A News 24 Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de A News 24, Création digitale, Democratic Republic of the.

চকরিয়া থানা হাজতে ঝুলন্ত লা*শ উ'দ্ধার তদন্ত কমিটি গঠন,  চকরিয়া থানার সহকারী উপপরিদর্শকসহ তিনজন প্রত্যাহার
22/08/2025

চকরিয়া থানা হাজতে ঝুলন্ত লা*শ উ'দ্ধার
তদন্ত কমিটি গঠন, চকরিয়া থানার সহকারী উপপরিদর্শকসহ তিনজন প্রত্যাহার

ডাকসু নির্বাচনে লড়ছেন চকরিয়ার কৃতি শিক্ষার্থী মোঃ শামীমA News 24
19/08/2025

ডাকসু নির্বাচনে লড়ছেন চকরিয়ার
কৃতি শিক্ষার্থী মোঃ শামীম

A News 24

07/08/2025

পরিচালক পদপ্রার্থী বিকেএম নুরুল কাইছার

01/08/2025

মরহুম এ.কে.এম ইকবাল বদরীর স্মৃতি।

28/07/2025
অভিনন্দনবদরখালীর ঐতিহ্যবাহী শহরিয়া পাড়ার সুধাংশু শীলের প্রথমপুত্র হিরুলাল বিএসসি এর একমাত্র পুত্র অমিত কুমার বাংলাদেশ জা...
28/07/2025

অভিনন্দন
বদরখালীর ঐতিহ্যবাহী শহরিয়া পাড়ার সুধাংশু শীলের প্রথমপুত্র হিরুলাল বিএসসি এর একমাত্র পুত্র অমিত কুমার বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড, অনুর্ধ্ব '১৫ তে সুযোগ পাওয়ায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
জানিয়েছেন Srr Pretham Srr Pretham

তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে

হতাহতদের প্রয়োজন রক্ত সাহায্যে এগিয়ে আসুন
21/07/2025

হতাহতদের প্রয়োজন রক্ত সাহায্যে এগিয়ে আসুন

হাইকোর্টে আরিফের চেয়ারম্যানের পদ পূর্ণবহাল:বসা হলোনা দায়িত্বেহাইকোর্টের আদেশে চকরিয়ার বদরখালী ইউপি চেয়ারম্যান পদ ফিরে পে...
15/07/2025

হাইকোর্টে আরিফের চেয়ারম্যানের পদ পূর্ণবহাল:বসা হলোনা দায়িত্বে

হাইকোর্টের আদেশে চকরিয়ার বদরখালী ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছিলেন নুরে হোসাইন আরিফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আদেশের এক ঘন্টার মাথায় চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউপি চেয়ারম্যান পদে পূর্ণবহালের আদেশ দিয়েছিলো উচ আদালত।

এর আগে ৩০ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক মো:সালা্হউদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করা হয়।

এরপর চেয়ারম্যান পদ ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন নুরে হোসাইন আরিফ।

ওই রিট পিটিশনের আদেশে আজ মঙ্গলবার নুরে হোসাইন আরিফের চেয়ারম্যান পদে পূর্ণবহাল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন আরিফের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।তার মৃত্যুতে এই আইনজীবি তার ফেইসবুক পোস্টে লিখেছেন-

“জীবনে অনেক বড় একটা ধাক্কা খেলাম।
সে আজ হাইকোর্টে একটা মামলায় জিতলো পৌনে চারটার দিকে আর জীবন যুদ্ধে হেরে গেলো পাঁচটার দিকে।
আর আমি হারালাম আমার চাচা, বন্ধু, কাছের জন, আরিফকে। সবার প্রিয় আরিফ চেয়ারম্যান। বাকী জীবন এই ক্ষত হৃদয়ে নিয়ে বাঁচতে হবে। এ বাঁচা কঠিন। অনেক কঠিন।
হে আল্লাহ! তুমি তার আত্মাকে শান্তিতে রেখো।”

২০২১ সালের ২৮ নভেম্বর নুরে হোসাইন আরিফ দ্বিতীয় বার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়।

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ আজ বিকাল ৪টায় স্ট্রোক করে ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহে ওয়া ই...
15/07/2025

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আলহাজ্ব নুরে হোছাইন আরিফ
আজ বিকাল ৪টায় স্ট্রোক করে ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।

মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার দুপুর ২ ঘটিকার সময় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে

সূত্র: আলী মোহাম্মদ কাজল

পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা...পুলিশ পরিচয়ে ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর...
01/07/2025

পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা...

পুলিশ পরিচয়ে ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এ বিষয়ে সব পুলিশ সদস্যকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে রংপুর পুলিশ লাইনসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সদস্যদের এ নির্দেশ দেন আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী।

তিনি বলেন, কোনো পুলিশ সদস্য পুলিশ পরিচয়ে ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি প্রত্যেক সদস্যকে অনলাইন জিডি বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখতে হবে, যাতে সাধারণ জনগণকে আরও উন্নত ও সেবাপ্রবণ সহায়তা দেওয়া যায়।

এ সময় সব সদস্যকে সতর্কতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন মজিদ আলী। একই সঙ্গে পেশাগত উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকারও আহ্বান জানান তিনি।

এদিন সভার শুরুতে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ কমিশনার। এ সময় গত মাসের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন তিনি। পাশাপাশি উপস্থিত অফিসার ও সদস্যদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন।

19/03/2025

অপরাধের স্বর্গ রাজ্য কক্সবাজারের চকরিয়া --মহেশখালীর সংযোগস্থল বদরখালী

14/03/2025

চিটাগাংগা পোয়া

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque A News 24 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager