Islamic kicu kotha

Islamic  kicu kotha প্রতিটা মানুষের জীবনের গল্পই ভিন্ন তাই হুটহাট কাউকে বিচার করে বসবেন না!

06/08/2024

যারা ভাবছেন দেশটা স্বাধীন হয়ে গেছে পোস্টটা শুধুমাত্র তাদের জন্য।

১। বাংলাদেশের রাষ্ট্রপতি, সশস্ত্র বাহীনীর সর্বাধিনায়ক মোঃ সাহাবুদ্দিন আওয়ামী লীগের সমর্থক। উনি কি পদত্যাগ করেছেন?

২। হাসিনা পদত্যাগ পত্র জমা দিছে, রাষ্ট্রপতি সাইন করছে কিনা নিজের চোখে দেখেছেন? এমন কি হতে পারেনা জমা নিয়ে রেখে দিছেন? দেশ ছেড়ে গেলে অন্তর্বাহী সরকারের কে কোন পদে থাকবেও এটাও নির্ধারণ করে দিয়ে গেছেন, সম্ভাবনা ৯০% এর অধিক।

৩। ওয়াকার উজ জামান হাসিনার দুলাভাই। ফুপাতো বোনের জামাই। এরাই অন্তর্বর্তী সরকারের প্রধান লোক।

৪। যখন শেখ হাসিনা বললো ৩ দিনের মধ্যে দেশ স্বাভাবিক করে ফেলবো তার মাত্র আধা ঘন্টার মধ্যে পদত্যাগ করলো কেনো? হাসিনা এমন লোক যে ক্ষমতার জন্য নিজের ছেলেকেও গুলি করতে পারে। ৭৫ সালে হাসিনার পরিবারকে জনগনই মেরে ফেলছিলো, হাসিনা সব ভুলে গেছে নাকি? তাছাড়া, ওর আত্মীয় ওর বিপক্ষেই কেনো ছাত্রদের পক্ষ নিলো?

৫। সেনাবাহিনীরা কখনোই উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ ছাড়া কিছুই করতে পারবেনা। তারা এতই যখন ছাত্রদের পক্ষে তাহলে সাধারন জনগণের উপরে আজকে ওপেন ফায়ার করলো কেনো? আজকেও কেনো এতগুলা মানুষকে নিহত করলো? যেই সরকারের বিপক্ষে তারা জনগনের পক্ষে নামছে তারাই কেনো আবার ওই সরকারের কারফিউর দোহাই দিবে?

৬। হাসিনা বিশাল বিশাল সাইজের ৮/১০ টা লাগেজ নিয়ে গেছে ওখানে কি ওদের পরার জামাকাপড় ছিলো? টাকাপয়সা ছিলো? ক্রেডিট কার্ড কি নাই ওদের? কি কি থাকতে পারে আন্দাজ করতে পারছেন? বেশিরভাগ দলিল দস্তাবেজের হার্ডকপিই ছিলো।

৭। আপনি কি বাংলার ইতিহাস ভুলে গেছেন? মীরজাফর কে গদিতে কাঠের পুতুল বানিয়ে কোম্পানি শাসন করেছে মনে নাই আপনার? হাসিনাও যাবার আগে তার নীলনকশা অনুযায়ী সবকিছুর বন্দোবস্ত করে দিয়ে গেছে। সফল হবার সম্ভাবনা এখনো আছে, হোক সেটা অল্প।

৮। বড় বড় আওয়ামী লীগের নেতারা সবাই আগে আগে কিভাবে বুঝলো যে শেখ হাসিনা পদত্যাগ করবে? আগে আগেই কিভাবে দেশে ছেড়ে গেলো? আপনি কি ভাবছেন ওরা দেশে পরিস্থিতি দেখে আন্দাজ করতে পারছে সরকার পতন হবে? ওরা আপনার আমার মত পান্ডার ব্রেইন নিয়ে চলে না ভাই।

৯। আপনার কি মনে হয় নির্বাচনের জন্য বিএনপি ছাড়া কোনো সুগঠিত দল আছে? বিএনপি কি ১৫ বছরের কথা ভুলে গেছে? তারা ক্ষমতায় আসলে, প্রতিদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোক সবগুলাকে গুম করা হবে। আগে ১০ বছর খাবে তারপর দেশের জন্য কোনো কাজ শুরু করবে হয়ত।

??????????????
প্রশ্ন গুলোর উত্তর দিবেন আশা করি।

এক ভাইয়ের এগুলা প্রশ্ন কোন উত্তর দিতে পারতেছিলাম না তাই আপনাদের কাছে শেয়ার করলাম? আসলেই কি ভাইয়ের কথায় সত্য, কোন প্রমাণ তো হাতে পাচ্ছি না

18/07/2024
18/07/2024
20/02/2024

যদি তোমরা প্রকাশে দান কর তবে তাও উত্তম।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Islamic kicu kotha publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Islamic kicu kotha:

Partager