29/10/2024
-𝐇𝐚𝐩𝐩𝐲 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 😍😍
My Jan Sagor+Mohona
-𝐌𝐚𝐧𝐲 𝐌𝐚𝐧𝐲 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧𝐬 𝐎𝐟 𝐓𝐡𝐞 𝐃𝐚𝐲.!🥰♥️🦋
-জানি হয়তো তোমার জীবনে আমি শুধু ছিলাম একটা গাছের পাতার মতো যেটা হয়তো বাতাসের সাথে তোমার জীবন থেকে ঝরে গেছি।
-তবুও আমি মনে তুমি আমার ছিলে আর সারাজীবন আমারই থাকবে।
-আজকে তোমার ১৮ বছর পুরোন হলো।দোয়া করি আমার যে হায়াত গুলো আছে সব গুলো যেন তোমাকে দেয়।.
তোমাকে জন্ম দিনের অনেক অনেক অভিনন্দন আর সেই সাথে তোমার একমাসের বিবাহিত জীবনের জন্য অনেক অনেক অভিনন্দন।
_ তোমার জীবনের প্রতিটা ক্ষণ আনন্দময় হোক এই কামনা করি🤲🍒
_ আশা করি সারা জীবন এমনই থাক
সবসময় ভালো থাক, এই কামনাই করি'!❤️🍒
_আজকের এই দিনে সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতি টুকু থাক কাছে,
দুঃখ গুলা যাক দূরে'!🌼🌻
-ভালোবাসাটা অন্তরেই আছে.!😘💙🍒
😭 বিধাতা তোমার চোখে
আমার ধংস কেনো লিখলো😭
আমি তো ভালোবাসতে চেয়েছিলাম
তবে তুমি কি নিষ্পাপ😭
😭নাকি ছদ্মবেশী মৃত্যুবাহক 💔
হয়তো আজকে তুমি আমায় ছেড়ে চলে গেলে কিন্তু আমিওতো প্রতিষ্ঠিত একদিন ঠিকই হব ইনশাল্লাহ। কিন্তু শখের তুমিটা হয়তো আমার আর থাকবে না🤣
★~★প্রিয়★~❤️মোহনা★:🌺তুমি💚পাশে🌺নেই💜তবুও🌺তোমায়💚অনুভব🌺করি💜তুমি💚আমার🌺হবে💜না🌺জানি💚তবুও🌺তোমার💜পথ🌺চেয়ে💚আছি🌺স্বপ্ন💜সত্যি🌺হবে💚না🌺জানি💜তবুও🌺তোমায়❣️❣️❣️❣️
শর্বশেষ একটা কথা বলি
আজো তোমায় অনেক মিস করি
নিজের ছেয়ে বেশি ভালোবাসি
𝗗𝗲𝗮𝗿..❤️
Mohona❤️❤️
𝗛𝗮𝗽𝗽𝘆 𝗯𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 🎂🍰🍦
𝘄𝗶𝘀𝗵 𝘆𝗼𝘂 𝗺𝗮𝗻𝘆 𝗺𝗮𝗻𝘆 𝗵𝗮𝗽𝗽𝘆 𝗿𝗲𝘁𝘂𝗿𝗻'𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗱𝗮𝘆...🍰🎂❤️❤️