Arts of afia

Arts of afia assalamualaikum.Mehendi artist from Cox's Bazar. home service available❤️

জন্মদাত্রী  হিসেবে আমাদের জীবনে মায়ের স্থান সবার ওপরে। যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, দুই বছর স্তন্য দান করে, আমার ...
11/05/2025

জন্মদাত্রী হিসেবে আমাদের জীবনে মায়ের স্থান সবার ওপরে। যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, দুই বছর স্তন্য দান করে, আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত ক্রমাগত ত্যাগ স্বীকার করে তিলে তিলে আমাকে বড় করেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত তাই করে যাবেন। যে মায়ের পায়ের নীচে আমার জান্নাত। যেই মায়ের জন্য আমরা কখনো কোথাও আঘাত পেলেই ‘মাগো’ বলে চিৎকার করি, সেই মাকে সম্মান দেখানোর জন্য বছরে একটি মাত্র দিন!?
মাকে ভালোবাসার জন্য দিবসের কোন প্রয়োজন নেই। বিশেষ এই দিনে মায়ের জন্য আলাদা কোন উপহারের প্রয়োজন পড়ে না। তাঁরা যে সন্তানের মুখে শুধুমাত্র ‘মা’ ডাক শুনতে পেলেই খুশি। গর্ভধারণের পর থেকেই সন্তানের প্রতি মায়ের যে অকৃত্রিম ভালোবাসা তার মূল্য সমগ্র পৃথিবীর বিনিময়েও শোধ করা কোন সন্তানের পক্ষে সম্ভব নয়।
মা আমাদের শিকড়। গাছ যেমন সারা বছর শেকড় ধরে বেঁচে থাকে, আমরাও মাকে সারা বছর ভালোবাসে বেঁচে থাকব। ‘মা দিবস’ আমাদেরকে মায়ের শেকড় থেকে ক্রমাগত আলাদা করে দিচ্ছে। আমরা দোয়া করার সময় সবসময় বলি ‘রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা- অর্থ্যাৎ হে প্রভু আপনি আমাদের মা-বাবাকে সেই ভাবে দেখাশুনা করুন যে ভাবে তাঁরা শৈশবে আমাদের দেখাশুনা করেছেন।’ এই দোয়া করার পর আমরা কিভাবে নির্দিষ্ট একটি দিনে মাকে ভালোবাসার নামে অতি-আধুনিকতা দেখাব! তাতো মাকে ভালোবাসার নামে অপমান করারই শামিল।
তাই আমি বলবো, নির্দিষ্ট দিন নয় প্রতিটি দিন হোক মায়ের জন্য। শারীরিকভাবে উপস্থিতি দ্বারা না হোক অন্তরের নিখাঁদ ভালোবাসা দ্বারা। জানি মায়ের ঋন শোধ করা যাবে না, অনন্ত সারা বছর তাঁর মুখে হাসি ফুটানোর চেষ্টাতো করে যেতে পারব। আমি আমার মাকে সারা বছর ভালোবাসি। বছরে একটি দিন মায়ের প্রতি ভালোবাসা দেখিয়ে বাকি দিনগুলি মাকে বৃদ্ধাশ্রমে রাখার স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন।

বিনা বেতনে আমার নামে কূটনামি করা মানুষদের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা🥴😂
01/05/2025

বিনা বেতনে আমার নামে কূটনামি করা মানুষদের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা🥴😂

07/04/2025

বাংলাদেশের মানুষ কি পরিমান আবেগী একবার ভাবেন! বিশেষ করে সিলেটের মানুষ!
অতি আবেগের ঠেলায় তারা চোখে দেখে নাই, 'ইউনিলিভার' ভেবে 'ইউনিমার্ট' ভেঙ্গে ফেলছে! :3🙂

07/04/2025

গা-যা আজকেই শেষ হয়ে যাবে না ।যতদিন এই দুনিয়া আছে ততদিন গা-যা ও ফি-লিস্তান আছে । কারণ এটা কোরআনের ওয়াদা । এটা রাসূলের জবান । কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা,সেন্টার পয়েন্ট হবে ফিলি-স্তিন।ঈমান শক্ত করেন একজন মুসলিমের ঈমান হবে লোহার চেয়ে বেশি শক্ত।

ইনশাআল্লাহ কখনোই না গাঁ"জা মুছে যাবে না। ইতিহাসে লিখা আছে এই যু"দ্ধ চলবে চলতে চলতে সকল মুসলিম দেশে আস্তে আস্তে শুরু হবে যখন মুসলিম দেশ শূন্য হবার কাছে তখনি দা"জ্জালের আগমন হবে । গাঁজা মুছে যদি এখনি যায় তাহলে কেয়ামত বেশি দূরে না।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।🤲🏻😔

29/03/2025
মেহেদী ছাড়া ঈদ ঈদ ফিলিংস ই আসে না!🥹তাই আপনাদের ঈদকে আরো আনন্দময় করতে আজই ইনবক্সে যোগাযোগ করুন চাঁদ রাতের জন্য!আমরা থাকছি...
29/03/2025

মেহেদী ছাড়া ঈদ ঈদ ফিলিংস ই আসে না!🥹তাই আপনাদের ঈদকে আরো আনন্দময় করতে আজই ইনবক্সে যোগাযোগ করুন চাঁদ রাতের জন্য!
আমরা থাকছি পাস্তা ক্লাব এ খুবই রিজেনএবল প্রাইজ লিস্ট নিয়ে!!🥹

ঈদ মেহেদী উৎসব, ২০২৫Team work with Mehendi by Zahan
29/03/2025

ঈদ মেহেদী উৎসব, ২০২৫
Team work with Mehendi by Zahan

Address


Alerts

Be the first to know and let us send you an email when Arts of afia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share