
22/06/2023
আজ থেকে প্রায় ৬ বছর আগে এখান থেকেই শুরু হয় সামরিক জীবন। বাটন মোবাইলে তোলা ছবি এটা ঐ যে পিছনে দেখুন একজন পাহারা দিচ্ছে। অনেক কষ্টে পার হয়েছে ট্রেনিং এর এই ১ বছর। একজন সিভিলিয়ান থেকে সৈনিক হওয়াটা অসলেই অনেক চ্যালেন্জিং।
পুরো ১ বছর ছিলাম নেটওয়ার্কের বাহিরে। তারপরও মিস করি ঐ সময়টা ,ঐ বন্ধু গুলো আর এই রুমটাকে আর ঐ ৪৪৬ জনকে ❤️
তবে এই জীবন ব্যাবস্থাটা খারাপ না। আলহামদুলিল্লাহ ভালো আছি, ঘুরা হচ্ছে, দেখা হচ্ছে দেশ। আর আপনাদের যাদের আগ্রহ আছে তাদের জন্য শুভকামনা।