28/08/2024
দিন শেষে সবাই ভাই ভাই,,,
রাজনীতি মানে লোক দেখানো তর্ক-বিতর্ক। এই তর্ক- বিতর্ক সংগঠিত হয় প্রতিপক্ষ দলের বা অপছন্দ ভিন্ন কোন দলের সাম্প্রতিক যৌক্তিক এবং বাস্তবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। রাজনৈতিক তর্ক কে কোন সময় পারিবারিক এবং ব্যক্তিগত দন্ধে পরিনত করা যায় না। ব্যক্তিগত দন্ধে পরিনত করা পুরুষ কখনো সু-পুরুষ হতে পারে না। সবার পছন্দ এবং অপছন্দের দল এবং ভিন্ন মতামত থাকা স্বভাবিক। অন্যের মতামত নিজ দলে বিরুদ্ধে গেলে যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়ার শিক্ষা টা আমাদের মধ্যে কম আছে তাই বলে বাকস্বাধীনতা হরন করার মত হুমকি দেওয়া টা শুভা পাই না। কেউ ভুল করছে বা অতিরিক্ত করছে তাকে ডেকে/কল করে সালাম দিয়ে ভদ্র ভাষায় বুঝিয়ে দিন দেখবেন সে আপনাকে আজীবন সম্মান ও শ্রদ্ধা করবে। উল্টা করে কথা বল্লে সে আপনার মা বোনের ইজ্জত নিয়ে হাজার কোটি বার মনে মনে গালি দিবে এটাও স্বভাবিক।
কাকে কোন সময় বিপদে সাহায্যকারী হিসাবে কাজে লাগবে আমরা কেউ বলতে পারি না। আমরা রাজনীতিকে কেন্দ্র করে নিজ এলাকায় অনাকাঙ্খিত ঘটনা থেকে নিজেকে দুরে রাখার চেষ্টা করি।