সময়ের কণ্ঠ

সময়ের কণ্ঠ সত্য • নিরপেক্ষতা • দায়িত্বশীলতা

আদনান হোসেন শান, সে শুধু নারী লোভী নয়, একজন ভয়ংকর চরিত্রহীন সাইকো। নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা পরিচয় দিয়ে বহু ...
24/09/2025

আদনান হোসেন শান, সে শুধু নারী লোভী নয়, একজন ভয়ংকর চরিত্রহীন সাইকো। নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা পরিচয় দিয়ে বহু নারীর জীবন নষ্ট করেছে, অনৈতিক সম্পর্ক গড়েছে। এখানেই শেষ নয় সেনাবাহিনীর অফিসার ও তাদের স্ত্রীদের পর্যন্ত হুমকি দিয়েছে দর্শনের মতো অপরাধের! এর চেয়ে নোংরা, ঘৃণ্য নিচ মানসিকতা আর কিছু হতে পারে না।

যে বাহিনী আমাদের দেশের সুরক্ষার দায়িত্বে, সেই বাহিনীকে নিয়ে দিনের পর দিন মিথ্যা, কুরুচিপূর্ণ পোস্ট করে সেনাবাহিনীকে ছোট করার চেষ্টা করেছে আদনান হোসেন শান। ডিউ বাণিজ্যের নামে সেনাবাহিনীর সম্মানহানি করতে গ্রীন অপপ্রচার চালিয়েছে, যা কখনো ক্ষমার যোগ্য নয়। এ ধরনের ব্যক্তি শুধু সমাজের জন্য নয়, রাষ্ট্রের জন্যও একটি ভয়ঙ্কর ব্যাধি।

24/09/2025

ভয়ংকর আস্তানা ধ্বংস করলো বিজিবি।

ঘটনা বাস্তব কিন্তু ..............
23/09/2025

ঘটনা বাস্তব কিন্তু ..............

23/09/2025

জাতির সেবায় বাংলাদেশ সেনাবাহিনী

23/09/2025

পিনাকী তুমি কার? বিভ্রান্ত বাঙালিরা

চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদাম তল এলাকা থেকে ৬ জন যৌথ বাহিনীর অভিযানে এলাকাবাসীর সহায়তায় গ্রেপ্তার করেছেন।
22/09/2025

চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদাম তল এলাকা থেকে ৬ জন যৌথ বাহিনীর অভিযানে এলাকাবাসীর সহায়তায় গ্রেপ্তার করেছেন।

22/09/2025
হিটলারের মৃত্যুর পর তার কোটি কোটি টাকার সম্পত্তি কার হাতে গেলো?অ্যাডলফ হিটলারের মৃত্যুর অনেক পরে তার কোটি কোটি টাকার সম...
21/09/2025

হিটলারের মৃত্যুর পর তার কোটি কোটি টাকার সম্পত্তি কার হাতে গেলো?
অ্যাডলফ হিটলারের মৃত্যুর অনেক পরে তার কোটি কোটি টাকার সম্পদ ছিল বলে তথ্য পাওয়া যায়
৩১ অগাস্ট ২০২৫
ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন জামার্ন ইহুদি হেরম্যান রথম্যান। ১৯৪৫ সালের সেই সকালটায় ঘুম থেকে উঠে তিনি বুঝতেও পারেননি–– কী তথ্য পেতে যাচ্ছেন, আর কত বিশেষ ও অনন্য হয়ে উঠতে যাচ্ছে তার মিশন।
গোয়েন্দারা তখনও জানতেন না যে, নাৎসি প্রচার বিষয়ক মন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রেস সেক্রেটারি হাইনজ লরেঞ্জ জাল নথি রাখার দায়ে ব্রিটিশ কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হয়েছেন।
১৯৪৫ সালে হিটলারের মৃত্যুর বিষয়ে যৌথ গোয়েন্দা কমিটির তদন্তকারী কর্মকর্তা যে প্রতিবেদন তৈরি করেছিলেন, তাতে লেখা আছে––যখন প্রহরী লরেঞ্জের কাঁধে হাত রাখেন, তখন তিনি তার কাপড়ের নিচে কিছু কাগজপত্র আছে বলে টের পান।
তার জ্যাকেট থেকে এমন কিছু নথিপত্র পাওয়া যায়, যেগুলো লরেঞ্জের হাতে দিয়ে বার্লিন থেকে বের করে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন অ্যাডলফ হিটলারের ব্যক্তিগত সচিব মার্টিন বোরম্যান।
২০১৪ সালে হিটলার সম্পর্কে তার বই প্রকাশের সময় দেওয়া এক সাক্ষাৎকারে রথম্যান বলেছিলেন যে, তাকে এবং তার চার জন সহকর্মীকে এই নথিগুলি অত্যন্ত গোপনীয়ভাবে অনুবাদ করতে বলা হয়েছিল।

21/09/2025

জয়ের আনন্দ এমনই হওয়া উচিত, এক ম্যাচেই এত উল্লাস; কাপ পেলে বোধহয় উৎসবে ভেসে যাবে সবাই।” 😭❤️‍🩹

সাতকানিয়ার প্রবাসীর স্ত্রীকে পালিয়ে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা খেল কক্সবাজারের যুবক।প্রবাসীর স্ত্রীদের প্রেমের ফাঁ...
20/09/2025

সাতকানিয়ার প্রবাসীর স্ত্রীকে পালিয়ে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা খেল কক্সবাজারের যুবক।

প্রবাসীর স্ত্রীদের প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ায় বাহাদুরের পেশা।
রবিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় বাহাদুরকে আটক করে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায় চরতী ইউনিয়নের (৯নং ওয়ার্ড) এর দক্ষিণ পাড়ার আবু সুফিয়ান গত চারমাস আগে তিন বাচ্চা এবং স্ত্রীকে বাড়িতে রেখে প্রবাসে যায়। প্রবাসে যাওয়ার পরপরই তার স্ত্রী সাদেকা বেগম পরকীয়ার সাথে জড়িয়ে যায়। এবং পরকীয়া প্রেমিক বাহাদুরকে ৩ লক্ষ টাকা দেয়। আবু সুফিয়ানের স্ত্রী সাদেকা বেগম বলেন, তার প্রেমিক বিভিন্ন সমস্যার কথা বলে তার কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে আবু সুফিয়ানের স্ত্রী সাদেকা বেগম নগদ ৭ লক্ষ টাকা এবং দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিক বাহাদুরের সাথে পালিয়ে যাওয়ার পূর্বে আবু সুফিয়ানের ঘর থেকে স্থানীয়রা তাদেরকে আটক করে।

পরবর্তীতে পরকীয়া প্রেমিক বাহাদুরকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃত পরকীয়া প্রেমিক বাহাদুরের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলা পৌরসভা ৯ নং ওয়ার্ডে এবং আবু সুফিয়ানের স্ত্রীর সাদেকা বেগমের বাবার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। গ্রেপ্তারকৃত পরকীয়া প্রেমিক বাহাদুর এর আগেও এভাবে প্রবাসীদের স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। বাহাদুর পাঁচ বাচ্চার বাবা বলেও জানা যয়।

যেকোনো জায়গায় Live অথবা ভিডিও প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন
Satkania Online Media
সাতকানিয়া অনলাইন মিডিয়া
সাতকানিয়া ইসলামিক চ্যানেল
Call ---- 01822-273280

19/09/2025

বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত কিছু রাজনীতিবিদকে দেখে নিন

নারীদের লেখা বইয়ের পাশাপাশি মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠদানের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
19/09/2025

নারীদের লেখা বইয়ের পাশাপাশি মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠদানের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque সময়ের কণ্ঠ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager