16/09/2025
"একটি রাত হয়ে যাক আল্লাহর জন্যে"
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহ
মুহতারাম,
আগামী ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার জোহর থেকে পরদিন ফজরের পর পর্যন্ত রাতাবাড়ী আঞ্চলিকের তত্ত্বাবধানে এবং পূর্ব টঙ্গীবাড়ী যুবসমাজের সার্বিক ব্যবস্থাপনায়, দিন ও রাত ব্যাপী এক মহতী তাবলীগ ও তলক্বিনী জলসা এবং দোয়া মহফিল স্থানীয় পূর্ব টঙ্গীবাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এই মাহফিলে উপস্থিত থাকবেন- উত্তর-পূর্ব ভারতের আমীরে শরীয়ত, ওলিকুল শিরোমণি
হজরত মাওলানা ইউসুফ আলী সাহেব (দা:),তৎসঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুলকিন- হজরত মাওলানা শায়খ জিয়া উদ্দিন সাহেব।তাছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরাম এই মাহফিলে যোগদান করবেন। আপনাদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য। ইতি-তারিখঃ ১৪-০৯-২০২৫ খ্রিঃ
বিশেষ দ্রষ্টব্য: মাহফিলে আগতের জন্য থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা থাকবে। তবে প্রয়োজনীয় বিছানাপত্র সঙ্গে নিয়ে আসার অনুরোধ রইল।
আরজগোজার:
রাত বাড়ী আঞ্চলিক নদওয়ার তত্ত্বাবধানে পূর্ব টঙ্গীবাড়ী যুবসমাজ।