16/07/2025
❝ভালোবাসার মানে কী? আমি কিভাবে বুঝবো আমার ভালোবাসাটা সত্যি?❞ 💔❤️
ভালোবাসা মানে কি শুধু “ভালো লাগে”? না…
ভালোবাসা মানে মনে পড়া, যত্ন নেওয়া, পাশে থাকা, বোঝার চেষ্টা করা।
তাহলে আমি কিভাবে বুঝবো, সে আমায় সত্যিকারের ভালোবাসে কিনা?
🤍 ভালোবাসার কিছু চিহ্ন: ➤ তুমি কষ্টে থাকলে সে টের পায়।
➤ তোমার কথা, পছন্দ, স্বাধীনতা – সব কিছুকে সম্মান করে।
➤ শুধু নিজের কথা ভাবে না, তোমার কথাও ভাবে।
➤ ঝগড়া হলেও সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে।
➤ সময় দিলে রেসপন্স করে, না পারলে অন্তত বলে “পরে কথা বলবো”।
💭 কিন্তু যখন কেউ বারবার বলে “ব্যস্ত”, “কার্টুন দেখছি”, “পরে কথা বলি”—
আর কখনোই মন থেকে সময় দেয় না, তখন প্রশ্ন আসা স্বাভাবিক...
🤔 তবে কিভাবে বুঝবো রিয়েল লাভ পেয়েছি কিনা? ✅ সে পাশে থাকে শুধু খুশির দিনে না, কষ্টের সময়ও।
✅ সে তোমাকে ছোট করে না, বরং ভালো কিছুতে অনুপ্রাণিত করে।
✅ তোমার গুরুত্ব বুঝে — শুধু মেসেজের রিপ্লাই না, মন দিয়েও সাড়া দেয়।
✅ সবসময় না হোক, কিন্তু সময় পেলে তোমার সাথেই কাটাতে চায়।
✨ রিয়েল লাভ মানে শুধু বলা “ভালোবাসি” না,
রিয়েল লাভ মানে— প্রমাণ করা, অনুভব করানো, আর ধরে রাখার চেষ্টাটা করা।