Himel zone Hi I'm a Digital Marketer

Loud and clear 🔥
14/02/2025

Loud and clear 🔥


সফলতা অবধি, অপমানই সঙ্গী!💔
06/01/2025

সফলতা অবধি, অপমানই সঙ্গী!💔

এই কথাটাকে আমি অনেক ঘৃনা করি 🙂
22/12/2024

এই কথাটাকে আমি অনেক ঘৃনা করি 🙂

26/08/2024

In sha allah💖

পানির বন্যা হলে ডাক দিও,, রক্তের বন্যা হলে না !😢🤚🚫
16/07/2024

পানির বন্যা হলে ডাক দিও,,
রক্তের বন্যা হলে না !😢🤚🚫

ইতালীয় সম্পর্ক:১ম দিন = সেক্স২য় দিন = আবার সেক্স।ফ্রেঞ্চ রিলেশনশিপ:প্রথম দিন = সিনেমা এবং চুম্বন২য় দিন = সেক্স৩য় দিন...
07/07/2024

ইতালীয় সম্পর্ক:
১ম দিন = সেক্স
২য় দিন = আবার সেক্স।

ফ্রেঞ্চ রিলেশনশিপ:
প্রথম দিন = সিনেমা এবং চুম্বন
২য় দিন = সেক্স
৩য় দিন = আবার সেক্স

ব্রিটিশ সম্পর্ক:
১ম দিন = আড্ডা দেওয়া এবং চুমু
২য় দিন = চুমু ও আলিঙ্গন
৩য় দিন = চুম্বন, আলিঙ্গন এবং স্মুচিং
৪র্থ দিন = সেক্স এবং আরো সেক্স

আমেরিকান রিলেশনশিপ:
১ম দিন = তারিখ
২য় দিন = আলিঙ্গন
৩য় দিন = আবার আলিঙ্গন (উষ্ণভাবে)
৪র্থ দিন = চুম্বন
৫ম দিন = দীর্ঘ চুম্বন
6ষ্ঠ দিন = সেক্স

বাংলাদেশী রিলেশনশিপ:
১ম দিন = টোস্ট
২য় দিন = টোস্ট
৩য় দিন = আবার টোস্ট
৪র্থ দিন = একমত
৫ম দিন = তারিখ
৬ষ্ঠ দিন = আবার ডেট
৭ম দিন = তার তিন ক্ষুধার্ত বন্ধু বা কাজিনদের সাথে আবার ডেট।
অষ্টম দিন = তারিখ এবং আলিঙ্গন
9ম দিন = খোঁচা মারার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।
দশম দিন = পেক
১১তম দিন = চুমু দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।
১২তম দিন = চুম্বন।
১৩তম দিন = দীর্ঘ চুম্বন।
১৪ তম দিন = সেক্স করার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।
15th day= সেক্স করার চেষ্টা করেছিলাম কিন্তু ঝগড়া করেছিলাম
১৬ তম দিন = কথা হয়নি একে অপরের সাথে।
১৭ তম দিন = পরের দিন পর্যন্ত ম্যালিস।
১৮ তম দিন = লোকটি ডাকল কিন্তু মহিলাটি তুলতে পারেনি।
19 তম দিন = লোকটি ফোন করল, মহিলাটি বেছে নিয়ে জিজ্ঞাসা করল: "এটা কি? "
লোকটি ক্ষমা চেয়ে নিল এবং সে উত্তর দিল: "আমাকে একা থাকতে দাও, আমি তোমার মত মেয়ে নই"।
লোকটা পরের দিন পর্যন্ত ভিক্ষা করতেই থাকে।
২০তম দিন= মহিলাটি অযাচিত ক্ষমা গ্রহণ করলেন।
২১তম দিন = আলিঙ্গন।
২২তম দিন = দীর্ঘ আলিঙ্গন।
২৩তম দিন = চুম্বন।
২৪তম দিন = দীর্ঘ চুম্বন।
২৫তম দিন= সেক্স করার চেষ্টা করলেও মহিলা অভিযোগ করেন তার ফোন খারাপ। লোকটি তাকে নতুন একটি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
২৬ তম দিন= সেক্স করার চেষ্টা করেছিলাম কিন্তু মহিলাটি ফোন না কেনা পর্যন্ত বললো।
২৭ তম দিন = সেক্স করার চেষ্টা করলাম কিন্তু মহিলাটি জিজ্ঞেস করল : ফোন কোথায়? "তুমি সিরিয়াস না, সিরিয়াস হলে আমাকে ফোন দিও"।
২৮ তম দিন = "ধর্ষণ"।
২৯ তম দিন= পুলিশ কেস।

গল্প শেষ 😔😂

পিরিয়ড অবস্থায় বাসর ঘরে বসে আছি। অসহ্য লাগছে। ন্যাপকিন টাও বোধয় ড্যামেজ হয়ে আসছে। সময় টা হয়তো সাড়ে এগারো টা ছুই ছুই। বর ...
07/07/2024

পিরিয়ড অবস্থায় বাসর ঘরে বসে আছি। অসহ্য লাগছে। ন্যাপকিন টাও বোধয় ড্যামেজ হয়ে আসছে। সময় টা হয়তো সাড়ে এগারো টা ছুই ছুই। বর টাও আসার কোন খবর নেই। চৈত্র মাসের প্রায় শেষদিক চলছে। আজকে হয়তো কালবৈশাখী ঝড় উঠতে। আমার আবার একটা ঝড়ের সময় ভয়টা একটু বেশিই লাগে। আজ প্রথম রাত বিয়ের। মানুষটাকে আজই প্রথম দেখেছি বিয়ের সময় আর দেখা হয় নি। বাবাই বিয়ের সব কথা পাকাপোক্ত করেছেন। বাবার প্রতি বিশ্বাস ছিলো এবং আছে। তিনি আমার কোন খারাপ মানুষকে চুজ করতে পারেন না। তবুও এই অবস্থায় নিশ্চয়ই তিনি যদি তার পুরুষত্বের প্রভাব টা ঘাটায় তাহলে অনেক কস্টকর হয়ে যাবে। বিশ্বাস তো আর করা যায় না।
খুব অসস্তি লাগছে। সেই এগারো টা বাজে এই বদ্ধ ঘরটায় আমায় রেখে গেছেন আমার ননদী। তার আচরণ টা তে বুঝতে পেরেছি আটদশ টা ননদের মত তিনি নন। বাকীটা পরে বুঝা যাবে।
মনে আশঙ্কা। শরীর টাও ভালো লাগছে না। মনে এতটা আশঙ্কা থাকতো না। যদি না শরীর টা ভালো থাকতো। আতঙ্ক টা ক্ষনে ক্ষনে বেড়েই চলেছে। অচেনা একজন মানুষ। তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর। যদিও আমারও আছে তার প্রতি। তবুও সে যদি চায় আমি কি না করতে পারবো। সে তো আর একটা মেয়ের এই অসহ্যনীয় যন্ত্রণার কথা টা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুদা টা নিবারন করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মত অবস্থা হয়ে যাবে।
ঘড়ির কাটা এখন এগারো টা বেজে পঞ্চাশ মিনিট। বাহিরে ঝুম বৃষ্টি সাথে অতি বেগে বাতাসও বইছে। একলা ঘরে বসে আছি। ঘরটা মোটামুটি ভালো করেই ফুল দিয়ে সাজানো। খুব সুন্দর সুগন্ধ আসছে ফুলের।
হুট করেই ঘরের দরজা টা খুলে কেউ একজন কাকভেজা হয়ে রুমে প্রবেশ করলো। হাতে একটা বাক্স আর একটা শফিং ব্যাগ।
দেখেই বুঝতে পারলাম এতক্ষণ যার জন্য এই একলা ঘরে অপেক্ষা করছিলাম ওনিই সে মানব।
আমার হাতে শফিং দিয়ে বলে উঠলো...
ওনিঃ ওয়াসরুমে গিয়ে চেঞ্জ করে আসো।
মুখ দিয়ে কিছু না বলে মাথা ঝাকিয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে ওয়াসরুমে আসলাম।
ব্যাগটা খুলে দেখলাম। একটা সুতি ওয়ান পিচ জামা সাথে একটা প্লাজু সাথে একটা প্যাকেট করা জিনিস। প্যাকেট খুল দেখি যে একটা ন্যাপকিনের প্যাকেট। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে ঠাই দাড়িয়ে রইলাম। মাথায় কিছুই আসছে না। লোকটা বুঝলো কি করে...?
আর কিছু ভাবতে পারবো না...বেরিয়ে একবারে জিগ্যেস করে নিলে জানা যাবে। এই মুহুর্তে আমার কাজ আমি করি।
চেঞ্জ করে এসে দেখি ওনিও ভেজা জামা চেঞ্জ করে একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়েছেন। সাথে একটা লুঙ্গি পড়েছেন পুরোই বাঙালী।
বডি টাও জোস বানিয়েছে। শ্যাম বর্ণের মানুষ টা। মুখে তেমন দাড়ি নেই। থুতনিতে হালকা কিছু দাঁড়ি ছোট ছোট।
ফোনে কি যেন করছিলো।
উহুম...
এভাবে গলা ঝাকা না দিয়ে মুখ দিয়ে কথা বলতে কি কোনো সমস্যা..? (ওনি)
নাহ তা না...
তাহলে...
কিছু না...
কিছু বলবে..?
হুহ..
বলো..
আমার যে ওটা লাগতো।। আপনি বুঝলেন কি করে???(আমি)
বিয়ের সময়...তোমার অস্থিরতার দ্বারাই বুঝতে পেরেছি...
অস্থিরতাটা হয়তো অন্য দিক থেকে ছিলো...?
তবে বসতে আনইজি ফীল করাটা..?(ওনি)
হুম...
বসা থেকে উঠে টেবিলের উপর থাকা বাক্স টা খুলে। আমায় কাছে ডাকলো।।।
একটা কেক রাখা।
শুভ জন্মদিন মিস অনু...
অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম...লোকটা জানলো কি করে যেখানো আমি নিজেই ভুলে গিয়েছি আজ আমার জন্মদিন।
পরপর দুইটা বিস্ময় আমায় বিস্মিত করে দিয়েছে।
সরি তোমাকে একটু বেশিই ওয়েট করতে হয়েছে। শুধু কেকটা হলে বন্ধু দের বললে ওরা নিয়ে আসতো তবে তোমার অতি প্রয়োজনীয় জিনিস টা তো ওদের দিয়ে আনাতে পারি না...(ওনি)
আপনি জানলেন কি করে আজ আমার জন্মদিন...? (অবাকের স্বরে)
নিকাহ নামাতে স্বাক্ষর করার সময় তোমার জন্মতারিখ টা আমার চোখে পড়েছিলো....ভাবলাম আজ রাত টা এই বিষয় নিয়ে অন্তত স্মৃতিময় করা যেতে পারে....
(ওনি)
লোকটার কথা বলার অঙ্গিভঙ্গি গুলো দেখছি আর অবাক হচ্ছি। অবাক হওয়া কি সত্যের নাকি তাকে আমার মনে ধরেছে।
কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিলাম।
শোনো ঘুমিয়ে পড়ো তোমার ঘুমানোর দরকার...(ওনি)
আপনি ঘুমাবেন না....
হুম
দুজন ঘুমিয়ে পড়েছি।
সকালে ঘুম ভাঙ্গার সাথে সাথেই অবাক হয়ে চেয়ে রইলাম কিছু বলার ভাষা আমার নেই...

অনেক দিন এভাবে বাড়ি ফিরা হয় না🤧
25/06/2024

অনেক দিন এভাবে বাড়ি ফিরা হয় না🤧

🙂
23/05/2024

🙂

21/05/2024

কেউ কাউকে দীর্ঘদিন পছন্দ করে না।😅❤️‍🩹

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
28/04/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।......
😌😌
ShShahriar Himel

শিক্ষায় ১৩৭ টা দেশের মধ্যে ১২৪ তমফুটবলে ২০৪ টা দেশের মধ্যে ১৯২ তমবিশ্বের অবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা ২য়দুর্নীতিতে ২০৪ ট...
16/04/2024

শিক্ষায় ১৩৭ টা দেশের মধ্যে ১২৪ তম
ফুটবলে ২০৪ টা দেশের মধ্যে ১৯২ তম
বিশ্বের অবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা ২য়
দুর্নীতিতে ২০৪ টি দেশের মধ্যে বাংলাদেশ ৭ম
স্বাস্থ্যসেবায় ১৬৭ টা দেশের মধ্যে ১০৬ তম
সুখী দেশের তালিকায় ১৩৭ দেশের মধ্যে ১১৮ তম

আর কলাবিজ্ঞানীরা এসেছে ৯০০০ লিটার রং ব্যবহার করে আল্পনা এঁকে রেকর্ড গড়তে!

দেশ গোল্লায় যাক, তোরা চেতনা আর সংস্কৃতি চর্চা কর!

Shahriar Himel ©️

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801621249201

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Himel zone publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Himel zone:

Partager