২টি ফ্যান প্রয়োজন।
আপনাদের সামান্য সহযোগিতাও হতে পারে এই শিক্ষার্থীদের জন্য অনেক বড় স্বস্তির কারণ।

আসুন, ইসলামি শিক্ষার এই পবিত্র অঙ্গনে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
আল্লাহর সন্তুষ্টির আশায় আপনি হতে পারেন একজন দানবান ও পুণ্যবান সহায়তাকারী।

নিবেদক
বাগমারা একতা বন্ধন
আপনার সহায়তা পাঠাতে পারেন আমাদের সংগঠনের মাধ্যমে।
বিকাশ/ নগদ
01879617808

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque বাগমারা একতা বন্ধন publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager