1 Minute With Mitu

1 Minute With Mitu আমার ভাঙাচোরা আঙিনায় আপনাকে স্বাগত ☕

29/10/2025

গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিটিং চলতেছে 🥱 কোন এলাকা হইতে পারে?! 🤔

゚ .

28/10/2025

রাতের অন্ধকারে এটা কিসের চোখ?😱 বলতে পারবেন?! 🤔

এনটিভির ‘পিএইচপি কোরআনের আলো’ চ্যাম্পিয়ন সাইফুর রহমান ত্বকী আর নেই
28/10/2025

এনটিভির ‘পিএইচপি কোরআনের আলো’ চ্যাম্পিয়ন সাইফুর রহমান ত্বকী আর নেই

আমড়া খাবা?! 😊
28/10/2025

আমড়া খাবা?! 😊

28/10/2025

নখ কুনি বা নখের কুনি সমস্যার সমাধান। এই গাছের উপকারীরা অনেক। পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো।

অনেকেই বলে কুনিপোকা / নখ কুনি ভালো করার ঘরোয়া উপায় / নখের কুনির সহজ উপায়, আকন্দ গাছের ( আকুন্দ পাতার কষের) মাধ্যমে নখ কুনি ভালো হবে।

Ingrown toenail নখকুনি


এই হলো মুসলমানের বাড়ি পূজা। কত ওয়াজ কতো বয়ান কোন মতেই সেই বাপ দাদার পদ্ধতি ভূলতে পারছে না।
28/10/2025

এই হলো মুসলমানের বাড়ি পূজা। কত ওয়াজ কতো বয়ান কোন মতেই সেই বাপ দাদার পদ্ধতি ভূলতে পারছে না।

শুধুমাত্র লিজেন্ডরা বুঝবে, বাকিরা খুজবে 🥱🫡
28/10/2025

শুধুমাত্র লিজেন্ডরা বুঝবে, বাকিরা খুজবে 🥱🫡

শিউলী ফুল ❀  #ফুল
28/10/2025

শিউলী ফুল ❀

#ফুল

28/10/2025

তারেক আংকেল ঠিক আছে 🫡

27/10/2025

ছোট খাটো টেনশন করতে করতে আমি বিরক্ত 🥴

゚viralシ

কামরাঙ্গা ভিটামিন সি সমৃদ্ধ ফল হলেও কামরাঙ্গার বিষাক্ততা সম্পর্কে এতদিন শুধু শুনেছি। নেফ্রলজি ডিপার্টমেন্টে আসার পর নিজ ...
27/10/2025

কামরাঙ্গা ভিটামিন সি সমৃদ্ধ ফল হলেও কামরাঙ্গার বিষাক্ততা সম্পর্কে এতদিন শুধু শুনেছি। নেফ্রলজি ডিপার্টমেন্টে আসার পর নিজ চোখে এর ভয়াবহতা দেখলাম।।
কামরাঙ্গাতে caramboxin নামক এক ধরণের বিষ থাকে।

সাধারণত সুস্থ কিডনি তা দেহ থেকে বের করে দিতে পারে, কিন্তু chronic kidney disease এর রোগীর ক্ষেত্রে তা শরীরে জমা হয়ে রক্তের সাথে মস্তিষ্কে চলে যায়। এই বিষ মস্তিষ্কে যাওয়ার পর যা হতে পারে : _

১) হেঁচকি

২) অবশতা ও দুর্বলতা

৩) বমি বমি ভাব

৪) মানসিক অস্থিরতা

৫) মেন্টাল কনফিউশন

৬) খিঁচুনি এবং সবশেষে

৭) মৃত্যু।

গতকাল যে রোগী আসলো এই সমস্যাগুলোর বেশিরভাগই তার মধ্যে ছিল। এখন শুধু ৭ নং টা বাকি, ICU তে মৃত্যুর সাথে লড়ছেন। নেফ্রলজির রেজিস্ট্রার Dr. Sadik Sadi ভাই কামরাঙ্গার কথা জিজ্ঞেস করার সাথে সাথেই রোগীর আত্মীয় উত্তর দিলেন, হ্যা উনি কিছুদিন আগেই কামরাঙ্গা খেয়েছেন।

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, 'আমার তো কিডনির সমস্যা নাই, তাহলে আমি কি কামরাঙ্গা খেতে পারব?' উত্তর হল : প্রথমত, আপনি হয়তো জানেন না আপনার কিডনিতে কোন সমস্যা আছে কি না; দ্বিতীয়ত, প্রতিরোধই উত্তম পন্থা। জেনেশুনে কেন বিষ খাবেন?

পোস্টটা পড়ে থাকলে নিজে সাবধান হোন

আপনজনকেও এই বিষ থেকে রক্ষা করেন।
-সংগৃহীত

এই ঘর এই সংসার সিনেমার শুটিং চলার সময় ভাই (সালমান শাহ) আমারে হঠাৎ করে বাসায় যেতে বলে কোমরের বেল্ট আনার জন্য। অন্তরে অন্ত...
27/10/2025

এই ঘর এই সংসার সিনেমার শুটিং চলার সময় ভাই (সালমান শাহ) আমারে হঠাৎ করে বাসায় যেতে বলে কোমরের বেল্ট আনার জন্য। অন্তরে অন্তরে সিনেমায় ঘোড়া চালানোর জন্য তার কোমরে ব্যাথা হয়েছিলো। তাই তিনি বেল্ট পড়তেন।

আমি বাসায় গিয়ে দেখি মেইন দরজা খোলা। ভাবি, ভাবি ডাকতে ডাকতে আমি বেড রুমের সামনে গেলে উনি দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। তখন আমি খেয়াল করি উনার শরীরে একটা সুতাও নাই।

আমি বলি ভাবি ভাই'র বেল্ট নিতে আসছি। ওয়াশরুমের দরজার ওপাশ থেকে ভাবি আমারে বলে টেবিলের ওপর আছে নিয়ে যা।

লিফ্ট দিয়ে নামার সময় আমি চিন্তা করছিলাম ভাই বাসায় নাই, ভাবি এই অবস্থায় কেন? আমার মনে সন্দেহ হলেও কথাটা আমি ভাই কে বলতে পারি নাই। বললে হয়তো ভাই শুটিং ফেলে চলে আসতো। ভাবির সঙ্গে গ্যাঞ্জাম করতো। এটা আমি চাই নাই।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when 1 Minute With Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share