
18/06/2025
সাদ্দাম হোসেন বা গাদ্দাফীর পাশে যারা দাঁড়ায়নি, তারা আজও গাজার মুসলিমদের পাশে দাঁড়াতে ব্যর্থ।
কিন্তু আপনি দাঁড়িয়েছেন—মেরুদণ্ড সোজা করে, নিঃস্বার্থভাবে।
হয়তো আপনাকেও হারাবো আমরা খুব শীঘ্রই...😭
তবু আমাদের দোয়া থাকবে আপনার জন্য।
আল্লাহ আপনাকে গায়েবী হেফাজতে রাখুন।আমি
ধর্মকর্ম অতো বুঝি না,শিয়া-সুন্নী তফাৎ তত জানি না। আকীদাগত আমাদের মধ্যে ভিন্নতা আছে,আমরা ভিন্ন মাযহাবের। কিন্তু নিপীড়িত ফিলিস্তিনের জনগনের হয়ে প্রতিশোধ নেওয়ার সাহস দেখানোর জন্য,লড়াই করার জন্য আপনিই আমার ইমাম। সশ্রদ্ধ চিত্তে সালাম,। মহান আল্লাহ আপনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। আমিন।Copy