
09/05/2024
আগামীকাল রাত আটটায় ডরিভাল জুনিয়র তার কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করবে
তিনি কেমন স্কোয়াড ঘোষণা করবে আমি জানিনা
তবে আমি আমার পছন্দের একটা লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম
আর শেষে নেইমারকে নিয়ে কিছু কথা শেয়ার করব
Goalkeeper: এখানে প্রথম পছন্দ অবশ্যই এলিসন বেকার থাকা উচিত এবং আমি তাকেই রাখবো
তবে সেকেন্ড চয়েস হিসেবে এডারশন আমার পছন্দ নয় তাই আমি তাকে রাখছি না , ব্রাজিলের অবশ্যই একজন পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার প্রয়োজন এক্ষেত্রে লুইজ জুনিয়র বেস্ট অপশন এবং লুকাসপেরি আমার পছন্দের হলেও বেন্টো নিজেকে ব্রাজিল জাতীয় দলে প্রমান করায় আমি তাকে রাখবো
So তিনজন গোলকিপার Allison, Luiz junior, bento
Left back: এ পজিশনে বহু বছর ধরে ব্রাজিল ভুগতেছে তাই এই পজিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আবার হামেস রদ্রিগেজ, মেসি কে আটকাতে হবে
Wendel হয়তো di mariya, foden , bukayo saka এরকম বড় বড় কিছু প্লেয়ারদের পকেটে রাখতে পেরেছে কিন্তু তার চেয়ে ভালো অপশন এভাইলেবল আছে
আমার চয়েজ Carlos Augusto এবং Kaio Henrique
Right back : মূলত দানি আলভেজের অভাবটা আমরা এখন টের পাচ্ছি , Yan kouto ভালো করলেও সে ডিফেন্সিবলি দুর্বল
Yan kouto আমার অনেক পছন্দের একটা প্লেয়ার কিন্তু তার আরো ইমপ্রুভমেন্ট দরকার , সে সিটিতে যাওয়ার পর জাতীয় দলে আসুক/ মাদ্রিদ ওকে নিয়ে আসুক তারপর জাতীয় দলে সুযোগ পাক এখন তাকে আমি চাই না আর Venderson অনেক ভালো করতেছে তাই সে সুযোগ ডিজার্ভ করে
আমার চয়েজ Venderson, Danilo
Centre back : থিয়াগো সিলভার অভাব পূরণ হবার নয় কিন্তু Eder militao , bremar অনেক ভালো করতেছে সাথে Gabriel Magallanes ও ( যদিও সে ক্লাবের জন্য ন্যাশনালে ম্যাচ মিশ করে তবুও সে কোপা খেলবে) সাথে বেরালদো কে রাখা যায়
My choice: Eder militao, bremar, gabriel Magallanes, Lucas beraldo
Central defensive mid : কাসেম কাকা ছাড়া কোন কথা নয় তবে উরুগুয়ে/ আর্জেন্টিনা যাদের মিডফিল্ড শক্তিশালী তাদের বিরুদ্ধে Andre কে খেলানো উচিত
তো Casemiro, Andre
Central midfield: এখানে Bruno gumaries , doglas luiz, , Joao gomes ছাড়া কোচ চাইলে আরো কাউকে রাখতে পারে
Bruno gumaries, doglas luiz will be my choice and also Gabriel Mac
Attacking midfield: এই পজিশনে Lucas paqueta বেস্ট অপশন যেহেতু নেইমার নেই তবে Andres pareira কে কিছু মিনিট সুযোগ দেয়া যেতে পারে
So , Lucas paqueta, Andres Pareira
Left wing : এই একটা পজিশনে তারকার ছড়াছড়ি। আছে Vinicius, Rodrigo, martinelli, Savinho, Wendel তবে Savinho বিভিন্ন পজিশনে খেলতে পারায় আমি তাকে রাখবো পাশাপাশি আমি যদি কোচ হতাম অবশ্যই রদ্রিগো কে লেফটে ফিক্স করতাম , মার্টিনেল্লি ফর্মে নাই
তাই Vinicius, Rodrigo, savinho
Striker: বর্তমানে অনেকেই ভালো করছে তবে Richarlison যতো খারাপ প্লেয়ার হোকনা কেনো সে স্টার্ট করবে এবং তার পাশাপাশি Joao pedro , endrick, Marcos Leonardo কে রাখা যেতে পারে তবে আমার মনে হয় Dorival junior হয়তো Marcos Leonardo কে সুযোগ না দিয়ে Mathus Cunha কে সুযোগ দিবে
আমার পছন্দ Richarlison, endrick, Marcos Leonardo
Right wing : বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় মাথাব্যথা হয়তো এই পজিশন টা নিয়েই কারণ Raphinha বার্সায় ভালো করলেও ব্রাজিলের প্রত্যাশা পূরণে যথেস্ট নয় , Rodrigo আর Savinho ওরা কেউই ন্যাচারাল Right winger না এবং আর কেউ নেই 🤧 তাই আমার মনে হয় Estavio Williams কে এনে বিশাল একটা চমক দেওয়ার এটা উপযুক্ত সময়, এর আগেও পেলে , রোনালদো নাজারিও কে দিয়ে সাফল্য ধরা দিয়েছিল তাই রিস্ক নেয়া যেতেই পারে আমি দুজনকেই রাখছি
Raphinha, estavio Williams
তো সব মিলিয়ে আমার স্কোয়াড দারালো :
Goalkeeper: Allison, bento , luiz junior
Left back: Carlos Augusto, Kaio Henrique
Centre back: Eder militao, bremar, gabriel Magallanes, Lucas beraldo
Right back: Venderson, Danilo
Midfielders : Casemiro, Andre, doglas luiz, Joao gomes, bruno gumaries, Lucas paqueta, Andres Pareira
Left wing: Vinicius, Rodrigo, savinho
Right wing: raphinha, estavio Williams
Striker: richarlison, endrick, Marcos Leonardo
এদের মধ্যে ২৩ জন / ২৬ জনকে নিলে অনেক ভালো একটা স্কোয়াড হয়ে যাবে
এবার আসি নেইমারের ব্যাপারে, লাস্ট ইংল্যান্ড ও স্পেনের সাথে দুই ম্যাচে রিচার্লিসন ইনজুরিতে থাকার পরও স্কোয়াডে ছিল তাই নেইমারকেও স্কোয়াডে রাখা উচিত কারণ খেলা শুরু হতে দেরী আছে, ততোদিনে নেইমার ফিট হয়ে যাবে
আশা করি ডোরিভাল স্কোয়াড নিয়ে হতাশ করবে না