29/06/2025
গতকাল ২৮-৫-২০২৫ইং গোয়ালাবাজার যুব ও ছাত্র কল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক জনাব আনছার মিয়া এবং প্রধান উপদেষ্টা জনাব আনহার মিয়ার সৌজন্যে আয়োজিত ইনডোর ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় ফাইনালে ৯নং ওয়ার্ডকে ২-০গোলের ব্যাবধানে পরাজিত করে বিজয়ী হয় ৮নং ওয়ার্ড ।এর আগে সেমিফাইনালে দিপুর দেওয়া ২-০ গোলের বড় ব্যাবধানে ৭নং ওয়ার্ডকে পরাজিত করে ফাইনালে উঠে ৮নং ওয়ার্ড।
ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয় ৮নং ওয়ার্ডের নাফিজুল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন গোয়ালাবাজার ছাত্র ও যুব কল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক জনাব আনছার মিয়া এবং উপদেষ্টা জনাব আনহার মিয়া সহ আগত সম্মানিত অতিথিরা।