
24/05/2025
"ভাই" কথাটার মধ্যে ছোট্ট আগলে রাখা ভালোবাসা লুকিয়ে আছে।
সময়ের টানে ক্রমেই সম্পর্ক গড়ে ওঠে। তাদেরকে নিজের ভালো-মন্দ , হাসি-কান্না সবটুকু বোঝানো যায় সে নিজের হোক বা পরের। এইজন্যই "Brother from another mother" কথাটা আজও প্রাসঙ্গিক। একঘেয়েমি লাগলেও ওরা একইভাবে পাশে থাকে , বাঁচতে শেখায়। মারামারি করা হোক বা gossip ওরাই আমাদের 1st choice ।
তাই তো অনুপম রায় "ক্লাসরুম" গানে বলেছেন *"ওরা বড়ো হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস"* । সেই ভ্রাতৃত্বে ছিল না কোন খেদ।
লালসা, চাহিদা আমাদের যেন বড়োই একা করে দিল। কিসের এতো বিচার? কিসের পিপাসা আজ ওদের উদব্যস্ত করে তুলেছে?
সময়টা উত্তর খোঁজার নয় , পাশে থাকার আশ্বাস দেওয়ার।
"আয় আরো হাতে হাত রেখে
আয় আরো বেঁধে বেঁধে থাকি"।
~ পথিক কবি
#ভাইএরভালোবাসা
#বন্ধুত্ব
#ভ্রাতৃত্ব
#বন্ধুতা
#স্মৃতিময়_বন্ধু