A News 24 Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de A News 24, Création digitale, Democratic Republic of the.

পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা...পুলিশ পরিচয়ে ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর...
01/07/2025

পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা...

পুলিশ পরিচয়ে ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এ বিষয়ে সব পুলিশ সদস্যকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে রংপুর পুলিশ লাইনসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সদস্যদের এ নির্দেশ দেন আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী।

তিনি বলেন, কোনো পুলিশ সদস্য পুলিশ পরিচয়ে ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি প্রত্যেক সদস্যকে অনলাইন জিডি বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখতে হবে, যাতে সাধারণ জনগণকে আরও উন্নত ও সেবাপ্রবণ সহায়তা দেওয়া যায়।

এ সময় সব সদস্যকে সতর্কতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন মজিদ আলী। একই সঙ্গে পেশাগত উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকারও আহ্বান জানান তিনি।

এদিন সভার শুরুতে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ কমিশনার। এ সময় গত মাসের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন তিনি। পাশাপাশি উপস্থিত অফিসার ও সদস্যদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন।

গোরখোদক মনু মিয়া মারা গেছেনকিশোরগঞ্জ প্রতিনিধি, কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, তি...
28/06/2025

গোরখোদক মনু মিয়া মারা গেছেন

কিশোরগঞ্জ প্রতিনিধি,

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, তিন হাজার মানুষের শেষ বিদায়ের নিঃস্বার্থ সাথী, ‘শেষ ঠিকানার কারিগর’ নামে খ্যাত মো. মনু মিয়া (৬৭) আর নেই।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মনু মিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জীবনের প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহান কাজে, বিনিময়ে কখনো কিছু চাননি। আশপাশের গ্রাম ও জেলাজুড়েও পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে।

প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন তিন হাজারেরও বেশি মানুষের। একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে—এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি।

ঢাকার আইনজীবী এবং এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা জানান, কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

রোকন রেজা বলেন, আমি হাসপাতালে তাকে দেখতে গেলে বলেছিলাম—অনেকে আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায়। তখন তিনি বলেছিলেন, আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করতে। মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন, ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে উঠেননি। তার মৃত্যুতে আমরা একজন দয়ার সাগর, নিঃস্বার্থ মানুষকে হারালাম। এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয়।

স্থানীয়রা জানায়, মনু মিয়া শুধু একজন কবর খননকারী নন—তিনি ছিলেন মানবিকতার প্রতীক। মৃত্যুর পরও বহু মানুষের দোয়া ও শ্রদ্ধায় বেঁচে থাকবেন তিনি।

পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বার্তাঅনলাইন ডেস্কসেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বি...
27/06/2025

পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বার্তা

অনলাইন ডেস্ক

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)।

অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, “মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

26/06/2025

রাস্তা অপরিষ্কারের ভিডিও করায় কন্টেন্ট ক্রিয়েটরকে তু/লে নেওয়ার হু*ম*কির অ*ভিযোগ পৌরসভার বি*রুদ্ধে

ফেসবুকে সব ভিডিওই হবে রিলস, আয় শুধুই রিলস থেকে...বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে...
26/06/2025

ফেসবুকে সব ভিডিওই হবে রিলস, আয় শুধুই রিলস থেকে...

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্ত। এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না- সব ভিডিও-ই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা।

সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন- তা ছোট হোক অথবা দীর্ঘই হোক, সেই সব ভিডিওই নিজে থেকে রিল হিসেবেই পোস্ট হবে। আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার। এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে।

এতদিন ফেসবুকে ভিডিও এবং রিলের জন্য আলাদা আলাদা টুল ছিল। এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে মেটা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিট এবং শেয়ার করতে সক্ষম হবেন।

এই নতুন আপডেটের সঙ্গে সঙ্গে একাধিক ক্রিয়েটিভ টুলও পাওয়া যাবে। যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। ভিডিওর কোনো ধরা বাধা সময়ও থাকবে না। যত বড় ইচ্ছা তত বড় ভিডিও আপলোড করতে পারবেন রিলসে।

এক সময় রিলসের ক্ষেত্রে টাইম লিমিট ছিল ৬০ সেকেন্ড অথবা ৯০ সেকেন্ড। কিন্তু এখন এমন কোনো কিছুই আর থাকবে না। ব্যবহারকারী চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ অথবা একটি ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারবেন। তবে সেই সবকিছুই রিলস হিসেবে আপলোড হবে।

26/06/2025

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
মূল শিল্পী : গীতা দত্ত
কথা :গৌরী প্রসন্ন মজুমদার
সুর :আমল মুখার্জি
কাভার: শিল্পী সুইটি বেগম
সংগীত আয়োজন: শিল্পী মিনহাজ উদ্দিন

চকরিয়া বদরখালীতে পুকুর হতে প্রতিবন্ধি কিশোরের ভাসমানমৃত্যু দেহ উদ্ধারA News ডেস্ক:কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউন...
26/06/2025

চকরিয়া বদরখালীতে পুকুর হতে প্রতিবন্ধি কিশোরের ভাসমানমৃত্যু দেহ উদ্ধার

A News ডেস্ক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের সামনে সমবায় দীঘি হতে মোহাম্মদ লাদেন(১৬) নামে এক কিশোরের ভাসমান মৃত্যু উদ্ধার হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ৭টা ২০ মিনিটের সময় স্থানীয়রা বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের সামনে পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীরা জানান লাদেন প্রায় সময় বদরখালী বাজারে ঘুরাঘুরি করতো এবং কিছু খাওয়ার ইচ্ছে হলে পায়ে ধরে সালাম করতো, সে অন্য দশ জনের মত পাগলামি করতোনা মানুষের কাছ থেকে চেয়ে নিতো, স্থানীয় সচেতন নাগরিকরা বলেন এই ধরনের অসংখ্য লাশ বদরখালীতে বিগত বেশ কয়েকবছর ধরে পাওয়া যাচ্ছে।

নিহত মোহাম্মদ লাদেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ এজারের পুত্র।

নিহত মোহাম্মদ লাদেন এর বাবা মোহাম্মদ এজার বলেন, আমার ছেলেকে গতকাল থেকে অনেক খোজাখুজি করি, পরে আজ সকালে বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে সমবায় দীঘি নামে পরিচিত একটি পুকুরে ছেলের লাশ ভাসতে দেখা যায় খবর পেয়ে ঐখানে যাই, পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করি। তবে আমার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বদরখালীতে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।

24/06/2025

ধ-র্ষ-ণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের বিচার শুরু ...

তিনটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবে বিএনপিA News 24 ডেস্ক :২০১৪, ২০১৮ ও ২০২৪ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের প্রধান ক...
21/06/2025

তিনটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

A News 24 ডেস্ক :

২০১৪, ২০১৮ ও ২০২৪ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের প্রধান কমিশনারসহ বাকি কমিশনারদের বিরুদ্ধে মামলার আবেদন করবে বিএনপি।

রবিবার (২২ জুন) সকাল ১০টায় নির্বাচন কমিশন অফিসে কপি জমা দিয়ে শেরেবাংলা থানায় মামলার আবেদন করা হবে সকাল ১০টা ৪০ মিনিটে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মামলা করার নেতৃত্বে থাকবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ ৩ জন সদস্য।

31/05/2025

পূর্ব বড় ভেওলা ইউনিয়নে তজিয়া গ্রুপের নতুন সদস্য

19/03/2025

অপরাধের স্বর্গ রাজ্য কক্সবাজারের চকরিয়া --মহেশখালীর সংযোগস্থল বদরখালী

14/03/2025

চিটাগাংগা পোয়া

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque A News 24 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager