Rtb Sabir যদি মনে হয়;

আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন!

তাহলে জেনে রাখো, তুমি যা চেয়েছিলে এর চেয়েও উত্তম কিছু তিনি দিবেন!'ইন'শা'আল্লাহ!❣️
(1)

16/09/2025

"একটি রাত হয়ে যাক আল্লাহর জন্যে"
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহ

মুহতারাম,
আগামী ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার জোহর থেকে পরদিন ফজরের পর পর্যন্ত রাতাবাড়ী আঞ্চলিকের তত্ত্বাবধানে এবং পূর্ব টঙ্গীবাড়ী যুবসমাজের সার্বিক ব্যবস্থাপনায়, দিন ও রাত ব্যাপী এক মহতী তাবলীগ ও তলক্বিনী জলসা এবং দোয়া মহফিল স্থানীয় পূর্ব টঙ্গীবাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এই মাহফিলে উপস্থিত থাকবেন- উত্তর-পূর্ব ভারতের আমীরে শরীয়ত, ওলিকুল শিরোমণি
হজরত মাওলানা ইউসুফ আলী সাহেব (দা:),তৎসঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুলকিন- হজরত মাওলানা শায়খ জিয়া উদ্দিন সাহেব।তাছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরাম এই মাহফিলে যোগদান করবেন। আপনাদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য। ইতি-তারিখঃ ১৪-০৯-২০২৫ খ্রিঃ

বিশেষ দ্রষ্টব্য: মাহফিলে আগতের জন্য থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা থাকবে। তবে প্রয়োজনীয় বিছানাপত্র সঙ্গে নিয়ে আসার অনুরোধ রইল।
আরজগোজার:
রাত বাড়ী আঞ্চলিক নদওয়ার তত্ত্বাবধানে পূর্ব টঙ্গীবাড়ী যুবসমাজ।

মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ" থাক লাগবেনা ”
31/08/2025

মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ
" থাক লাগবেনা ”

কষ্টটা কে বুঝতে দেই না তাই সবাই ভাবে আমার কষ্ট হয় না !
31/08/2025

কষ্টটা কে বুঝতে দেই না তাই সবাই ভাবে আমার কষ্ট হয় না !

16/08/2025
পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নামজীবনযে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন , ফলাফল কিন্তু মৃত্যুই আসবে । ।
12/08/2025

পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম
জীবন
যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন , ফলাফল কিন্তু মৃত্যুই আসবে । ।

মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই ।কিন্তু পরক্ষনেই মনেপড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমান করে দেখাবো , আমিও পারি ।
07/08/2025

মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই ।

কিন্তু পরক্ষনেই মনেপড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমান করে দেখাবো , আমিও পারি ।

সমাজ কখনোমূর্খদের দ্বারা নষ্ট হয়না , সমাজ তো নষ্ট হয়' শিক্ষিতদের 'মূর্খ আচরণের দ্বারা !
07/08/2025

সমাজ কখনো
মূর্খদের দ্বারা নষ্ট হয়না , সমাজ তো নষ্ট হয়
' শিক্ষিতদের '
মূর্খ আচরণের দ্বারা !

06/08/2025

আজকে এই মেশিন টা এক কোম্পানি থেকে অন্ন এক কোম্পানি তে shift করা হয়েছে।

05/08/2025

TamilNadu

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Rtb Sabir publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Rtb Sabir:

Partager