Hasho-কেন?

Hasho-কেন? Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Hasho-কেন?, Création digitale, Democratic Republic of the.

06/07/2025

ইমাম গাজ্জালী (রহ.)এর দুনিয়াে জীবন নিয়ে একটি উপলব্ধি।
(বেলা ফুরাবার আগে,লেখক:আরিফ আজাদ) বই থেকে।

18/04/2025

ভারতে হিন্দুরা মসজিদের ভিতর ঢুকে। মসজিদে মেম্বার এ প্রসাব করে। এদেরকে আপনি কি বলবেন
আবার তারা বলে। বাংলাদেশে নাকি সংখ্যালঘু হিন্দু আমরা নির্যাতন করি।

দুনিয়ার জীবন নিয়ে সুগভীর একটি উপলব্ধি [ইমাম গাজালি রাহিমাহুল্লাহ]বইঃ বেলা ফুরাবার আগে। Hasho-কেন?
22/03/2025

দুনিয়ার জীবন নিয়ে সুগভীর একটি উপলব্ধি [ইমাম গাজালি রাহিমাহুল্লাহ]
বইঃ বেলা ফুরাবার আগে।
Hasho-কেন?

দক্ষিণী অভিনেতা থালাপতি বিজ'য়। প্রথম ছবিতে দুয়া করতে। দ্বিতীয় ছবিতে কুরআন পড়তে। আর তৃতীয় ছবিতে মুসলমানদের সাথে নামাজ পড়ত...
09/03/2025

দক্ষিণী অভিনেতা থালাপতি বিজ'য়। প্রথম ছবিতে দুয়া করতে। দ্বিতীয় ছবিতে কুরআন পড়তে। আর তৃতীয় ছবিতে মুসলমানদের সাথে নামাজ পড়তে দেখা যাচ্ছে জনপ্রিয় এই অভিনেতাকে। এই ছবিগুলো (ভিডিউ'ও আছে) অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই অনেক কিছু ভাবছেন। বলছেন। আসুন হাকীকত জানার চেষ্টা করি।

কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদন দেখলাম।

'Thalapathy Vijay in Iftar Party' এই শিরোনামে। প্রশ্ন আসবেই এখন। তবে কি তিনি মুসলিম হয়েছেন? নইলে ইফতার পার্টিতে যাবেন কেন?

'বাংলা টুডে' নামক অনলাইন নিউজ পোর্টালের আরো একটি প্রতিবেদন দেখলাম। শিরোনামটা ছিল এমন...

'মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রমজানে থালাপথি বিজয়ের ইফতার পার্টি! রাজনীতি নাকি চলচ্চিত্র?'

এবার আসুন, দুটো পয়েন্ট সামনে রেখে মূল পয়েন্টে আগানো যাক।

১.

বিজয়ের ফিল্ম দেখেছে এমন লোকেদের দাবি। এই অভিনেতার একাধিক মুভি এমন আছে যেখানে সে মুসলমানদেরকে উ'গ্রবাদী/আ'*তং 'ক'স্বা'দী হিসেবে উপস্থাপন করেছে।
জি'হা'দকে জঙ্গি' বা'দ বলে অভিনয়ে কাজ করেছে সে। ধ'র্মীয় মুসলমানরা জ-গি। আর পাকিস্তানকে একটি সন্ত্রা-সী রাষ্ট্র বলে কটাক্ষও করেছে অনেক মুভিতে। ফিল্মে তার এমন কাজ অসংখ্য। ২০২২ সালেও তার একটা মুভি কুয়েত'সহ বেশ কয়েকটি দেশে নি'ষিদ্ধ করা হয় এই এক কারণে। মি'থ্যা দাবি ও ক'ট্র'র হি'ন্দু'ত্ব'বাদের জায়গা থেকে ইসলামকে আ'ক্র'মণের লক্ষ্যবস্তু বানানো ভা'র'তীয় ফিল্মে কমন ব্যাপার। এসব আমরাও জানি।

বিজ'য় সেসবের বি'রাট অংশীদার। তাহলে ফিল্মে এতোটা সা'ধু সাজার সুযোগ নেই। চলচ্চিত্রের কথা বাদ দিলে অপশন এখন একটাই।

২. রাজ'নীতি। হ্যাঁ রাজ'নীতি।

[গতকাল ৭ মার্চ, ২০২৫ সাল। চেন্নাইয়ের রোয়াপেট্রাহ এলাকায় YMCA মাঠে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন সুপারস্টার অভিনেতা ও রাজ'নী'তিবিদ থালাপথি বিজয়। রমজান মাসের পবিত্রতা রক্ষা করে মুস'লিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তিনি। এই ইফতার অনুষ্ঠানে প্রায় ৩,০০০ মানুষ অংশ নিয়েছিলেন, যেখানে বিজ'য় নিজেও রোজা রাখা এবং নামাজ আদায়ের মাধ্যমে ইসলামিক রীতি অনুসরণ করেছেন।' ভার'তীয় একাধিক পত্রিকা এই তথ্যটি নিশ্চিত করেছে।] 'বাংলা টুডে'র প্রতিবেদন থেকে।
আসল ঘট'না:

রা'জনৈ'তিক নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে (তামি'লাগা ডেত্রি কাজাগাম-TVK) এর উদ্যোগে বিজয় নিজেই ধ'র্মব্যবসা করার জন্য এই ইফতার পার্টি করেছিলেন। ৩০০০ মুসলমান মানুষকে খাওয়ালেন। আগামী নির্বাচনে ভোট নিতে একটু সাধু সাজলেন। এই আরকি।

কী নিখুঁ'তভাবে দুয়া, দরুদ, নামাজ ও কুরআন পড়ার অভিনয় করল লোকটা ভাবা যায়? এদিকে আপনারা তাঁর ইস'লাম গ্রহণ করা নিয়ে আলহামদুলিল্লাহ বলে ফেইসবুকে পোস্ট করতেছেন। মুসলিমদের ভোেট নিতে এমন সব অভিনয় বাস্তব জীবনেও করা যায় সেটা এই অভিনেতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ধিক্কার জানাই মুসলিমদের আবেগ নিয়ে খেলা করার জন্য।

- সাইফুল ইসলাম
েন?

05/03/2025

🤣🤣

04/03/2025

আমরা সময় নষ্ট করি,
অথচ সময় একদিন আমাদেরই শেষ করে দিবে 😥

এক মুসুল্লি হুজুরকে প্রশ্ন করলো,       আচ্ছা হুজুর! !দাজ্জালের কপালে      কাফের লেখা থাকা সত্বেও মানুষ      কিভাবে তার অ...
03/03/2025

এক মুসুল্লি হুজুরকে প্রশ্ন করলো,
আচ্ছা হুজুর! !দাজ্জালের কপালে
কাফের লেখা থাকা সত্বেও মানুষ
কিভাবে তার অনুসারী হবে

হুজুর বললেন, যেভাবে মানুষ
সিগারেটের প্যাকেটে "ধুমপান মৃত্যু
ঘটায়" লেখা থাকা স্বত্বেও ধুমপান
করে//_____ ঠিক সেই ভাবে

হে আল্লাহ্! আপনি আমাদের
সঠিক বুঝ দান করুন।
(সংগৃহীত)

27/02/2025

আপনি রমাদান এর জন্য প্রস্তুত তো!!.....
......

゚viralシfypシ゚viralシalシ

21/12/2024

এটি শুনলে কি আপনার মৃত্যুর ভয় হয়?

15/04/2024

অনেকে বলে

আমি তাকে এত ভালোবেসেও পেলাম না❤️‍🩹

"আল্লাহ" বললেন আমিও তো তোমাকে কত ভালোবেসে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত বানিয়েছি রিজিক দিয়েছি সুস্থ রেখেছি। কিন্তু,, সারাটা দিনে ৫বার ডেকে তো একবারও তোমাকে পেলাম না আমাকে ভালোবেসে সিজদাহ দেয়ার জন্য।😅❤️‍🩹


Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Hasho-কেন? publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager