
01/08/2025
চাঁদার টাকায় মোটরসাইকেল ক্রয় করে অপু!
গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম ওরফে অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারের পর অপুর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে পুলিশ। অপুর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহামাম্মদপুরের নবীনগর হাউজিং এর ১ নম্বর রোডের ২১ নম্বর বাসা থেকে চাঁদার টাকায় কেনা ছবির মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। ইয়ামাহা এফ জেড- এক্স ব্রান্ডের মোটরসাইকেলটি তিন লাখ সাত হাজার টাকা দিয়ে ক্রয় করে অপু। এমন তথ্য জানিয়েছে।