Islamic people

Islamic  people Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Islamic people, Création digitale, Democratic Republic of the.

08/06/2025

আসসালামু আলাইকুম

29/09/2024

দুঃখ-কষ্ট ও বিপদ-আপদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সাধারণত মানুষ দুঃখ-কষ্টে ভেঙে পড়ে এবং মনোবল হারিয়ে ফেলে। কিন্তু প্রকৃত মুমিনরা এর ব্যতিক্রম। বিপদের ভারে কখনো নুয়ে পড়ে না; বরং আল্লাহর ওপর ভরসা করে সোজা হয়ে দাঁড়ায়, ধৈর্যের সঙ্গে আপন পথে চলতে থাকে।

আপনাকে মন থেকে ভালোবাসি প্রিয় শায়েখ  Ahmadullah হুজুর
03/09/2024

আপনাকে মন থেকে ভালোবাসি প্রিয় শায়েখ Ahmadullah হুজুর

03/09/2024

দেশের ক্লান্তি লগ্নে জয় এনে দেয়ায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন: ক্রীড়া উপদেষ্টা

29/08/2024

,বুদ্ধিজীবি কবরস্থান রায়ের বাজার ঢাকা মোহাম্মদ পুর এখানে আসলে দেখা যায় আমরা মানুষ কত অসহায় হে আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক আমিন 🥰

20/08/2024
20/08/2024
14/07/2024

#সারারাত বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ঘুমিয়ে পড়া মেয়েটি.. ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, 'ঘুমের চেয়ে নামাজ উত্তম।'
#মাথায় জেল দিয়ে চুল খাড়া করে দেওয়া ভাইটি স্ট্যাটাস দিচ্ছে, 'আজকাল পর্দাশীন নারী পাওয়া খুব কঠিন।'
অথচ, তার ফিচার ফটোতে নেইলপলিশ পড়া মেয়ের হাত।
#বুক টান টান করে ঠোঁট কামড়িয়ে ইনস্টাগ্রামে পিক আপ্লোড করা মেয়েটি ক্যাপশন দিচ্ছে, 'আল্লাহ সব কিছুর মালিক'।
#মাথায় বাঁধাকপির মতো হিজাব পড়া মেয়েটি কড়া লাল লিপস্টিক দিয়ে ছবি আপ্লোড করে বলছে, 'আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না।'
#সুদ খোর চাচা মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে কপালে বেহেশতের চিহ্ন অঙ্কিত করে ফেলেছে..
অথচ হাদিসে আছে, অবৈধ উপার্জন দ্বারা গঠিত শরীরের রক্ত মাংস দোজখে যাবে।
#ছেলেটা সারারাত পর্নোগ্রাফি দেখে দিনে বলছে, 'ইসলামী নামাজি একজন মেয়েকেই বিয়ে করব।'
#বাড়ির কাছে মসজিদ নামাজ পড়তে যায় না, আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে.. 'আমি একদিন মক্কা মদিনা যাবো।'

―আসলে আমরা অনেকেই সভ্য কিন্তু সভ্যতার মুখোশের আড়ালে আমাদের মাঝে আরেকটি রূপ বাস করছে যেটি আমি কিংবা আপনি।(আল্লাহুম্মাগফিরলী)

[আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুক। আল্লাহুম্মা আমিন🤲]

ইনশাআল্লাহ  🥰🥰
10/07/2024

ইনশাআল্লাহ 🥰🥰

10/07/2024
আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ।• কেমন ছিলেন প্রিয় নবী  হযরত মুহাম্মাদ (সা.)🌸💝১/ তিনি দীর্ঘ সময় নীর...
10/07/2024

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ।

• কেমন ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)🌸💝

১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি কম হাসতেন।
৩/ তিনি মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
৪/ তিনি অট্টহাসি হাসতেন না।
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
৭/ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
১৮/ তিনি উপহার গ্রহণ করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
২১/ তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন
২২/ হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
২৩/ কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
২৪/ বিনা প্রয়োজনে কথা বলতেন না।
২৫/ কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে।
২৬/ কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
২৭/ নম্রতাকে পছন্দ করতেন।
২৮/ তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
২৯/ কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
৩০/ শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
৩১/ আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
৩২/ খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
৩৩/ ক্ষমাকে পছন্দ করতেন।
৩৪/ সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
রাসুল (সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন।

• আমিন..! 🌸@followers

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Islamic people publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Islamic people:

Partager