24/09/2025
                                            আদনান হোসেন শান, সে শুধু নারী লোভী নয়, একজন ভয়ংকর চরিত্রহীন সাইকো। নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা পরিচয় দিয়ে বহু নারীর জীবন নষ্ট করেছে, অনৈতিক সম্পর্ক গড়েছে। এখানেই শেষ নয় সেনাবাহিনীর অফিসার ও তাদের স্ত্রীদের পর্যন্ত হুমকি দিয়েছে দর্শনের মতো অপরাধের! এর চেয়ে নোংরা, ঘৃণ্য নিচ মানসিকতা আর কিছু হতে পারে না। 
যে বাহিনী আমাদের দেশের সুরক্ষার দায়িত্বে, সেই বাহিনীকে নিয়ে দিনের পর দিন মিথ্যা, কুরুচিপূর্ণ পোস্ট করে সেনাবাহিনীকে ছোট করার চেষ্টা করেছে আদনান হোসেন শান। ডিউ বাণিজ্যের নামে সেনাবাহিনীর সম্মানহানি করতে গ্রীন অপপ্রচার চালিয়েছে, যা কখনো ক্ষমার যোগ্য নয়। এ ধরনের ব্যক্তি শুধু সমাজের জন্য নয়, রাষ্ট্রের জন্যও একটি ভয়ঙ্কর ব্যাধি।