
27/12/2023
ফ্রিল্যান্সিং কি? কেন করব?
বর্তমান সময়ের সেরা প্রশ্ন গুলোর মধ্যে একটি। বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়া দুঃস্বপ্নের মতো। আর সরকারি চাকরি তো সোনার হরিণ।
এমতাবস্থায়, একজন ফ্রিল্যান্সার সহজেই হাল ধরতে পারেন নিজের এবং পরিবারের। ফ্রিল্যান্সিং এমন একটা প্লাটফর্ম যার মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে করা যায়। অনলাইন মার্কেটপ্লেসে কাজ অর্থাৎ কনটেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি থেকে টাকা ইনকাম করা যায়।
ফেইসবুক এ সারাদিন পরে না থেকে ফ্রিল্যান্সিং করুন। নিজে সমৃদ্ধ হোন, পরিবারকে সাহায্য করুন। ফ্রিল্যান্সিং ই পারে বেকারত্বের মতো অভিশাপ দূর করতে।
👇
ফ্রিল্যান্সিং যাএা শুরু করার আগে এই ৫ টি বিষয় দেখে ফ্রিল্যান্সিং শুরু করবেন!
১-আপনাকে প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে!
২-আপনি এমন একটি প্রতিষ্ঠান থেকে শুরু করুন যেখানে টিচার প্যানেল টপ রেটার ফ্রিল্যান্সার!
৩-যেখানে আপনাকে বেসিক শিখিয়ে তার পরে অ্যাডভান্স শিখানো হবে!
৪- লাইভ টাইম সাপোর্ট দিবে!
৫- ইনকাম সুনিশ্চিত এর পথ করে দিবে!
আপনি যেখান থেকে শুরু করুন না কেন এই বিষয় গুলো খেয়াল রাখবেন এবং তথ্য প্রুভ নিয়ে যাচাই-বাছাই করে নিবেন, ইনশাআল্লাহ
বর্তমান যুগ দক্ষতার যুগ! তো কিভাবে হবেন দক্ষ?
কোন পথটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে?
এরকমন হাজারো প্রশ্ন নিয়ে আয়োজিত হতে যাচ্ছে আমাদের অসাধারণ একটি ফ্রী ক্লাস!
কিভাবে করবেন এ ক্লাস?
তা জানতে যোগাযোগ করুন কমেন্ট বক্সে অথবা নক করেন ইনবক্সে!
Classroom Bangladesh