Why Bangladeshi players always make me cry ?

Why Bangladeshi players always make me cry ? Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Why Bangladeshi players always make me cry ?, Créateur de vidéos, Democratic Republic of the.

আগামীকাল রাত আটটায় ডরিভাল জুনিয়র তার কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করবে তিনি কেমন স্কোয়াড ঘোষণা করবে আমি জানিনা তবে আম...
09/05/2024

আগামীকাল রাত আটটায় ডরিভাল জুনিয়র তার কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করবে
তিনি কেমন স্কোয়াড ঘোষণা করবে আমি জানিনা
তবে আমি আমার পছন্দের একটা লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম
আর শেষে নেইমারকে নিয়ে কিছু কথা শেয়ার করব

Goalkeeper: এখানে প্রথম পছন্দ অবশ্যই এলিসন বেকার থাকা উচিত এবং আমি তাকেই রাখবো
তবে সেকেন্ড চয়েস হিসেবে এডারশন আমার পছন্দ নয় তাই আমি তাকে রাখছি না , ব্রাজিলের অবশ্যই একজন পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার প্রয়োজন এক্ষেত্রে লুইজ জুনিয়র বেস্ট অপশন এবং লুকাসপেরি আমার পছন্দের হলেও বেন্টো নিজেকে ব্রাজিল জাতীয় দলে প্রমান করায় আমি তাকে রাখবো
So তিনজন গোলকিপার Allison, Luiz junior, bento

Left back: এ পজিশনে বহু বছর ধরে ব্রাজিল ভুগতেছে তাই এই পজিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আবার হামেস রদ্রিগেজ, মেসি কে আটকাতে হবে
Wendel হয়তো di mariya, foden , bukayo saka এরকম বড় বড় কিছু প্লেয়ারদের পকেটে রাখতে পেরেছে কিন্তু তার চেয়ে ভালো অপশন এভাইলেবল আছে
আমার চয়েজ Carlos Augusto এবং Kaio Henrique

Right back : মূলত দানি আলভেজের অভাবটা আমরা এখন টের পাচ্ছি , Yan kouto ভালো করলেও সে ডিফেন্সিবলি দুর্বল
Yan kouto আমার অনেক পছন্দের একটা প্লেয়ার কিন্তু তার আরো ইমপ্রুভমেন্ট দরকার , সে সিটিতে যাওয়ার পর জাতীয় দলে আসুক/ মাদ্রিদ ওকে নিয়ে আসুক তারপর জাতীয় দলে সুযোগ পাক এখন তাকে আমি চাই না আর Venderson অনেক ভালো করতেছে তাই সে সুযোগ ডিজার্ভ করে
আমার চয়েজ Venderson, Danilo

Centre back : থিয়াগো সিলভার অভাব পূরণ হবার নয় কিন্তু Eder militao , bremar অনেক ভালো করতেছে সাথে Gabriel Magallanes ও ( যদিও সে ক্লাবের জন্য ন্যাশনালে ম্যাচ মিশ করে তবুও সে কোপা খেলবে) সাথে বেরালদো কে রাখা যায়
My choice: Eder militao, bremar, gabriel Magallanes, Lucas beraldo

Central defensive mid : কাসেম কাকা ছাড়া কোন কথা নয় তবে উরুগুয়ে/ আর্জেন্টিনা যাদের মিডফিল্ড শক্তিশালী তাদের বিরুদ্ধে Andre কে খেলানো উচিত
তো Casemiro, Andre

Central midfield: এখানে Bruno gumaries , doglas luiz, , Joao gomes ছাড়া কোচ চাইলে আরো কাউকে রাখতে পারে
Bruno gumaries, doglas luiz will be my choice and also Gabriel Mac

Attacking midfield: এই পজিশনে Lucas paqueta বেস্ট অপশন যেহেতু নেইমার নেই তবে Andres pareira কে কিছু মিনিট সুযোগ দেয়া যেতে পারে
So , Lucas paqueta, Andres Pareira

Left wing : এই একটা পজিশনে তারকার ছড়াছড়ি। আছে Vinicius, Rodrigo, martinelli, Savinho, Wendel তবে Savinho বিভিন্ন পজিশনে খেলতে পারায় আমি তাকে রাখবো পাশাপাশি আমি যদি কোচ হতাম অবশ্যই রদ্রিগো কে লেফটে ফিক্স করতাম , মার্টিনেল্লি ফর্মে নাই
তাই Vinicius, Rodrigo, savinho

Striker: বর্তমানে অনেকেই ভালো করছে তবে Richarlison যতো খারাপ প্লেয়ার হোকনা কেনো সে স্টার্ট করবে এবং তার পাশাপাশি Joao pedro , endrick, Marcos Leonardo কে রাখা যেতে পারে তবে আমার মনে হয় Dorival junior হয়তো Marcos Leonardo কে সুযোগ না দিয়ে Mathus Cunha কে সুযোগ দিবে
আমার পছন্দ Richarlison, endrick, Marcos Leonardo

Right wing : বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় মাথাব্যথা হয়তো এই পজিশন টা নিয়েই কারণ Raphinha বার্সায় ভালো করলেও ব্রাজিলের প্রত্যাশা পূরণে যথেস্ট নয় , Rodrigo আর Savinho ওরা কেউই ন্যাচারাল Right winger না এবং আর কেউ নেই 🤧 তাই আমার মনে হয় Estavio Williams কে এনে বিশাল একটা চমক দেওয়ার এটা উপযুক্ত সময়, এর আগেও পেলে , রোনালদো নাজারিও কে দিয়ে সাফল্য ধরা দিয়েছিল তাই রিস্ক নেয়া যেতেই পারে আমি দুজনকেই রাখছি
Raphinha, estavio Williams
তো সব মিলিয়ে আমার স্কোয়াড দারালো :
Goalkeeper: Allison, bento , luiz junior
Left back: Carlos Augusto, Kaio Henrique
Centre back: Eder militao, bremar, gabriel Magallanes, Lucas beraldo
Right back: Venderson, Danilo
Midfielders : Casemiro, Andre, doglas luiz, Joao gomes, bruno gumaries, Lucas paqueta, Andres Pareira
Left wing: Vinicius, Rodrigo, savinho
Right wing: raphinha, estavio Williams
Striker: richarlison, endrick, Marcos Leonardo
এদের মধ্যে ২৩ জন / ২৬ জনকে নিলে অনেক ভালো একটা স্কোয়াড হয়ে যাবে

এবার আসি নেইমারের ব্যাপারে, লাস্ট ইংল্যান্ড ও স্পেনের সাথে দুই ম্যাচে রিচার্লিসন ইনজুরিতে থাকার পরও স্কোয়াডে ছিল তাই নেইমারকেও স্কোয়াডে রাখা উচিত কারণ খেলা শুরু হতে দেরী আছে, ততোদিনে নেইমার ফিট হয়ে যাবে
আশা করি ডোরিভাল স্কোয়াড নিয়ে হতাশ করবে না

🏟 1018 Games🎯 236 Assists⚽ 76 goals🏆 43 TrophiesHappy Birthday To The Best Right-back Of Our Generation and One Of The G...
06/05/2024

🏟 1018 Games
🎯 236 Assists
⚽ 76 goals
🏆 43 Trophies

Happy Birthday To The Best Right-back Of Our Generation and One Of The Greatest Fullback Of All-time Dani Alves. 🇧🇷🤍

রাতের খেলা নিয়ে কিছু কথা ;প্রথমেই প্রেডিকশন  - প্রথম গোল করবে বায়ার্ন ডিফেন্ডার জসোয়া কিমিখ এবং ম্যাচ জেতাবে রদ্রিগো ...
30/04/2024

রাতের খেলা নিয়ে কিছু কথা ;
প্রথমেই প্রেডিকশন - প্রথম গোল করবে বায়ার্ন ডিফেন্ডার জসোয়া কিমিখ এবং ম্যাচ জেতাবে রদ্রিগো
এবার কিছু ফ্যাক্ট শেয়ার করি :

বায়ার্ন কোচ থমাস টুখেল কখনো কোন টুর্ণামেন্ট এর সেমি ফাইনাল হারেনি

থমাস টুখেল এর সাথে মাদ্রিদ এর কিছু পুরনো হিসেব বাকি আছে যা আজ হয়তো মাদ্রিদ চুকিয়ে নেবে

বায়ার্ন মিউনিখের সাথে ডন কার্লো আনচেলত্তিরও কিছু হিসেব বাকি আছে কারণ এটা সেই বায়ার্ন মিউনিখ যেই দলের দায়িত্ব নেওয়ার মাত্র ৬ দিনের মধ্যে ডন কার্লোকে বরখাস্ত করা হয়

শেষ দশ বছরে মাদ্রিদের ৫ টা উচল জয়ের পেছনে পরোক্ষভাবে বায়ার্নের সাথে সেই ২০১২ সালের পরাজয়ের তিক্ততা জরিয়ে আছে

বায়ার্ন মিউনিখ উচল নক আউটে শেষ ১০বারের দেখায় শুধুমাত্র একবার জিততে পেরেছে যেটা ২০২০ সালের সিঙ্গেল লেগের ম্যাচ ( কোন ডাবল লেগ ম্যাচ জিততে পারেনি)

থমাস টুখেল ও কার্লো আনচেলত্তি এমন কোচ যারা কোন ম্যাচে কোন ট্যাকটিকস প্রয়োগ করবে তা কেউ যানে না

শুভ জন্মদিন ফুটবলের প্রথম ভালবাসা ও ব্রাজিলিয়ান মাদ্রিদিস্তা হওয়ার একমাত্র কারণ রিকি কাকা
22/04/2024

শুভ জন্মদিন ফুটবলের প্রথম ভালবাসা ও ব্রাজিলিয়ান মাদ্রিদিস্তা হওয়ার একমাত্র কারণ রিকি কাকা

16/04/2024

চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনাল বাধা কে কে টপকাবে!!
কারা যাবে সেমিতে 🤔
উসমান ডেম্বেলেকে কি লুইস ফিগোর মতো অপমান করা হবে ?

14/04/2024

Uefa 🗣️ ২৩/২৪ সিজনের উচল কে কে নিতে চাস লাইনে দাড়া

Rodrigo: আমরা থাকতে আর কে নিবে উচল 😏

হালান্ড: রোবট আভিবি জিন্দা হে 🥱

রোদ্রিগো : যাদের উচল সংখ্যা আমার নু*নুর চেয়ে কম তাদের সাথে তর্কে জড়াই না 🥴

হালান্ড : সরম দিলা ভাইরে 🤐🤐

রোদ্রিগো : সালা গে তুই রুডিগার এর সাথে চুমাচুমি কর যাহ 😒 তোর উচল নেওয়া লাগবে না 😊

হালান্ড : আমি চুমাচুমি করি বলেই সিলভা , গ্রিলিশ , ফোডেন ফাঁকা পেয়ে তোদের ঠা*পায় 😜

রোদ্রিগো : 🥹😠 দেখে নেবো আমি তোদের 😠

হালান্ড: যাইরে পিচ্চি সামনে সপ্তাহে দেখা হবে আর তেই কি দেখবি 🙄 তোদের বেঞ্চে প্লেয়ার কই?

রোদ্রিগো : যা যা ডন কি কি করতে পারে ভূলে গেছিস আর দরকার পড়লে ইব্রাহিম কে নামিয়ে আমি সাব হবো 😏

( ঘাস পরীক্ষা করতে করতে এগিয়ে আসছে জাভি )

রোদ্রিগো : কি মামু কি দেখেন 😃

জাভিবাল: দেখতাছি ঘাস ঠিকঠাক থাকলে এইবার উচল আমরাই জিতবো 🙂

রোদ্রিগো : আমার এক হাতে আঙ্গুল কয়টা ?🤨

জাভিবাল: পাঁচটা কেনো 🙄

রোদ্রিগো : ওই পাঁচটা আঙুলের দাগ যখন গালে বসবে তখন উচল জেতার শখ মেটে যাবে 😒

জাভিবাল: কি 😠 তুই আমায় চর দিবি ?,😠

রোদ্রিগো : না আমি না ডন দাদু বললো 🤐

জাভিবাল : ওহ তাই বল তবে উচল আমরাই জিতবো 😎

রোদ্রিগো : যাদের উচল এক হাতে গোনা যায় তাদের সাথে তর্কে জড়াই না 😜

জাভিবাল: বলে নে বলে নে যেদিন আমার ঘাস এক্সপেরিমেন্ট সফল হবে দেখিয়ে দেবো 😑

রোদ্রিগো : রাস্তা মাপেন মিয়া 🥱

কামাভিংগা : Savage bro savage 😎

সিমিয়নে : এইবার গরমে তরমুজ ব্যবসা থেকে অনেক আয় করলাম এখন উচল জিততে পারলেই শেষ অবসর নিয়া নিবো 🙃

রদ্রিগো: আরে ও তরমুজ ব্যাপারি তোমার রাস্তায় রিয়াল মাদ্রিদ আছে ভুলে গেলা ? 🙄

সিমিয়নে : চুপ কর পিচ্চি 😒 এখন আর তোদের ওই নুডলস মাথা রোনালদো নাই যে আমায় আটকাবে 😏

রোদ্রিগো : ব্রেকিং নিউজ তরমুজের দাম কেজি প্রতি বেড়ে ৪০০ টাকা 🫣

সিমিয়নে : কিসের উচল আমি গেলা..................ম

রোদ্রিগো : যাও গিয়ে তরমুজের ব্যবসা করো টাটা 😙🫰

কেইন : আমায় কিভাবে তাড়াবি ? আমার তো তরমুজের ব্যবসা নেই 🙂

রোদ্রিগো : হ্যারি কেইন উমমম 🤔 যাও পারলে জিতে দেখাও 😁

ব্যাকগ্রাউন্ডে দর্শক : Kane is cursed , kane is cursed , kane is cursed

কেইন: ( কানে হাত দিয়ে) নাআআআআআআআআ

রোদ্রিগো : আরো একটা গেলো 😒

এমবাপ্পে : কাছুয়া 🐢 আভিবি জিন্দা হে 😃

রোদ্রিগো : তু কনসি খেত কা মুলি? 🙄 জলদি মাদ্রিদ আযা 😃

এমবাপ্পে: পেহলে উচল জিতনে দে 🙃

রোদ্রিগো : সালা আমি আশার আলো দুই বছর আগে তোর আশার কথা ছিল আর তুই এখনো ওই কৃষকদের হয়ে উচল জিতার আশা করিস বান*চত?

এমবাপ্পে: আমি ক্ষেপে গেলে সব পারি সেটা মেসির থেকে জেনে নিস 🥱

রোদ্রিগো : হ্যা তুই কি ছিঁড়তে পারিস জানা আছে পারলে এইবার মাদ্রিদ এসে দেখা 🥴

এমবাপ্পে: আমি গেলাম আর উচল , বেলুন নিয়েই মাদ্রিদে ফিরবো ভালো থাকিস 😊

সাকা : আরে আমাদের তো দেখি কেউ গুনেও না 🙂

রিউস: Uss brother 🥹

রোদ্রিগো : তোরা পরেরবার চেষ্টা করিস এইবার ডিস্টার্ব করবি না 😒

ফন ডাইক: আমরা থাকলে তোদের দেখিয়ে দিতাম 😏 প্রতিশোধ নিবো একদিন 😏

রোদ্রিগো : ওই দেখ ভিনি আসতেছে 😆

ফন ডাইক: মামনি বাঁচাও 😨

রোদ্রিগো : 🤣🤣🤣 কেউ নাই

ফন ডাইক : সালা 😠

রোদ্রিগো : ক্যামেরা ভোভো ক্যামেরা ভোভো

ফন ডাইক : আআআআআআআআআআআআআ🏃🏃🏃🏃

সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্ব। খেলার জগতে ‘অবিশ্বাস্য’ শব্দটা একটু মাত্রাতিরিক্ত ব্যবহার হয়। তবে বিশ বছর আগে ৩ জুন সন্ধ...
10/04/2024

সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্ব। খেলার জগতে ‘অবিশ্বাস্য’ শব্দটা একটু মাত্রাতিরিক্ত ব্যবহার হয়। তবে বিশ বছর আগে ৩ জুন সন্ধ্যায় আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছিলেন রবার্তো কার্লোস। ফুটবলে তখন পর্যন্ত চেনাজানা জগতের বাইরে এমন এক গোল করেছিলেন, পদার্থবিদ্যার সূত্রগুলোও যেন সেদিন হার মেনে নিয়েছিল তাঁর কাছে।
খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না সেটি। টুর্নোয় ডি ফ্রান্স নামের এক প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ফ্রান্স। ম্যাচের ২১ মিনিটে ফ্রান্সের অর্ধে ফ্রি-কিক পায় ব্রাজিল। গোলপোস্ট থেকে ৩৫ মিটার দূরের ফ্রি-কিক নিয়ে খুব একটা চিন্তিত ছিল না কেউ। প্রায় মাঝমাঠ থেকে দৌড়ে এসে কার্লোসের শট নেওয়ার পরও না। কারণ সে শট যে বাঁক নিয়ে ছুটছিল গোলবারের অনেক বাইরে দিয়ে। মাঝপথেই হঠাৎ দিক বদলে গেল বলের। ফ্রেঞ্চ গোলরক্ষক ফ্যাবিয়েন বার্থেজকে স্তব্ধ করে সেই বলই জায়গা করে নিল জালে!
গোলটি হয়ে যাওয়ার পর তা বিশ্বাস হচ্ছিল না কার্লোসেরও। ফ্রান্সের খেলোয়াড়েরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন মাঠে। এ কী করে সম্ভব! সে অবিশ্বাস এখনো তাড়া করছে সবাইকে। রবার্তো কার্লোস নিজেও যে জানেন না কীভাবে হয়েছে সে গোল, ‘সত্যি বলছি, আমার নিজেরও কোনো ধারণা নেই কীভাবে করেছিলাম। এটা খুব সুন্দর একটা গোল ছিল অনেক পরিশ্রম ও অনুশীলন করতে হয়েছে এর জন্য।’
এমন গোল যে সব সময় করা সম্ভব নয়, সেটা কার্লোস নিজেও ভালো জানতেন। এ জন্যই ওই কীর্তি আর কখনো করার চেষ্টা করেননি, ‘আমি আর কখনো এ চেষ্টা করেনি। কারণ জানতাম আমার দ্বারা এটা আর কখনো করা সম্ভব নয়।’ তবে কার্লোসের ধারণা, বর্তমানে অনেক খেলোয়াড়ের পক্ষেই এমন গোল করা সম্ভব। সে কারণেই প্রথম ব্যক্তি হিসেবে এমন গোল করতে পেরে গর্বিত তিনি, ‘বর্তমানে অনেকেই ভালো শট নিতে পারে। হয়তো সময় লাগবে, তবে কেউ না কেউ এমন গোল করবেই। কিন্তু আমিই সর্বপ্রথম থাকব।’
তবে বিজ্ঞান বলছে, এমন গোল আবারও দেখা খুব কঠিন। কার্লোসের ওই গোলের পর চমকে ওঠা বিজ্ঞানী মহল নতুন করে গবেষণা শুরু করে দিয়েছিলেন এই বিষয় নিয়ে। তাতে এ সিদ্ধান্ত বেরিয়ে আসে, গোল থেকে দূরত্ব, শটের গতি, বলের নির্দিষ্ট একটি স্থানে কার্লোসের পায়ের ছোঁয়া মিলিয়েই এমন একটা দৃশ্য সৃষ্টি হয়েছিল। প্রায় অলৌকিক ঘটনা বলা যায় একে, আবার কখনো এমন কিছু ঘটার সম্ভাবনা তাই খুবই কম।
অবিশ্বাস্য এই সৃষ্টির মূল কারিগরের আজ জম্মদিন। তাই জম্মদিনে অনেক অনেক শুভকামনা রইলো তাঁর জন্য।

Happy Birth day Roberto Carlos ♥🇧🇷♥

© আরিয়ান শাহরিদ ফ্রম Football Freak™

09/04/2024

বার্নাব্যুর মৃত্যুকুপে সিটিজেন দের সুস্বাগতম 🫣

27/03/2024

হবে নাকি সম্পূর্ণ ভিডিও ?
সবাই পেইজটা ফলো করুন 🤧

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Why Bangladeshi players always make me cry ? publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager