06/04/2025
রা*ফাহ নিশ্চিহ্ন হয়ে গেছে, সেখানে আর কেউ নেই। গা*জা ও প্রায় শেষ ফি*লি*স্তি-নে আর উল্লেখযোগ্য কিছু হয়তো থাকবেনা। এখন পৃথিবীর বৃহত্তম কবরস্থান ফি*লি*স্তি*ন। যেখানে মানুষ ও মানবতাকে দা*ফন করা হয়েছে। মুসলিম বিশ্ব কি জবাব দিবে আল্লাহর দরবারে। দোয়া দিয়ে সব পরিবর্তন হয়না, তোমরা নারী, মদ ও ক্ষমতা লই পইড়া থাকো। মুসলিম বিশ্ব আল্লাহর গজব ও আযাবের জন্য প্রস্তুত হও।
সেখানে জায়গায় জায়গায় ফ্লো'রিন বো*মা ব্যবহার করা হচ্ছে এবং প্রতি ২০ সেকেন্ডে একটি করে মি*সা*ইল লঞ্চ করা হচ্ছে। পুরো গা*জা বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে!
আলজাজেরা,CNN ,NBC সব সংবাদকর্মীদের গা*জা ছাড়ার জন্য আল্টিমেটাম দিয়েছে IDF (isr*ael Defence force )