Iqfat Ahamed Nayem

Iqfat Ahamed Nayem Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Iqfat Ahamed Nayem, Création digitale, Democratic Republic of the.

21/03/2025
🇷🇴💪রোমানিয়া ২০২৫ সালের কোটা অ্যাপ্রুভাল এখন থেকে যা পারমিট বাহির হবে ২০২৫ এর কোটাতে বাইর হবে সবার জন্য শুভকামনা ভালো কি...
18/01/2025

🇷🇴💪রোমানিয়া ২০২৫ সালের কোটা অ্যাপ্রুভাল এখন থেকে যা পারমিট বাহির হবে ২০২৫ এর কোটাতে বাইর হবে সবার জন্য শুভকামনা ভালো কিছু হোক।
আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন এই পেজ ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তীতে আপডেট দেওয়া হবে।

19/03/2024

Drop your Academic Result to Assessment your eligibility for Romania🇦🇩
📝🔍✅

16/03/2024

🎓 Study In Romania
IELTS/Without IELTS - Low tuition fees - Study gap 7-8 years.

08/02/2024

আলহামদুলিল্লাহ

আপনার লক্ষ্য অটুট থাকলে ইনশাআল্লাহ জয় হবেই।অনেকে বলে বয়স কম হলে ভিসা পাওয়া যায় না।বিষয়টি তেমন না।আপনার ইন্টারভিউ ভালো হলে,আপনার প্রপার ডকুমেন্টস থাকলে ইনশাআল্লাহ ভিসা হবে।

কোনো কাজের দক্ষতা থাকলে অবশ্যই সেটা চেষ্টা করবেন এম্বাসিতে দেখানোর জন্য। দক্ষতার সনদ থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ এখন অনেকেই যাদের বয়স কম তারা প্রমাণ করবেন তাদের দক্ষতা আছে।সেইভাবে নিজেদেরকে প্রমাণ করবেন।

চেষ্টা করবেন ভিসা পাওয়ার জন্য যা যা করা দরকার সব করবেন।পাওয়া না পাওয়া উপর আল্লাহর হাতে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে।

আশা করি হতাশ না হয়ে উপর আল্লাহকে স্মরণ করুন।নসিবে থাকলে আপনার ভিসা অবশ্যই হবে।

02/02/2024

ইউরোপে পড়তে যাওয়ার প্রস্তুতি হিসেবে করণীয়:

* আপনার বার্থ সাটিফিকেট, এনআইডি, পাসপোর্ট এবং সার্টিফিকেট সব জায়গায় যাতে আপনার সকল ব্যক্তিগত তথ্য যাতে একই থাকে সেইটা নিশ্চিত করা।

* সকল মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা।

* আইইএলটিস এর জন্য প্রস্তুতি নেওয়া এবং সময়মতো আইইএলটিস পরীক্ষা দিয়ে দেওয়া।

* আপনার পরিচিত বা যেসকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন বা তিনজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা।

* SOP(Statement of Purpose) বা Motivation Letter লিখে রাখা। আপনি সম্ভাব্য কোন কোন বিষয় নিয়ে পড়তে যেতে পারেন সেই আলোকে আগে থেকেই এই লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস লিখে রাখলে আবেদনের সময় সুবিধা হবে, তাছাড়া ইডিট করে আপডেট করারও সময় পাবেন।

* বিদেশে আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে রাখলে সেটা পরবর্তীতে অনেক হেল্পফুল হবে।

* ড্রাইভিং শেখা, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে তা ইন্টারন্যাশনাল করে রাখা। এটা আপনাকে অনেক এগিয়ে রাখবে।

* ইউরোপে দেশভেদে ভাষা আলাদা এবং চলাফেরা এবং কাজে স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে ভাষা জানাটা আপনাকে এক্সট্রা এডভেন্টেজ দিবে। তাই যেখানে যাবেন সেখানের বেসিক ভাষা শিখে রাখা।

* যেই দেশে এবং যেই শহরে আপনি উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক, সেই দেশ এবং শহর সম্পর্কে আগে থেকেই ভালো ধারণা নিয়ে রাখা।

যারা Hsc পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের প্রতি শুভ কামনা রইলো।যারা উচ্চ শিক্ষার জন্য ২০২৪ সালে রোমানিয়াতে আবেদন করতে চাচ্...
02/02/2024

যারা Hsc পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের প্রতি শুভ কামনা রইলো।
যারা উচ্চ শিক্ষার জন্য ২০২৪ সালে রোমানিয়াতে আবেদন করতে চাচ্ছেন তারা দ্রুত পেপারস রেডি করে ফেলুন।

ধন্যবাদ।

02/02/2024

দুঃসংবাদ রোমানিয়া দিল্লি এম্বাসি থেকে যাদের মেডিকেল ভিসা আছে : 🇦🇩🇪🇺

নিউ দিল্লি রুমানিয়া এম্বাসিতে আজকের মিটিং এ সরাসরি বলে দিয়েছেন :.
1. no more accept Medical Visa, Can Accept Tourist & Double Entry Visa লাগবে

2. fake work পারমিট এবং Fake ইন্ডিয়ান ভিসা দিয়ে ফাইল সাবমিশন করলে জেল এ দিবে।

3.পারমিট ইসু ডেইট থেকে ৬ মাস পরে অনলাইন এবং সেইম ফাইল ২ বার অনলাইন করা নিষেধ।

( ছয় মাসের ভিতর যাদের অনলাইন হয় নাই তাদের পারমিট বাতিল বলে গণ্য হবে এবং যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করবে তাদের আর দ্বিতীয়বার ডেট দেওয়া হবে না ")

এজেন্সি বা এজেন্ট ভিত্তিক ফাইল জমা করার চেষ্টা করবেন, Fake ডকুমেন্টস থেকে ১০০ হাত দুরে থাকুন, ধন্যবাদ।
@everyone

আলহামদুলিল্লাহ নতুন কোটা প্রকাশ করল রোমানিয়া রোমানিয়ান ইমাগ্রিশন ইন্সপেক্টর জেনারেল (IGI) থেকে আজকের ঘোষনা অনুযায়ী,নতুন...
02/02/2024

আলহামদুলিল্লাহ নতুন কোটা প্রকাশ করল রোমানিয়া

রোমানিয়ান ইমাগ্রিশন ইন্সপেক্টর জেনারেল (IGI) থেকে আজকের ঘোষনা অনুযায়ী,নতুন করে আরো ১ লক্ষ বিদেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে৷ 🇪🇺🇷🇴

তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করে জানিয়েছেন ২০২৪ সালে রোমানিয়ার আরো ১ লক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিবে।। 🇪🇺🇷🇴

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Iqfat Ahamed Nayem publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Iqfat Ahamed Nayem:

Partager