Rahanul Islam Ripon

Rahanul Islam Ripon "আক্বসা" উদ্ধারে চাই আরেকটি খায়বার।
বিশ্বময় আওয়াজ হোক"আল্লাহু আকবার"

04/07/2025

বাস্তব কিছু কথা

গায়রতহীন ছেলের গায়রতবান বাবা! 🔥ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা। ধামরাইয়ে ব...
04/07/2025

গায়রতহীন ছেলের গায়রতবান বাবা! 🔥
ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা।

ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের
ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা।

এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, "আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না। দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব, তবু বিয়ে হবে না।"

এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান, "কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছেন। বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না।"

বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল। ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে। এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে। যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি। তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে।

06/06/2025

লুটপাটের টাকা ফিরিয়ে এনে গরীব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।

06/06/2025

ঈদ মোবারক

03/06/2025

আলহামদুলিল্লাহ অবশেষে ইউরোপে সোনার হরিণ হাতে পেলাম,

28/05/2025

আশিক চৌধুরী

21/05/2025

23/04/2025
18/04/2025

ইউরোপ দিন দিন কঠিন হচ্ছে

16/04/2025

খাঁচা থেকে মুক্তি পাওয়া পাখি যখন তার স্বাধীনতাকে অস্বীকার করে, তখন সে ডানা মেলে উড়ার সব সাহস হারিয়ে ফেলে।

দাসত্বের শৃংখলে অভ্যস্ত আমি ৩৬শে জুলাই খাঁচা থেকে বের হতে পারলেও স্বাধীনভাবে শিরদাঁড়া উচু করে দাঁড়ানোর সব সাহস যেন হারিয়ে ফেলেছি। মুক্তির ইতিহাস রচনার পরও আমি যেন আগ্রাসনের দাসত্বকেই স্বাধীনতা মনে করছি।

14/04/2025

প্রবাসী

12/04/2025

কিছু বলে জান

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Rahanul Islam Ripon publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager