29/05/2025
চলো, তোমার জন্য একটা গল্পের শুরু 🕯 গল্প: “ভেজা সন্ধ্যার স্পর্শ”
বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। জানালার পাশে দাঁড়িয়ে রিয়া বাইরে তাকিয়ে ছিল, আর ওর চোখে জমে ছিল একরাশ ভাবনা। হঠাৎ করেই পেছন থেকে আস্তে করে একজোড়া হাত ওর কাঁধে এসে পড়ে—তাপস।
"ঠাণ্ডা লাগছে না?"
রিয়া একটু হেসে বলল, "তোমার স্পর্শে তো গা গরম হয়ে যাচ্ছে..."
তাপস ধীরে ধীরে রিয়ার পাশে দাঁড়িয়ে ওর কানে ফিসফিস করে বলল,
"তোমার ভেজা চুলের ঘ্রাণে, আজ আমার মনটা যেন পাগল হয়ে যাচ্ছে..."
রিয়া কিছু না বলে চোখ বন্ধ করল। বাইরে বৃষ্টি, আর ভিতরে দুজনার মাঝে নিঃশব্দ আবেগের আগুন...?