
19/08/2024
Farzana Sithi মেয়েটা বেয়াদব, ওর অনেকগুলো
সমালোচনারযোগ্য ফটো আছে, ও গাজা খায়, ও বেয়াদব।
আমি শুরু থেকে ওর সবকয়টা ভিডিও দেখছি ও একই সুরে কথা বলে। তখন বেয়াদব মনে হয় নাই কেন?
একই ভাষায় যখন আন্দোলনচলাকালীন পুলিশের সাথে কথা বলছিলো তখন সবাই কুইন বলেছেন।কারন তখনতো আমরা গোলামী করছিলাম,
তখনতো আমাদের মুখ আর হাত সত্য লিখতে বা বলতে ভয় পাইতো। এসব বেয়াদবরাই প্রতিবাদ করতে শেখায়, আর সে খারাপ এটা তার ব্যক্তিগত জীবন!
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় তার অবদান ও হুংকার দেওয়া বর্জ্বকন্ঠ যারা ভুলে যায় তাদের মতো নব্যসুশীল হয়তো দ্বিতীয়বার জন্ম নিবে না! দুঃখিত আমি ভুলে গিয়েছিলাম এই সমাজ আমাদের মতো ভদ্রলোকের বাচ্চাদের।
মুখোশধারী ভদ্রলোক থেকে প্রকাশিত বেয়াদব অনেক ভালো!✊
সব কথার শেষ কথা হলো যে লোকটা ধর্ষণ করেছে তাকে যদি জনগন উত্তম মাধ্যম দেয় আর কেউ হয়তো এই কাজ করতো না। কারণ পুলিশের কাছে দিলে হয় তো মামলা হবে জেল কেটে আবার বাহির হবে।ধর্ষণ তো আর ঠেকাতে পারবে না। হয় মেরে পেলে দু'একটা তাহলে সবাই ভয় পাইবো এই কাজ করতে।