
05/07/2024
এই আপু কে unfollow করে আসলাম
অথচ উনি আমারও ভালো লাগার একজন মানুষ।
আমাদের পরিচিত মুখ ☺️
এই ভাবে কাজ না করলেও পারতো আপু।
মানুষের লাইফে অনেক অনেক কিছুই ঘটনা ঘটে ,তাই আমিও বলবো কাজের খেত্রে সবার সাথেই কাজ করা যায় ,তার মানে এই না যে তানিসার মতো মেয়ের সাথে কাজ কোরতে হবে। ও সবার চোখের সামনে থেকে মিম এর হাসবেন্ড (বান্ধুবির হাসবেন্ড ) কে ডিরেক্ট ওদের মাঝে ঢুকে আলাদা করে বিয়ে করে ফেলসে।এমন ও না যে মিম আর নাজিম এর সংসার এ অশান্তি ছিলো ,এমিন হলেও মন কে বুঝাইতাম যে যা হোইসে ভালো হোইসে। বাট ও একটা শুখের সংসার কে সরাসরি আলাদা কোরে দিসে ,ও একএকটা কাল নাগিনি 🐍🐍🐍🐍
ও একটা ডাইনি 🧟♀️🧌
ও একটা 🦹🧛♀️ সাক্ষাৎ শয়তানি
আর কন কিছুর বিনিময়ে আমি অন্তত ওর মত মেয়ে কে সাপোর্ট কোরবোনা।
বিন্দিয়া সাজঘর বোল্লো সে ক্রিম আপা কে নিয়ে ও কাজ কোরসিলো তখন ও নাকি তাকে নিয়ে মানুষ ট্রোল কোরসিলো।
কিন্তু সাজঘর আপু তখন আমি তাদের মদ্ধে ছিলাম না ,☺️ আমার মনে হয় বাংলাদেশের ৭০% মানুষ ই তখন ফান কোরেছে ট্রোল না 💥
কিন্তু এখন আপ্নাকে নিয়ে ট্রল হবে আর আপনি ও এটাই চেয়েছিলেন।
তবে ক্রিম আপা আর এই তানিসা এক না।
ক্রিম আপার সাথে তানিসার তুলনা করে আপনি ক্রিম আপার অপমান করলেন।
আমার ত মনে হয় ক্রিম আপা গরিব কাজ করে নিজের সামি সন্তান কে নিয়ে খায় ,আর যা ই কোরুক ওই মু্র্খ মানুষ টা ও তানিসার মত মেয়ের চেয়ে বিশি সম্মানের যোগ্য।
তানিসা কোন মানুষের মধ্যে পড়ে বোলে মনে হয় না।
আমাদের বাংগালী মেয়েদের কাছে অন্তত না🥲☺️
বিয়ে আরো অনেকের অনেক ভাবেই হয় ,কিন্তু এভাবে সরাসরি কারো বান্ধুবির জামাই কেড়ে নিয়ে বিয়ে না হোক।