Always broken heart

Always broken heart নিশ্চয়ই আল্লাহই আমার জন্য যথেষ্ট

27/04/2025

গ্রামোফোন কী?
গ্রামোফোন (Gramophone) বা ফোনোগ্রাফ হলো একটি যন্ত্র, যা পুরনো আমলে শব্দ রেকর্ড করা এবং প্লে করার জন্য ব্যবহার হতো। এতে মেটাল বা সেলুলয়েডের তৈরি বড় ডিস্ক আকৃতির রেকর্ড রাখা হতো। রেকর্ডের ওপর সূক্ষ্ম দাগ (grooves) থাকত, যেখানে শব্দের কম্পন ধারণ করা হতো।

কীভাবে কাজ করে?

রেকর্ড ডিস্ক ঘুরতে থাকে।

একটি সূচ (needle) বা স্টাইলাস রেকর্ডের উপর চলে।

দাগের ওঠা-নামার কারণে সূচ কাঁপে।

সেই কম্পন যান্ত্রিকভাবে বড় হর্ণের (শিংয়ের মতো অংশ) মাধ্যমে বাড়িয়ে শব্দে রূপান্তরিত হয়।

কোনো বিদ্যুৎ লাগতো না — পুরোটাই মেকানিক্যাল।

গ্রামোফোনের অংশগুলো:

হর্ণ (Horn): শব্দ বের হতো এই বড় মেটাল বা ব্রাসের তৈরি হর্ণ দিয়ে।

টার্নটেবিল (Turntable): যেখানে রেকর্ড রাখা হয় এবং এটি ঘোরে।

টোনআর্ম (Tonearm): সূচ ধারণ করে এবং রেকর্ডের উপর চালায়।

ক্র্যাঙ্ক (Crank): হাতে ঘুরিয়ে শক্তি (spring mechanism) সংরক্ষণ করত।

বাংলায় সংক্ষেপে বলা যায়:
গ্রামোফোন হলো – "একটি পুরনো রেকর্ড বাজানোর যন্ত্র, যেখানে সূচের মাধ্যমে যান্ত্রিকভাবে সঙ্গীত শোনা হতো।"

---

চাও তাহলে আমি তোমাকে একটা সুন্দর বাংলা কবিতার মতো করে এই গ্রামোফোনের বর্ণনাও তৈরি করে দিতে পারি!
বলবে কি?

25/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

25/04/2025

ব্রিটিশ আমলের মুদ্রন মেশিন।

07/11/2024
03/04/2024

Broken heart vedio love not a best every one

Adresse

Thakurgaon
Democratic Republic Of The
5100

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Always broken heart publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Always broken heart:

Partager